শিক্ষকদের কর্মবিরতিতে অচল বিশ্ববিদ্যালয়গুলো, নেটদুনিয়ায় সমালোচনা
নতুন সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’কে বৈষম্যমূলক ও কম সুবিধার মনে করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তাই প্রচলিত সরকারি পেনশনে থাকার দাবিতে সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন তারা।
এই কর্মবিরতির কারণে ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রমসহ সব ধরনের একাডেমিক কাজ অচল হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচিও মঙ্গলবার সীমিত আকারে পালন করা হয়েছে। ওই কর্মসূচিতে প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষক ছাড়া...