ক্লাস চলাকালে স্কুল মাঠে আওয়ামী লীগের সম্মেলন
২০ মার্চ ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৬:৫৯ পিএম
ক্লাস চলাকালে নগরীর আন্দরকিল্লায় মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলনের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। মাঠে মাইক ও সাউন্ডবক্স বাজিয়ে সম্মেলনের উদ্বোধন করে ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য রাখেন নেতারা। বাজানো হয় ব্যান্ড পার্টির বাজনা। মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিয়েছেন সেখানে। আর বিদ্যালয়ের ভেতরে শ্রেণিকক্ষে চলছে পাঠদান। এ নিয়ে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়। স্থানীয়রাও বিরক্তি প্রকাশ করেছেন। তবে কেউই প্রকাশ্যে কিছু বলার সাহস পাননি।
নগরীর ৩২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করা হয়েছে এমইএস উচ্চ বিদ্যালয়ের মাঠে। এজন্য গতকাল সোমবার সকাল ৯টার পর থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢোলবাদ্য সহকারে মিছিল নিয়ে ওই মাঠে জড়ো হতে থাকেন। আগের রাতে মাঠে তৈরি করা হয় মঞ্চ। প্যান্ডেল টানিয়ে প্রায় ৫০০ লোক বসার ব্যবস্থা করা হয় সেখানে। বিদ্যালয়ের ভবনে এবং আশপাশে লাগানো হয় পদপ্রার্থীদের ব্যানার।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মাঠের বিভিন্ন প্রান্তে লাগানো মাইকে বাজছিল গান। মঞ্চে সাউন্ডবক্স থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল। এছাড়া নির্ধারিত ব্যান্ডদল মাঠে বসে মাঝে মাঝে দেশাত্মবোধকসহ বিভিন্ন গানের সুর তুলছিলেন। একপর্যায়ে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের সেøাগানে সেøাগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এর মধ্যেই সকাল ৮টা থেকে শুরু হয় বিদ্যালয়ের নিয়মিত পাঠদান। কোমলমতি শিশুদের কেউ কেউ দৌঁড়ে বেরিয়ে মঞ্চের আশপাশে চলে যাচ্ছিল। কেউ কেউ শুরু থেকেই শ্রেণিকক্ষের বাইরে মঞ্চের কাছে ঘোরাঘুরি করছিল। পাঠদানে মনোযোগ ছিল না তাদের। অন্যদিকে শ্রেণিকক্ষের বাইরে অভিভাবকরা ছুটির অপেক্ষায় বসেছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি বেলা সোয়া ১১টার দিকে সেখানে পৌঁছান। সাড়ে ১১টার দিকে প্রধান আলোচক নগর কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন সম্মেলনস্থলে পৌঁছান। এ সময় ব্যান্ড বাজিয়ে এবং মুহুর্মুহু সেøাগান দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। সম্মেলন মঞ্চে ব্যানারে উদ্বোধক হিসেবে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের নাম থাকলেও তিনি যাননি।
আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহরলাল হাজারীকে সম্মেলনে দেখা যায়নি। তিনি সাংবাদিকদের বলেন, একতরফা সম্মেলন হচ্ছে। এর সঙ্গে আমরা নেই। স্কুলে ক্লাস হচ্ছে। আওয়ামী লীগ একটি দায়িত্বশীল দল। স্কুলে ক্লাস চলাকালে আমরা সেখানে কোনো সমাবেশ করতে পারি না, এটা উচিৎ হয়নি। স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলী হায়দার চৌধুরী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব ১)
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
আখাউড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত
২০২৬ সালের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ
ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার ১৩ দফা দাবিতে মানববন্ধন
বিপিএলে অনিশ্চিত মাশরাফি
বাংলাদেশের ক্রিকেটাররাই বিপিএল তারকা: আফ্রিদি
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
হেলিকপ্টার বিলাস নিয়ে ব্যাপক সমালোচনা ও উপদেষ্টা আসিফের কৈফিয়ত
উত্তরার তুরাগে নোহা গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
ট্রাম্প-মাস্কের বন্ধুত্বে চিড়! অভিবাসন নীতি নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে
নুরানী বোর্ডের ফলাফল প্রকাশ পাসের হার ৮৫.২৫ শতাংশ
ভারতে বড়দিন উদযাপন করায় ২ নারীকে গাছের সঙ্গে বেঁধে যৌন নিপীড়ন-মারধর
মুখ ফুটে মনের কথা বলতে পারছেন না মধুমিতা
জুতার জন্য চাকরি হারিয়ে পেলেন ৪৫ লাখ টাকা ক্ষতিপূরণ!
সরকারি কর্মচারী ব্যবস্থাপনায় বৈষম্য নিরসন ও সংস্কারের প্রয়োজন