পুলিশ হত্যাসহ ৯ মামলার ওয়ারেন্ট থাকার পরেও দেশে ঘুরে যান তিনি

আরাভের আলাদিনের চেরাগ তদন্তে একাধিক সংস্থা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ মার্চ ২০২৩, ১১:০১ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০২:০১ পিএম

দুবাই প্রবাসী বাংলাদেশিদের কাছে ‘আলাদিনের চেরাগ’ হাতে পাওয়া আরাভ খানের বিপুল সম্পদ ও তার ব্যবসায় অন্য কারো বিনিয়োগ রয়েছে কিনা তা তদন্তে নেমেছে ডিবিসহ একাধিক সংস্থা। যদিও আরাভ খানের ব্যবসার নেপথ্যে সাবেক প্রভাবশালী এক পুলিশ কর্মকর্তার নাম শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে কোন কথা বলতে রাজি নন আইন-শৃঙ্খলা বাহিনীর কোন কর্মকর্তা। ৪ বছর আগে ঢাকায় একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার আসামি হয়ে দেশ ছেড়েছিলেন আরাভ। তবে ৩ মাস আগে আরাভ খান দুবাই থেকে ঢাকায় এসে ঘুরে গেছেন বলে তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে। এ সময় তিনি কোথায় ছিলেন এবং তার সাথে কার কার যোগাযোগ ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

দুবাইয়ের আরাভ খান বা রবিউল ইসলাম ওরফে আপন দেশজুড়ে এখন আলোচিত নাম। তবে কী করে এই ব্যক্তি এত বিত্তবৈভবের মালিক হলেন, দুবাইয়ে গিয়ে স্বর্ণ ব্যবসায় জড়ালেন, তার গ্রামের মানুষ এ বিষয়ে কিছুই জানেন না। দীর্ঘ সময় ঢাকা থাকার পর হঠাৎ করেই লাপাত্তা হন আরাভ খান। হঠাৎ তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর হইচই পড়ে গেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামে। এই গ্রামেই আরাভ খানের বেড়ে ওঠা। দরিদ্র পরিবারের সন্তান আরাভ খান গ্রামবাসীর কাছে পরিচিত রবিউল ইসলাম ওরফে আপন নামে। কীভাবে তার নাম পাল্টে ‘আরাভ খান’ হলো এ নিয়েও গ্রামবাসীর মধ্যে কৌতূহলের শেষ নেই।
ডিবি সূত্রে জানা গেছে, আরাভ খানের সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ব্যবসায়িক অংশীদার রয়েছে। এমনকি অবসরপ্রাপ্ত কর্মকর্তা দুবাইয়ে গিয়ে সময়ও কাটিয়ে আসেন।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের পেছনে বাংলাদেশের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা। দুবাইয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষ নানা পেশায় জড়িত রয়েছেন। এত অল্প সময়ের মধ্যে হাজার কোটি টাকার মালিক হয়েছেন আরাভ ছ্ড়াা আর কারো সম্পর্কে আমাদের কাছে তথ্য নেই। আরাভের বিপুল সম্পদের নেপথ্যের কাহিনী আমরা জানার জন্য তদন্ত করছি বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।

গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, রবিউল ইসলামের একটি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। সেখানে নাম ব্যবহার করা হয়েছে হৃদি খান। ওই পাসপোর্টের নম্বর ০৩৮৫১৮৮। হত্যা মামলার পর তিনি ভারতে গিয়ে আরাভ খান নাম দিয়ে আরেকটি পাসপোর্ট তৈরি করেন। ২০২০ সালের ২৮ জুলাই তিনি পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর উদয় সংঘ ক্লাব এলাকার বাসিন্দা হিসেবে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। জালিয়াতি করে বানানো ওই পাসপোর্টে তার বাবার নাম লেখেন জাকির খান, মায়ের নাম দেন রেহানা বিবি খান এবং স্ত্রীর নাম সাজিমা নাসরিন। তার ভারতীয় পাসপোর্ট নম্বর ইউ ৪৯৮৫৩৮৯। সূত্র জানায়, রবিউল ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে আপন আরাভ নাম নিয়ে দুবাই যাতায়াত শুরু করেন। ওই পাসপোর্ট দিয়ে ইউরোপেও ভ্রমণ করেন।

ডিবির অতিরিক্ত উপকমিশনার (খিলগাঁও জোন) শহিদুর রহমান বলেন, জুয়েলার্সের মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করার চেষ্টা চলছে। রবিউলকে দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি মনজুর রহমান জানান, পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আরাভকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ডিআইজি হারুন অর রশীদ ইনকিলাবকে বলেন, একজন পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামের দুবাইয়ের স্বর্ণের দোকান উদ্বোধনে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানসহ যারা গিয়েছেন, তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তার সম্পদের উৎস এবং তার সাথে অন্য কারা জড়িত রয়েছেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার ব্যবসায় কার কার বিনিয়োগ রয়েছে তাও আমরা খতিয়ে দেখছি।
আরাভ খানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের আশুতিয়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশুতিয়া গ্রামে আরাভের কেউ এখন আর থাকেন না।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, আরাভের অবৈধভাবে এই অর্থ-সম্পদ অর্জন করে থাকলে তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত। পুলিশ হত্যা মামলার পলাতক আসামি বাবা ছিলেন একজন ফেরিওয়ালা। তিনি ভাঙারির ব্যবসা করতেন। এলাকায় শুধু একটি ঘর আর ১ থেকে ২ বিঘা জমি। কয়েকদিন আগে আরাভ তার পুরো পরিবারকে দুবাই নিয়ে গেছেন।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, বর্তমান সময়ে আলোচিত আরাভ খানের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় ধর্ষণ, নারী নির্যাতন, চুরি, প্রতারণা হত্যা ও অস্ত্র মামলাসহ ৯টি মামলার ওয়ারেন্ট আছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নেই। পলাতক আছেন।
হিরণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন, আরাভ খানের বাড়ি কোটালীপাড়ার আশুতিয়া গ্রামে। বাবার নাম মতিউর মোল্লা। আরাভ ছোট বেলায় বাগেরহাটের চিতলমারিতে থাকত। আশুতিয়া গ্রামে খুব অল্প সময় থেকে আরাভ ঢাকায় চলে যায়। ঢাকায় তার নামে বিভিন্ন মামলার বিষয়ে শুনি। পরে জানতে পারি সে দুবাই চলে গেছে। মাঝেমধ্যে শুনি সে আমেরিকা, ইউরোপ যায়। কিছুদিন আগে তার বাবা-মা ও ২ বোনকে দুবাই নিয়ে গেছে। আরাভের একটি ছেলে সন্তান আছে। সে দাদা-দাদির সঙ্গেই থাকত। তাকেও দুবাই নিয়ে গেছে।

তিনি বলেন, আরাভ ৪ থেকে ৫ বছর আগে বাড়ি এসেছিল। পুলিশ হত্যা মামলার পর সে ভারতে পালিয়ে যায়। খুনের মামলার পরেও সে কিন্তু গোপনে কোটালীপাড়ায় এসেছিল বলে শুনেছি। তবে আমার সঙ্গে দেখা হয়নি। আমার সঙ্গে তার ৫ থেকে ৬ বছর আগে দেখা হয়েছে।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যাকা-ের পর পালিয়ে ভারতে চলে যান সে সময় ৩০ বছর বয়সী রবিউল ইসলাম। সেখানে বিয়ে করেন। পরে ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। সেই পাসপোর্ট দিয়েই পাড়ি জমান দুবাইয়ে। এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। আরাভের ব্যবসার বড় বিনিয়োগ রয়েছে এক সাবেক পুলিশ কর্মকর্তার।

আরাভের গ্রামের বাড়ি সরেজমিনে আশুতিয়া গিয়ে দেখা যায়, সেখানে আরাভের পাকা দেওয়ালের টিনশেডের একটি ঘর রয়েছে। ঘরের দরজায় তালা দেয়া। এদিক-ওদিক খোঁজ করেও পাওয়া যায়নি তার কোনো আত্মীয় স্বজনকে। কথা হয় স্থানীয় মুক্তিযোদ্ধা আতীয়ার রহমানের সঙ্গে। তিনি বলেন, পত্রিকায় তাকে (আরাভ খান) নিয়ে যে প্রতিবেদন ছাপা হয়েছে, তা পড়ার পর আপনাদের সঙ্গে কথা বলাটা বিব্রতকর।

আরাভ খান ফেসবুক লাইভে দাবি করে বলেন, আমি খুনের সঙ্গে জড়িত না। ওই দিন আমি ছিলাম না। মামলায় আমার বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে। সেটা যদি আমার অপরাধ হয়, আমি কথা বলেছি, গুমের সঙ্গে আমি জড়িত। সেই শাস্তি আমি মাথা পেতে নেব।

আরাভ খান দাবি করে বলেন, ২০১৮ সালে বনানীতে আমার অফিস ছিল। আপন বিল্ডার্স নামে আমার রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। আমি সেদিন বাসায় ভাত খাচ্ছিলাম। আমার সহকারী অফিসে খুনের বিষয়টি ফোনে জানায়। যিনি খুন হয়েছিলেন তিনি একজন পুলিশ কর্মকর্তা। সেটি একটি দুর্ঘটনা ছিল। আমার অপরাধ ছিল আমি ওই অফিসের মালিক। সেদিন জন্মদিনের অনুষ্ঠান ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ঘটনা ঘটে। আমার আমেরিকান গ্রিন কার্ড আছে। কানাডিয়ান পাসপোর্ট আছে। কই আমি তো চলে যাইনি।

জানা যায়, ভারতে গিয়ে পশ্চিম বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার উদয় সংঘ ক্লাবের পাশে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আরাভ। খুনের মামলায় আসামি হওয়ার পর পালিয়ে স্ত্রীকে নিয়ে ওঠেন কর্তাবাদ এলাকার নরেন্দ্রপুর বস্তিতে। অথচ এখন দুবাইয়ে বিলাসী জীবনযাপন করছেন তিনি। বস্তির জাকির হোসেনের বাড়িতে অবস্থান ছিল তার। অভিযোগ রয়েছে, জাকির ও তার স্ত্রী রেহানা বিবির সঙ্গে সখ্য গড়ে তাদের বাবা-মা বানিয়ে নিজের ও স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বানান আরাভ। তবে রেহানা বিবির দাবি, আধার কার্ড দিলেও পাসপোর্ট তৈরির বিষয়ে তিনি কিছুই জানেন না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কানে নজরকাড়া লুকে চমকে দিচ্ছেন ভাবনা

কানে নজরকাড়া লুকে চমকে দিচ্ছেন ভাবনা

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি

তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য অধীর আগ্রহে ইউক্রেনীয় সেনারা

তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য অধীর আগ্রহে ইউক্রেনীয় সেনারা

কুড়িগ্রামে নির্বচনী সংঘর্ষে আহত ১০

কুড়িগ্রামে নির্বচনী সংঘর্ষে আহত ১০

সোনারগাঁয় ভোট কিনতে এসে টাকাসহ যুবক আটক

সোনারগাঁয় ভোট কিনতে এসে টাকাসহ যুবক আটক

তিন দশক পর ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী

তিন দশক পর ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী

এভারেস্ট জয় করলেন বাংলাদেশি বাবর আলী

এভারেস্ট জয় করলেন বাংলাদেশি বাবর আলী

গাজায় ২৪ ঘণ্টায় অন্তত ১২১ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের

গাজায় ২৪ ঘণ্টায় অন্তত ১২১ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের

সউদীতে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সউদীতে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

স্মার্টফোনের আয়ু আর দশ বছর! বিস্ফোরক দাবি মেটার শীর্ষ এআই বিজ্ঞানীর

স্মার্টফোনের আয়ু আর দশ বছর! বিস্ফোরক দাবি মেটার শীর্ষ এআই বিজ্ঞানীর

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ১৭

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ১৭

বিশ্বের দীর্ঘতম ট্রেন, একদিকে থেকে অন্যদিকে হেঁটে যেতে কতক্ষণ লাগবে জানেন?

বিশ্বের দীর্ঘতম ট্রেন, একদিকে থেকে অন্যদিকে হেঁটে যেতে কতক্ষণ লাগবে জানেন?

অপরাজিত থেকেই শাবির লেভারকুসেনের শিরোপা উৎসব

অপরাজিত থেকেই শাবির লেভারকুসেনের শিরোপা উৎসব

বদলে যাবে পূর্ব অভিজ্ঞতা, ২০২৪ সালেই স্মার্ট গ্লাসে ‘বিপ্লব’ আনতে চলেছে গুগল!

বদলে যাবে পূর্ব অভিজ্ঞতা, ২০২৪ সালেই স্মার্ট গ্লাসে ‘বিপ্লব’ আনতে চলেছে গুগল!

২৬ বছর পর ‘হারিয়ে যাওয়া কিশোরে’র খোঁজ মিলল প্রতিবেশির ঘরে

২৬ বছর পর ‘হারিয়ে যাওয়া কিশোরে’র খোঁজ মিলল প্রতিবেশির ঘরে

কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা

কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা

বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি

বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি

মেসির ফেরার ম্যাচে মায়ামির নাটকীয় জয়

মেসির ফেরার ম্যাচে মায়ামির নাটকীয় জয়

ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া

ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া

নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম

নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম