শিশুদের পুষ্টি অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে গ্রামীণ-ডানোন, টগুমোগু এবং লাইট অফ হোপের চুক্তি স্বাক্ষর
শিশু পুষ্টি বাংলাদেশে একটি জটিল সমস্যা, যেখানে পাঁচ বছরের কম বয়সী এক-তৃতীয়াংশের বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। সমাজের সকল ক্ষেত্র থেকে অবিলম্বে এই বিষয়ে মনোযোগ দেয়া প্রয়োজন। বিশেষ করে অনেক প্রতিষ্ঠানই উদ্যোগী হয়ে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসতে পারে।
ঠিক এই উপলব্ধি থেকে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড, টগুমগু এবং লাইট অফ হোপ – এই তিনটি প্রতিষ্ঠান বাংলাদেশের শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস...