পার্বতীপুর রেল হেড ডিপোতে তেল সরবরাহ শুরু ১৮ মার্চ
০৮ মার্চ ২০২৩, ১০:৩৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:৪৭ এএম
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইনের মাধ্যমে শিলিগুড়ি নুমালীগড় থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে তেল সরবরাহ শুরু হচ্ছে চলতি মাসের ১৮ মার্চ থেকে। এ লক্ষ্যে যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ পয়েন্টের পার্বতীপুরে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব ও পেট্্েরালিয়াম কর্পোরেশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক (পিডি) টিপু সুলতান। উদ্বোধনের পর পরই পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে নিয়মিত চলবে তেল সরবরাহ কার্যক্রম। এতে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে ডিজেল দ্রুত সরবরাহ করা যাবে। প্রকল্পটি ভারত ও বাংলাদেশ সরকারের বন্ধুত্বের আরেকটি নতুুন মাইলফলক বলে জানানো হয়েছে। এটি বাস্তবায়নের জন্য দু’দেশের মধ্যে ২০১৮ সালের ৯ এপ্রিলে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। একই বছর দু’দেশের প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রকল্পটিতে ১৩১.৫ কিলোমিটার পাইপলাইনের মধ্যে ভারতের অংশে ৫ কিলোমিটার ও বাংলাদেশ অংশের ১২৬.৫ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হয়েছে। তার মধ্যে পঞ্চগড় জেলায় ৮২.১৭ কিলোমিটার, নীলফামারী ৯ কিলোমিটার ও দিনাজপুর জেলায় ৩৫.৫ কিলোমিটার হয়ে পার্বতীপুর রেল হেড ডিপোতে সংযুক্ত হয়েছে। ভারত ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশ অংশের প্রকল্পিত ব্যয়ের পরিমান বিপিসি‘র নিজস্ব অর্থায়নে ৩০৬২৩.৩২ লক্ষ টাকা। এ প্রকল্পে পাইপলাইন স্থাপনের প্রথম ধাপে পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুর জেলার জমির অধিগ্রহণ ও হুকুম দখল করা হয়। জানানো হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের ফলে পার্বতীপুর রেল হেড ডিপোতে জ্বালানী তেলের মজুদ বৃদ্ধি পাবে এবং এলাকায় জ্বালানী তেলের সরবরাহ ব্যবস্থা সুদৃঢ় হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বতীপুর রেলহেড ডিপোতে জ্বালানী তেলের মজুদ ১৫০০০ মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে ৪৩৮০০ মেট্রিক টনে উন্নীত হবে এবং উত্তরাঞ্চলের জ্বালানী তেলের সরবরাহ বেড়ে যাবে। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানটি হচ্ছে ভারত সরকারের পক্ষে নুমালীগড় রিফাইনারী লিমিটেড (এনআরএল) ও বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। ভারতে নুমালীগড় রিফাইনারী লিমিটেড (এনআরএল) শিলিগুড়ীস্থ মার্কেটিং টার্মিনাল হতে পার্বতীপুর ডিপোতে ডিজেল তেল সরবরাহ শুরু হবে উদ্বোধনের পরক্ষণ থেকেই। আধুনিক পদ্ধতির মাধ্যমে জ্বালানী তেলের পরিবহন লস ও পরিবেশ দুষন হ্রাস করে পরিবহন পরিচালন ও সরবরাহ ব্যবস্থা আরো আধুনিক সহজতর নির্বিঘ্ন ও সুদৃঢ় হবে। এতে প্রতিকুল পরিবেশেও দেশের উত্তরাঞ্চলে জ্বালানী তেলের সরবরাহে দুর্ভাবনা কেটে যাবে। পার্বতীপুর রেল হেড ডিপোতে খুলনা দৌলতপুর ডিপো থেকে রেলওয়ে ওয়াগন যোগে সপ্তাহে দুই থেকে তিনবার চার থেকে পাঁচ লাখ লিটার তেল পার্বতীপুর রেল হেড ডিপোতে আনা হতো।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস