জাবিতে নিরাপত্তা চেয়ে ছাত্রীদের বিক্ষোভ; প্রতিবাদে প্রভোস্টের পদত্যাগ
১৩ মার্চ ২০২৩, ১০:২২ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৮:০৬ এএম
নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। গত রোববার রাতে চুরি ও হেনস্তার ঘটনায় বিক্ষোভ করেন তারা। এদিকে সন্ধ্যায় ‘চুরির’ ঘটনায় মর্মাহত হয়ে পদত্যাগ করেছেন হলটির প্রভোস্ট প্রফেসর মোতাহার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের এক ছাত্রী বলেন, এক যুবক ‘গালাগালি ও শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে’ নারী শিক্ষার্থীদের হেনস্তা করে বলে শিক্ষার্থীরা জানান। একইদিন শেখ হাসিনা হল ও খালেদা জিয়া হলেও একই ঘটনা ঘটে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের দাবিগুলো হল- হলের সীমানা প্রাচীরের উচ্চতা কমপক্ষে ১০ ফুট বাড়ানো, পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো ও সেগুলো সবসময় দেখভালের জন্য লোক নিয়োগ, হলের চারপাশের মাটি ভরাট করা ও ফ্লাড লাইট লাগানো, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ঠিকভাবে দায়িত্ব পালন করানো, হলের পেছন দিকেও অ্যাটেনডেন্ট রাখা, দুজন হল সুপারের উপস্থিতি নিশ্চিত করা, নিচতলার ডাইনিং ও গণরুমের জানালার পর্দা লাগানো এবং নিরপেক্ষ জবাবদিহিতা চাওয়ার অধিকার।
এদিকে এ ঘটনার বিষয়ে প্রফেসর মোতাহার হোসেন বলেন, ‘আমি ২০১৯ সালের ১৮ ডিসেম্বর হলের পূর্বপাশের সীমানা প্রাচীরের উচ্চতা বাড়ানোর জন্য রেজিস্ট্রার বরাবর আবেদন জানাই। একইসাথে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রকৌশল অফিসে হ্যালোজিন বাল্ব লাগানোর আবেদন করি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হলের আবেদন বাস্তবায়ন করেনি। যার কারণেই চুরি ও নিরাপত্তাহীনতার ঘটনা বাড়ছে বলে ছাত্রীরা উল্লেখ করেছেন। এসব ঘটনায় মর্মাহত হয়ে প্রতিবাদস্বরুপ আমি পদত্যাগ করেছি।’
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘বাজেটের কারণে অনেক সময় বিভিন্ন কাজ উপযুক্ত সময়ে করা কঠিন হয়ে পড়ে। সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। তাঁর স্থলে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির প্রফেসর কেএম আককাছ আলীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি নাজমুল হাসান তালুকদার বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। তদন্ত সাপেক্ষে খুব দ্রুতই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ৩টি হলের জন্য ৩টি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে উত্থাপিত সমস্যাগুলো সমাধান করে কমিটিগুলো রিপোর্ট দিবে। এছাড়া প্রতিটি হলের প্রাচীর তারকাটা সহ উঁচু করা, হলে সার্চ লাইট লাগানো সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা দ্রুততর সময়ের মধ্যে কার্যকর করা হবে।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক