ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

হজ পালন কষ্টদায়ক হবে

Daily Inqilab শামসুল ইসলাম

০৮ মার্চ ২০২৩, ১০:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৬ এএম

হজের পাহাড়সম খরচ জোগাতে না পেরে অনেকেই চূড়ান্ত নিবন্ধন করছেন না। বরং প্রাক-নিবন্ধনের টাকা ফেরত নেয়ার আবেদন করছেন। খরচ অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় পবিত্র হজ পালন করা কষ্টদায়ক হয়ে পড়বে বলে ধর্মবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে হাজীদের ভর্তুকি প্রদানের দাবি জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহ্জ) ১৪৪৪ হিজরি পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আশানুরূপ সাড়া না পাওয়ায় হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৬ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

চলতি বছর হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। এর মধ্যে বিমান ভাড়াই বাড়ানো হয়েছে জনপ্রতি প্রায় ৫৮ হাজার টাকা। এছাড়া সার্ভিস চার্জও বাড়ানো হয়েছে। বিমান সূত্র জানায়, ২০১৮ সালের হজযাত্রীদের বিমান ভাড়া ছিল জনপ্রতি ১৫৫০ মার্কিন ডলার, ২০১৯ সালে হজযাত্রীদের বিমান ভাড়া ছিল জনপ্রতি ১৫৫০ ডলার, ২০২২ সালে হজযাত্রীদের বিমান ভাড়া ছিল জনপ্রতি ১৫৫৫ মার্কিন ডলার (নিট)। বিমান কর্তৃপক্ষ হঠাৎ এক বছরে বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বলে জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয় বলছে, গত বছরের তুলনায় এবার হজ প্যাকেজে সর্বোচ্চ ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বৃদ্ধি পেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডলার ও রিয়ালের দাম বৃদ্ধি পাওয়ায় এবার হজ প্যাকেজের দাম বেড়েছে। গত ২ ফেব্রুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী বলেন, গত বছরের তুলনায় এবার হজ প্যাকেজের মূল্য অনেক বেশি। সাধারণ মুসলমানের পক্ষে এত খরচে পবিত্র হজ পালন করা কষ্টদায়ক হয়ে পড়বে। তিনি হজ প্যাকেজের মূল্যবৃদ্ধির কারণসমূহ জানতে চান এবং সাধারণ মানুষের সক্ষমতার বিষয়টি বিবেচনা করে হজ প্যাকেজের মূল্য কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতি বলেন, এবার হজ প্যাকেজের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় তা উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, এ বছর যারা হজে যাবেন গতবারের চেয়ে তাদের দেড় থেকে দুই লাখ টাকা বেশি ব্যয় করতে হবে। তিনি আরো বলেন, হজ খুবই স্পর্শকাতর একটি বিষয়। এর সঙ্গে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ-অনুভূতি ও বিশ্বাসের প্রশ্ন জড়িত। সভাপতি বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি প্রদান করে থাকে। হাজীদের (আল্লাহর মেহমান) সরকারি ভর্তুকি প্রদান করতে হবে। তিনি আগামী ১৫ মার্চ ধর্মবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে হজযাত্রীদের বিমান ভাড়া বৃদ্ধির বিষয়ে সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালককে তলব করেছেন। সংসদীয় স্থায়ী কমিটির অপর সদস্য মনোরঞ্জন শীল গোপাল হজ প্যাকেজের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে খরচের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত বলে দাবি তোলেন।
সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার কথা। বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হবে ২২ মে এবং হজ শেষে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ৭ আগস্ট থেকে।
এদিকে, মঙ্গলবার পর্যন্ত যথাযথ সাড়া না মেলায় চূড়ান্ত নিবন্ধনের সময় আগামী ১৬ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো হজের নিবন্ধনের সময় বাড়ানো হলো। গতকাল বুধবার পর্যন্ত হজ কোটার অর্ধেকের চেয়ে কিছু বেশি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে। সর্বশেষ মঙ্গলবার রাত পর্যন্ত হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করেছেন ৬৬ হাজার ৭৩৫ জন যাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ২৩৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার ৫০০ জন। সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি অনুযায়ী ১৪৪৪ হিজরির হজে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। এর মধ্যে ১৫ হাজার সরকারি ব্যবস্থাপনায় যাবেন আর বাকি সব বেসরকারি ব্যবস্থাপনায়।

গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়, ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া পাওয়ায় পরে সময় আরো পাঁচ দিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধনের হার ছিল খুবই কম। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। কিন্তু কোটার বিপরীতে এখনও অনেক হজযাত্রী নিবন্ধিত হননি।

হজযাত্রী নিবন্ধনের কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। নিবন্ধন ভাউচার প্রস্তুতের পরবর্তী ২ (দুই) কার্যদিবসের মধ্যে অর্থ ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত না করলে ওই ভাউচার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আগামী ১৬ মার্চে হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারসমূহের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখাসমূহ খোলা রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

হাবের সাবেক ইসি সদস্য ও মোতালেব হজ সার্ভিসেসের অংশীদার মো. আবু সালেহ রাজি জাভেদ গতকাল বুধবার ইনকিলাবকে বলেন, এবার হজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অনেক হজযাত্রী ইচ্ছা থাকা সত্ত্বেও হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারছেন না। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অযৌক্তিকভাবে হজযাত্রীদের ভাড়া বাড়িয়েছে। গতকাল পর্যন্ত মোতালেব হজ সার্ভিসেসের অধীনে ১৯৬ জন প্রাক-নিবন্ধনের মধ্যে ৭০ জন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে। তিনি বিমান ভাড়া সহনীয় পর্যায়ে কমিয়ে হজ প্যাকেজ মূল্য পুনর্নির্ধারণের জোর দাবি জানান।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে