৪ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম
প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলাসহ ৪ মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আগাম জামিন পেয়েছেন।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় এসব মামলা করা হয়।
মামলায় জামিন চেয়ে সেলিমুজ্জামান সেলিমের করা ৪টি আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ মার্চ) হাইকোর্টের বিচারপতিদের একটি বেঞ্চ জামিন আবেদন মঞ্জুর করেন।