জাবিতে নিরাপত্তা চেয়ে ছাত্রীদের বিক্ষোভ; প্রতিবাদে প্রভোস্টের পদত্যাগ
১৩ মার্চ ২০২৩, ১০:২২ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৮:০৬ এএম

নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। গত রোববার রাতে চুরি ও হেনস্তার ঘটনায় বিক্ষোভ করেন তারা। এদিকে সন্ধ্যায় ‘চুরির’ ঘটনায় মর্মাহত হয়ে পদত্যাগ করেছেন হলটির প্রভোস্ট প্রফেসর মোতাহার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের এক ছাত্রী বলেন, এক যুবক ‘গালাগালি ও শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে’ নারী শিক্ষার্থীদের হেনস্তা করে বলে শিক্ষার্থীরা জানান। একইদিন শেখ হাসিনা হল ও খালেদা জিয়া হলেও একই ঘটনা ঘটে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের দাবিগুলো হল- হলের সীমানা প্রাচীরের উচ্চতা কমপক্ষে ১০ ফুট বাড়ানো, পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো ও সেগুলো সবসময় দেখভালের জন্য লোক নিয়োগ, হলের চারপাশের মাটি ভরাট করা ও ফ্লাড লাইট লাগানো, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ঠিকভাবে দায়িত্ব পালন করানো, হলের পেছন দিকেও অ্যাটেনডেন্ট রাখা, দুজন হল সুপারের উপস্থিতি নিশ্চিত করা, নিচতলার ডাইনিং ও গণরুমের জানালার পর্দা লাগানো এবং নিরপেক্ষ জবাবদিহিতা চাওয়ার অধিকার।
এদিকে এ ঘটনার বিষয়ে প্রফেসর মোতাহার হোসেন বলেন, ‘আমি ২০১৯ সালের ১৮ ডিসেম্বর হলের পূর্বপাশের সীমানা প্রাচীরের উচ্চতা বাড়ানোর জন্য রেজিস্ট্রার বরাবর আবেদন জানাই। একইসাথে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রকৌশল অফিসে হ্যালোজিন বাল্ব লাগানোর আবেদন করি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হলের আবেদন বাস্তবায়ন করেনি। যার কারণেই চুরি ও নিরাপত্তাহীনতার ঘটনা বাড়ছে বলে ছাত্রীরা উল্লেখ করেছেন। এসব ঘটনায় মর্মাহত হয়ে প্রতিবাদস্বরুপ আমি পদত্যাগ করেছি।’
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘বাজেটের কারণে অনেক সময় বিভিন্ন কাজ উপযুক্ত সময়ে করা কঠিন হয়ে পড়ে। সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। তাঁর স্থলে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির প্রফেসর কেএম আককাছ আলীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি নাজমুল হাসান তালুকদার বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। তদন্ত সাপেক্ষে খুব দ্রুতই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ৩টি হলের জন্য ৩টি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে উত্থাপিত সমস্যাগুলো সমাধান করে কমিটিগুলো রিপোর্ট দিবে। এছাড়া প্রতিটি হলের প্রাচীর তারকাটা সহ উঁচু করা, হলে সার্চ লাইট লাগানো সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা দ্রুততর সময়ের মধ্যে কার্যকর করা হবে।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সা

নোয়াখালীর বিপণী-বিতানগুলোতে উপচে পড়া ভিড় হলেও মারাত্মক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের

কোচ ছাঁটাই করল লাইপজিগ

কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব

পেকুয়ায় জামায়াতের শিক্ষা বৈঠকে রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান

আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই: খোকন

যেভাবে একটি অন্যায়ের সম্মিলিত প্রতিবাদ হলো

শীর্ষ সন্ত্রাসী পলাশসহ তার বাহিনীর ১০ জন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

শেষ মুর্হুতের কেনাকাটায় সিলেট নগরীর রাজপথ থেকে শপিংমলে ক্রেতারা

জাতীয় ঈদগাহে আসবেন না প্রেসিডেন্ট, ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে

৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরীতে, প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

শহীদ মীর মুগ্ধের বাসায় জামায়াত আমীর

ডিএসই, সিএসই এবং পিএসএক্স’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিলেটে চা বাগানের ভেতরে ৩ ট্রাক ভর্তি ৪৬৭ বস্তা ভারতীয় চিনি রেখে পালালো চালক

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে: রিজভী

অসৎ ব্যবসার অহংকার সিলেটের হরিপুরের সেই "বুঙ্গার বাজার" গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনী

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ-র নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশী বন্দুক উদ্ধার

আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই : ধর্ম উপদেষ্টা