এবার মালয়েশিয়াতে রফতানি হচ্ছে সীতাকুন্ডের টমেটো
১৪ মার্চ ২০২৩, ১০:৪৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৪:১৪ পিএম
চট্টগ্রামের সীতাকুন্ড থেকে প্রথমবারের মত মালয়েশিয়াতে রফতানি হচ্ছে সুস্বাদু টমেটো। চলতি রবি মৌসুমে টমেটোর উৎপাদন হয়েছে প্রায় ৭ হাজার মেট্রিক টন। যা গত বছরের তুলনায় অনেক গুণ বেশি। যার বাজার মূল্য প্রায় ১৪ কোটি টাকার।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩৮০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা, বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল, বাড়বকুন্ড ও ভাটিয়ারী, কুমিরাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বøকগুলোতে টমেটোর চাষ হয়েছে। রবি মৌসুমে সব মিলিয়ে নৌপথে প্রতিবছর এখানকার সবজি ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যাচ্ছে। এবারই প্রথম চট্টগ্রাম বন্দর হয়ে দেশ ছাড়িয়ে নৌপথে বিদেশের মাটিতে যাচ্ছে এখানকার টমেটো।
পৌরসভাস্থ ২ নম্বর ওয়ার্ডের নুনাছড়া গ্রামের কৃষক মো. তাহের বলেন, চলতি উপজেলা কৃষি অফিসের পরামর্শে চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ১২০ শতক জমিতে বাহুবলি জাতের টমেটোর চাষ করেছি। এতে শ্রমিকসহ সব মিলিয়ে খরচ পড়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এ পর্যন্ত পর্যায়ক্রমে ৬০ থেকে ২০ টাকা কেজি হিসেবে পাইকারী দরে বিক্রি করেছি ১ লাখ ৮০ হাজার টাকা। পরিস্থিতি ভাল থাকলে আরো ১ লাখ টাকা বিক্রি করতে পারবো বলে আশা করছি। নুনাছড়া গ্রামে দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম বলেন. এবার অন্যান্য সময় থেকে টমেটো চাষ হয়েছে অনেক বেশি। অন্যান্য কৃষকদের মধ্যে তাজুল ইসলাম, আবুল কাসেম, মো. হোসেনসহ অন্তত ৩০ জন কৃষক টমেটোর চাষ করেছেন এ গ্রামে।
মুরাদপুর এলাকার কৃষক ইসহাক ৭০ শতক জমিতে টমেটোর চাষ করেছেন। তিনি বলেন, রফতানিকারক প্রতিষ্ঠান সাত্তার এন্টারপ্রাইজ ২০ টাকা কেজি হিসেবে মালয়েশিয়াতে রফতানি করার উদ্দেশ্যে আমাদের ক্ষেত থেকে কিনে নিয়ে যাচ্ছেন।
রফতানিকারক প্রতিষ্ঠান সাত্তার এন্টারপ্রাইজের সত্বাধিকারী আব্দুল কাইয়ুম বলেন, বড় ভাই মো. মোস্তফা ৫ বছর ধরে চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন জেলা উপজেলা থেকে মৌসুমে বিভিন্ন সবজি কিনে মালয়েশিয়াতে রফতানি করছি। তবে তিনি মালয়েশিয়াতেই বসবাস করছেন। আমি দেশ থেকে বিভিন্ন সবজি নৌপথে মালয়েশিয়াতে রফতানি করছি। আর তিনি ওখান থেকে সবজিগুলো রিসির্ভ করে তার দোকানে নিয়ে যান। সেখান থেকে তিনি বিক্রি করে দেন বিভিন্ন পাইকার ও অন্যান্যদের মাঝে। তিনি আরো বলেন, এবার আমি সীতাকুÐ থেকে রফতানির উদ্দেশ্যে কৃষকদের ক্ষেত ১৩ টন টমেটো কিনেছি। টমেটোগুলো চট্টগ্রাম বন্দর হয়ে নৌপথে মালয়েশিয়াতে রফতানি করা হবে। শুধু তাই নয় গত মাসে ঢাকার বিভিন্ন স্থান থেকে ৩ হাজার ১৬৪ টন আলু রফতানি করেছি।
সীতাকুÐ উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, সীতাকুÐ উপজেলা থেকে ১৩ টন টমেটো যাচ্ছে মালয়েশিয়াতে। চলতি মৌসুমে ৩৮০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। মোট টমেটোর উৎপাদন হয়েছে প্রায় ৭ হাজার মেট্রিক টন। সে হিসেবে ১৪ কোটি টাকার টমেটো উৎপাদন হয়েছে এবার। সরকার কৃষকদের উন্নয়নে বিভিন্নভাবে সহযোগীতা করে চলেছেন। এতে কৃষকরাও অধিক লাভবান হচ্ছেন। নিরাপদ টমেটো উৎপাদনের জন্য পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের সহায়তায় কৃষকদের সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাদ, সাদা আঠালো ফাঁদ, নীল আঠালো ফাঁদ ব্যবহার শিখিয়ে নিরাপদ সবজি উৎপাদন করা হচ্ছে। তিনি বলেন, টমেটোর রফতানির মধ্যদিয়ে একদিকে যেমন জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে কৃষক, অন্যদিকে বৈদেশিক মুদ্রাও আয় করছে বাংলাদেশ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল