পাঁচ জেলায় সড়কে ঝরল ৬ প্রাণ
১৫ মার্চ ২০২৩, ১০:১৭ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ০৬:১৬ পিএম

পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও আরো তিনজন আহত হয়েছে। এরমধ্যে ভোলায় নবজাতক সন্তান ও স্ত্রীকে হাসপাতালে রেখে রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিয়ে পুনরায় হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন।
ভোলা জেলা সংবাদদাতা জানান, গতকাল বুধবার ভোরে ভোলা চরফ্যাশন সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার ঘটে। নিহত শামসুর রহমান শুভ তজুমদ্দিন উপজেলা সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাপড়ী গ্রামের বাসিন্দা। দৈনিক মাতৃজগত পত্রিকার তজুমদ্দিন প্রতিনিধি ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সদস্য।
নিহতের পিতা জানান, গত মঙ্গলবার রাতে হাসপাতালে শামসুর রহমান শুভ এর কন্যা সন্তানের জন্ম হয়। এ সময় স্ত্রীর রক্তের প্রয়োজন হওয়ায় একজন রক্তদাতাকে হাসপাতালে নিয়ে আসে সে। রক্ত দেওয়া শেষে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে হাসপাতালে ফেরার পথে দ্রæতগামী একটি ট্রাক তাকে চাঁপা দেয়। পরে স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরগুনা জেলা সংবাদদাতা জানান, বরগুনা সদর উপজেলায় তেলবাহী ট্রাকের চাপায় একটি মাদরাসার সহ সুপার নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাওলানা আ. সাত্তার বরগুনা সদর উপজেলার বড়মিয়া হাটখোলা এলাকার আ. লতিফের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ফুপার মৃত্যুর খবর শুনে গ্রামে এসে নিজে জানাজা পড়িয়ে দাফন-কাফন সম্পন্ন করে বরিশালের তার কর্মস্থলে ফিরছিলেন। সেখানে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, এ ঘটনায় তেলবাহী ট্রাক ও ড্রাইভার মো. নাঈমকে গ্রেফতার করা হয়েছে। লাশের সুরাতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
কক্সবাজার জেলা সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী আমতলা এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লামা উপজেলার ফাইতং ইউপির ৩ নম্বর ওয়ার্ড আমতলী এলাকার মো. বশির আলমের ছেলে মো. আরমান শাকিল ও একই ওয়ার্ডের খুরপাইন ঝিরি এলাকার মো. আবু মুছার ছেলে মাওলানা মো. ইসমাইল ছিদ্দিকী।
চিরিংগা হাইওয়ে থানার ওসি ইমন চৌধুরী বলেন, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারগামী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেন ওসি।
পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আহত হন তার চাচা ফজলুল হক ও মিমের ছোট ভাই মুস্তাকিম। গতকাল বুধবার সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি মান্দুলপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া আকতার মিম একই এলাকার মনসুর আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সকালে মিম তার চাচার মোটরসাইকেল যোগে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে বুড়াবুড়ি বাজার সংলগ্ন এলাকায় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মিম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহত ফজলুল হককে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে রংপুর হাসপাতালে স্থানান্তর করে।
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ফুলপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় এক রিকসা চালক নিহত ও রিকসার এক যাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার বিকাল পৌনে ৩টায় ফুলপুর উপজেলার কাড়াহা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন উপজেলার কাড়াহা গ্রামের খেজমত আলী ও হামিদা খাতুনের ছেলে।
জানা যায়, ময়মনসিংহ থেকে দ্রæতগতিতে আসা তেলবাহী ট্রাক একটি রিকসাকে ধাক্কা দেয়। এতে রিকসা চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় রিকসা যাত্রী আহত আব্দুল আজিজকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফুলপুর থানা পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে যায়। ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যান চলাচল স্বাভাবিক আছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

স্ত্রী-ছেলেসহ রনজিত ৭৯ বিঘা জমি জব্দ, ১৩৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিরাপত্তা নিয়ে শঙ্কিত মার্কিন বিচারকরা

মাদক মামলায় নারীসহ একই পরিবারের ৩ পলাতক আসামি গ্রেফতার

এবার মার্কিন শিক্ষা বিভাগই তুলে দিতে যাচ্ছেন ট্রাম্প

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন নির্দেশনা জার্মানির

ঈদযাত্রায় রেলে বাড়বে কোচ

বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি সাত বছর কারাদণ্ড

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে : আমীর খসরু

শাহতলী পীর সাহেব মাওলানা আবুল বাশারের দাফন সম্পন্ন

ঐকমত্য কমিশনের ৪২ প্রস্তাবে একমত নয় এলডিপি

৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলে চূড়ান্ত অনুমোদন

পরিবেশগত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ-নেপাল

সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে জামায়াতের মত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ

জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

শেখ হাসিনা-জয়-পুতুল-রেহানাসহ ২০১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন

ধর্ষণের শিকার অভিযোগে শিশু-কিশোরীসহ ৫ জন ঢামেকে ভর্তি