বাংলাদেশ তথাকথিত বটমলেস বাস্কেট থেকে এশিয়ার 'ইমার্জিং টাইগারে' রূপান্তরিত হয়েছে: আইজিপি

বাংলাদেশ তথাকথিত বটমলেস বাস্কেট থেকে এশিয়ার 'ইমার্জিং টাইগারে' রূপান্তরিত হয়েছে: আইজিপি

    বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ আজ তথাকথিত বটমলেস বাস্কেট থেকে এশিয়ার `ইমার্জিং টাইগারে` রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু ছিলেন জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রূপকার। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন সত্ত্বা। বঙ্গবন্ধুই বাংলাদেশ। তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম মানেই হলো বাঙালির স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা অর্জনের সোনালী ইতিহাস। বঙ্গবন্ধু তার ৫৫ বছরের জীবনকালের প্রায় ছয় ভাগের এক ভাগই কারাগারে কাটিয়েছেন।   বুধবার (১৬...