তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়ক যেন ট্রাক টার্মিনাল!
নানান বিপত্তির পর দখলমুক্ত হয়েছিল রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে রেলক্রসিং পর্যন্ত সড়ক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফের পুরনো চেহারায় রাজধানীর ব্যস্ততম এই সড়কটি। ট্রাক-কাভার্ড ভ্যানের দখলে সেখানকার সব রাস্তা। এ পথে চলাচলকারীরা ভোগান্তিতে পড়লেও চালক মালিকদের সেদিকে নজর নেই। সড়কের দুইপাশে যত্রতত্র ট্রাক রেখে দেয়া হয়েছে। ট্রাক-কাভার্ড মালিক ও ইউনিয়নের নেতারা বলছেন, টার্মিনাল তৈরি হলে তারা রাস্তার দখল ছেড়ে...