প্রেসিডেন্ট নির্বাচনের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের দুই রিট খারিজ
১৫ মার্চ ২০২৩, ১১:৫৮ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৭:১৩ পিএম

মো. সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত পৃথক ২টি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এ তথ্য জানিছেন অ্যাটর্নি জেনারেল এ.এম.আমিনউদ্দিন। তিনি বলেন, রিট দুটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। প্রেসিডেন্ট পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ইসির জারি করা প্রজ্ঞাপন বৈধ।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম এ আজিজ খান। আরেকটি রিটের পক্ষে শুনানি করেন আবদুল মোমেন চৌধুরী। সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।
এর আগে প্রেসিডেন্ট পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ১৩ ফেব্রæয়ারি নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে ৭ মার্চ একটি রিট করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এম এ আজিজ খান।
বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি আহমেদ সোহেলের ডিভিশন বেঞ্চর ১২ মার্চের কার্যতালিকায় রিটটি ছিল। বেঞ্চের একজন বিচারপতি রিটটি শুনতে বিব্রত বোধ করেন।
ওই সময় বিচারপতি আহমেদ সোহেল বলেন, প্রায় পাঁচ বছর তিনি দুদকের আইনজীবী ছিলেন। তাই বিষয়টি শুনতে বিব্রত বোধ করছেন। এরপর বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চ রিটটি শুনানি না করে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।
পরবর্তীতে রিটটি বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অন্যদিকে, প্রেসিডেন্ট পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণার প্রজ্ঞাপন নিয়ে আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবিরসহ ৬ আইনজীবী ১২ মার্চ আরেকটি রিট করেন। ১৩ মার্চ বিচারপতি মো. খসরুজ্জামান নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে রিটটি জমা দেয়া হয়। পৃথক দু’টি রিটের ওপর শুনানি নিয়ে তা সরাসরি খারিজ করেন হাইকোর্ট।
প্রসঙ্গতঃ বর্তমান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হবে। এরপর নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ২৪ এপ্রির থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।
এর আগে মো. সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন প্রক্রিয়া যথাযথ হয়নি দাবি করে ২৬ ফেব্রæয়ারি একটি লিগ্যাল নোটিশ দেন অ্যাডভোকেট এম এ আজিজ খান। এরই ধারাবাহিকতায় তিনি দায়ের করেন রিট।
অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করে ইসি। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৭ ধারা অনুসারে তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করে ১৩ ফেব্রæয়ারি জারি করা হয় এ প্রজ্ঞাপন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

কালীগঞ্জে বেদে পল্লীতে প্রতিপক্ষের হাতে যুবক খুন, আটক ১

মসজিদ গুলো শিরক ও বিদয়াত মুক্ত রাখা মুসলমানদের ঈমানী দায়িত্ব -নাসির উদ্দিন মজুমদার

দুর্নীতিবাজ টিউলিপের সাফাই দেয়ার চেষ্টা, কি বলছেন?

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, বিকালে ভাষণ

এবারও বিশ্বের ধনীদের তালিকার শীর্ষে ইলন মাস্ক

বিমসটেক সমুদ্র পরিবহন চুক্তি সই, মন্ত্রী পর্যায়ের বৈঠক

ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতা গ্রেফতার

গাজীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

আবারও বিয়ের পিঁড়িতে শবনম ফারিয়া?

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শন, জামায়াত সেক্রেটারির নিন্দা

মিয়ানমারে ফের ভূমিকম্প, নিহত ছাড়াল ৩০০০

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত

বাগেরহাটের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বিসিএস অফিসার্স ফোরাম

ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক না থাকলে আমাদের সকল অর্জন ব্যর্থ হবে: সেলিম উদ্দিন

সিরিয়ার রাজধানী দামেস্ক ও হামায় দফায় দফায় হামলা ইসরায়েলের

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

বাংলাদেশ মাতাবে পাকিস্তানি ব্যান্ড,শুরু হয়েছে টিকিট বিক্রি

তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় অটোচালকের মৃত্যু

চীন-ভারত-ব্রিটেন-জাপান ও ইইউসহ কার ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প