প্রেসিডেন্ট নির্বাচনের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের দুই রিট খারিজ
১৫ মার্চ ২০২৩, ১১:৫৮ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৭:১৩ পিএম
মো. সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত পৃথক ২টি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এ তথ্য জানিছেন অ্যাটর্নি জেনারেল এ.এম.আমিনউদ্দিন। তিনি বলেন, রিট দুটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। প্রেসিডেন্ট পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ইসির জারি করা প্রজ্ঞাপন বৈধ।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম এ আজিজ খান। আরেকটি রিটের পক্ষে শুনানি করেন আবদুল মোমেন চৌধুরী। সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।
এর আগে প্রেসিডেন্ট পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ১৩ ফেব্রæয়ারি নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে ৭ মার্চ একটি রিট করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এম এ আজিজ খান।
বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি আহমেদ সোহেলের ডিভিশন বেঞ্চর ১২ মার্চের কার্যতালিকায় রিটটি ছিল। বেঞ্চের একজন বিচারপতি রিটটি শুনতে বিব্রত বোধ করেন।
ওই সময় বিচারপতি আহমেদ সোহেল বলেন, প্রায় পাঁচ বছর তিনি দুদকের আইনজীবী ছিলেন। তাই বিষয়টি শুনতে বিব্রত বোধ করছেন। এরপর বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চ রিটটি শুনানি না করে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।
পরবর্তীতে রিটটি বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অন্যদিকে, প্রেসিডেন্ট পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণার প্রজ্ঞাপন নিয়ে আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবিরসহ ৬ আইনজীবী ১২ মার্চ আরেকটি রিট করেন। ১৩ মার্চ বিচারপতি মো. খসরুজ্জামান নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে রিটটি জমা দেয়া হয়। পৃথক দু’টি রিটের ওপর শুনানি নিয়ে তা সরাসরি খারিজ করেন হাইকোর্ট।
প্রসঙ্গতঃ বর্তমান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হবে। এরপর নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ২৪ এপ্রির থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।
এর আগে মো. সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন প্রক্রিয়া যথাযথ হয়নি দাবি করে ২৬ ফেব্রæয়ারি একটি লিগ্যাল নোটিশ দেন অ্যাডভোকেট এম এ আজিজ খান। এরই ধারাবাহিকতায় তিনি দায়ের করেন রিট।
অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করে ইসি। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৭ ধারা অনুসারে তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করে ১৩ ফেব্রæয়ারি জারি করা হয় এ প্রজ্ঞাপন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫