যুক্তরাষ্ট্রের মতো ব্যাংক বন্ধের পরিস্থিতি বাংলাদেশে হয়নি : ড. মসিউর রহমান
১৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০১:১১ পিএম
বাংলাদেশের ব্যাংকগুলোতে আর্থিক খাতে দুর্বলতা থাকলেও যুক্তরাষ্ট্রের মতো ব্যাংক বন্ধ করার পরিস্থিতি এখনো বাংলাদেশে হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ অভিমত দেন।
যুক্তরাষ্ট্রে স¤প্রতি তিন দিনের মাথায় অন্তত দুটি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে এ ধরনের পরিস্থিতির আশঙ্কা আছে কি না, জানতে চাইলে মসিউর রহমান বলেন, যেটা ফেল করেছে, এটা একটা সত্য ঘটনা। যেটা ফেল করেনি, তার দুর্বলতা থাকতে পারে। আমাদের ব্যাংকের আর্থিক খাতের দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেই দুর্বলতা এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি।
রিজার্ভের পরিমাণ সম্পর্কে জানতে চাইলে ড. মসিউর রহমান বলেন, রিজার্ভটাকে দেখতে হবে, আমদানির জন্য কত ব্যয় হবে তার একটা প্রজেক্টর। রপ্তানি থেকে রেমিট্যান্স কত আয় করতে পারব, সেটা দেখতে হবে। আয়-ব্যয়ের সম্পর্ককে বিবেচনায় নিলে রিজার্ভ কত হবে জানতে চাইলে তিনি বলেন, বিনিময় হারটা একটা সহনশীল স্থিতিশীল পর্যায়ে রাখতে হবে। সে জন্য রিজার্ভ খুব বেশি নেমে যাওয়া ঠিক না, আবার খুব বেশি রাখাও ঠিক না। আবার সোর্স ব্যবহার না করে রেখে দেবেন, দুটোর কোনোটাই ঠিক না। তবে এ সংখ্যাটা অর্থনীতির অবস্থার সঙ্গে কিছু কমবেশি হয়।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য পরিবেশ কতটা সহায়ক জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সেটা নির্ভর করবে কোন ধরনের পণ্য উৎপাদন করতে চায় তার ওপর। যেমন বাংলাদেশে যদি কেউ বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগ করতে চায়, তাহলে সেই সুযোগ সে পেতেও পারে। কিন্তু দেখতে হবে এটাতে বিনিয়োগ করার মতো বাস্তবতা আছে কি না। কারণ, বাংলাদেশে উচ্চপ্রযুক্তির পণ্যের বাজারটা খুব ছোট। আবার রপ্তানি করতে গেলে বৈশ্বিক বাজারে তাকে প্রতিযোগিতা করতে হবে। অতএব একদিক থেকে বিনিয়োগ পরিবেশ আছে, আবার নেই।
ড. মসিউর রহমান বলেন, যদি কেউ শিল্প বা ব্যবসা-বাণিজ্য করে সম্পদ তৈরি করে, তাহলে সে সম্পদের বিনিয়োগের সুযোগ থাকতে হবে। যদি আমদানি-রপ্তানি ব্যবসায় সম্পদ আহরণ করে, তাহলে মূল্য সঠিক রাখার জন্য আমাদের এক্সচেঞ্জ রেট যেটা আছে, বিনিময় হারটা স্থিতিশীল কিন্তু বাস্তবসম্মত রাখতে হবে।
এর আগে তিনি বিস আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বিআইআইএসএস আয়োজিত ‘গিগ ইকোনমি অ্যান্ড বাংলাদেশ: অপরচুনিটিজ, চ্যালেঞ্জ অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারের সভাপতিত্ব করেন পলিসি গবেষণা ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫