হাইকোর্টের নির্দেশনায়ও তদন্তে আগ্রহী নয় দুদক
১৮ মার্চ ২০২৩, ১১:০৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:২৫ পিএম
নাম-পরিচয় গোপন করে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে বিনিয়োগ করেছেন ৪শ’ ৫৯ বাংলাদেশি। তাদের কারও রয়েছে ভারতীয় পাসপোর্ট। কারও পাসপোর্ট যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার। পরিচয় গোপন করে তারা পেয়ে বসেছেন বিশাল বিশাল ব্যবসা । খুলে বসেছেন অন্তত ৯৭২টি আবাসন কোম্পানি।
বিনিয়োগ করেছেন অন্তত ৩শ’ ১৫ মিলিয়ন ডলার। দুবাইয়ে বাংলাদেশি রিয়েল এস্টেট মালিকদের মধ্যে ৩১৮ জনের বয়স ৩৫ থেকে ৫৯ বছরের মধ্যে। ৪২ জনের বয়স ৩৪ বছরের কম। ৯৭ জনের বয়স ৬০ বছরের বেশি। তাদের বিনিয়োগ এবং মধ্যপ্রাচ্যে সম্পদ ক্রয়ের বিষয়ে তদন্ত করতে চলতি বছর ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ তদন্ত সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তিন মাস অতিবাহিত হলেও সেই তদন্ত আজও শুরু করেনি কোনো সংস্থা।
সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ (সিএডিসি) গত বছর মে মাসে তাদের গবেষণা প্রতিবেদনে উপসাগরীয় দেশগুলোতে মূলত পাচার করা অর্থ দিয়ে আবাসন সম্পদ কেনার বিষয়টি প্রকাশ করে। তথ্য গোপন করে ৪৫৯ জন বাংলাদেশি দুবাইয়ে অন্তত ৯৭২টি আবাসন প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। এসব সম্পদের মধ্যে ৬৪টি দুবাইয়ের অভিজাত এলাকা দুবাই মেরিনা ও ১৯টি পাম জুমেইরাহতে অবস্থিত। যেখানে অন্তত ১০০টি ভিলা ও অন্তত ৫টি ভবনের মালিক বাংলাদেশি। চার থেকে পাঁচ জন বাংলাদেশি প্রায় ৪৪ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক। যদিও প্রতিবেদনে কারোর প্রকৃত নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে গত জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন হাইকোর্ট। তবে এসব সংস্থা বলছে আদালতের আদেশের লিখিত কপি না পাওয়ায় তারা তদন্ত শুরু করতে পারেনি। তবে আগেও দেখা গেছে হাইকোর্টের আদেশ না পেলেও গণমাধ্যমের সংবাদের ওপর ভিত্তি করে এসব সংস্থা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ২০২০ এবং ২০২১ সালে দুদক তাদের প্রাথমিক তদন্তের উৎস হিসেবে সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে ২১৬৭ প্রতিবেদন গ্রহণ করেছিলো তদন্তের লক্ষ্যে। একইভাবে, অন্যান্য সংস্থাগুলোও মিডিয়া রিপোর্ট, নথি দেখানোর ভিত্তিতে দুর্নীতির অভিযোগের তদন্ত পরিচালনা করেছে। কিন্তু দুবাইয়ে অবস্থিত বাংলাদেশিদের সম্পদের তদন্তের বিষয়ে তাদের কোনো আগ্রহ দেখা যায় নি।
সিআইডির সিনিয়র পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পত্তির বিষয়ে হাইকোর্টের আদেশের কোনো অনুলিপি আমরা এখনও পাইনি। অনুলিপি পেলে কাজ শুরু করব। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক খায়রুল ইসলাম বলেন, আমি সবে মাত্র দায়িত্ব নিয়েছি। তাই এ বিষয়ে আমার কিছু জানা নেই।
এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান একটি অনলাইন পোর্টালকে বলেন, আদালতের লিখিত আদেশ না পাওয়ায় তদন্ত শুরু করা যায়নি, এমন যুক্তি খুবই দুর্বল। আদালতের কথা বিবেচনা না করে সংস্থাগুলোকে নিজেদের উদ্যোগেই উচিত ছিলো তদন্তটি করা। এ ধরণের নিষ্ক্রিয়তা উদ্বেগের জন্ম দেয়।
হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও অর্থপাচারের মতো জাতীয় ও আন্তর্জাতিক আইনে কঠোর শাস্তিযোগ্য অপরাধের বিষয়ে এধরনের নিষ্ক্রিয়তা এই বার্তাই দেয় যে, এই ধরনের অপরাধীরা দায়মুক্তির যোগ্য। ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের সংস্থাগুলো যদি কোনো ব্যক্তির পরিচয় ও মর্যাদা দ্বারা প্রভাবিত হয় তবে তা দুর্নীতি এবং বিশেষ করে অর্থপাচারকে আরও বাড়িয়ে তুলবে
গত কয়েক বছর ধরে, হাইকোর্ট একাধিকবার তদন্ত সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার জন্য অসন্তেষ প্রকাশ করেছেন। গত বছর ৬ মার্চ এই বিষয়ে একটি রিটের শুনানির সময়, হাইকোর্টের একটি বেঞ্চ বলেছিলেন, এটি (দুদক) যদি অর্থপাচার বন্ধ করতে ব্যর্থ হয় তবে এটি দুঃখজনক। দয়া করে মানি লন্ডারিং প্রতিরোধে আমাদের নির্দেশনা মেনে চলুন। বাংলাদেশের জনগণ মেধাবী ও পরিশ্রমী। দুর্নীতি নির্মূল করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ