রবি ডিজিটাল ভেঞ্চার কোম্পানি আর ভেঞ্চারস পিএলসি’র দায়িত্বে কাজী এম হাসান
রবির ডিজিটাল ভেঞ্চার সাবসিডিয়ারি আর ভেঞ্চারস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন প্রযুক্তি ব্যবসা বিশেষজ্ঞ কাজী এম হাসান। আর ভেঞ্চারস ডিজিটাল খাতে রবির এগিয়ে যাওয়ার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অংশীদারদের সাথে এমন পণ্য তৈরি করতে কাজ করবে যা তার গ্রাহকদের ডিজিটাল সেবায় নতুন মাত্রা যোগ করবে।
আর ভেঞ্চারস এ যোগদানের আগে কাজী বিশ্বে প্রযুক্তি খাতের প্রথম সারির লজিস্টিক অ্যান্ড সাপ্লাই...