জাপানে ত্রিশতম "কোকু বি তেন " চিত্রকর্ম প্রদর্শনী, চলবে ৫ অক্টোবর পর্যন্ত
জাপানে ত্রিশতম "কোকু বি তেন " চিত্রকর্ম প্রদর্শনী উইয়েনোর টোকিও মেট্রোপলিটন আর্ট মিউজিয়াম এ শুরু হয়েছে। আন্তর্জাতিক এই প্রদর্শনীর তৃতীয় দিনে সোমবার (30 সেপ্টেম্বর) ৩২০জন শিল্পীর কাজ স্থান পায়। এখানে বাংলাদেশের ১০ শিল্পীর কাজও স্থান পায় । বাংলাদেশের জাপান প্রবাসী গুণী শিল্পী জাহির হোসেন এর কাজ যুগ্মভাবে “নোগুচি উজো আন্তর্জাতিক শান্তি পুরুষ্কার ” পায় । আয়োজকরা বলেন, ধন্যবাদ জানাই মাসাও...