নির্যাতিত মুসলিম উম্মাহের জন্য দুয়া করার সুবর্ণ সুযোগ রয়েছে পবিত্র শাওয়াল মাসে
আল্লাহ তায়ালা যে তিনটি মাসকে হজের জন্য নির্ধারণ করেছেন, তা হলোÑ শাওয়াল, জিলকদ ও জিলহজ। এ মাসগুলোকে ‘আশহুরুল হজ’ বলা হয়। শাওয়াল মাসের প্রথম তারিখে পালিত হয় ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দয়াময় প্রতিপালকের কাছে প্রতিদান লাভের আশায় মুসলমানরা ঈদুল ফিতরের নামাজ আদায় করে। ধনী-গরিব, বাদশা-ফকির একই কাতারে দাঁড়ায়। ঈদুল ফিতরের দিনে সদকাতুল ফিতর আদায় করা ও...