ঢাকা   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | ৪ অগ্রহায়ণ ১৪৩১

মামলার আগেই র‌্যাব গ্রেফতার করতে পারে কি না -প্রশ্ন হাইকোর্টের

Daily Inqilab ইনকিলাব

২৮ মার্চ ২০২৩, ১১:৫১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:৪৭ এএম

কোনো ধরনের মামলা ছাড়া শুধুমাত্র কারো অভিযোগের প্রেক্ষিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) কাউকে গ্রেফতার করতে পারে কি না, এই প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। এছাড়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় কাউকে গ্রেফতারে র‌্যাবের এখতিয়ার রয়েছে কি না, তাও জানতে চেয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি আহমেদ সোহেলের ডিভিশন বেঞ্চ রুল জারি করে সরকারের কাছ থেকে এসব জানতে চান।

ঘটনাটি আদালতের দৃষ্টিতে আনা অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক রুলের বিষয়ে সাংবাদিকদের জানান, রুল জারির পাশাপাশি চূড়ান্ত ময়নাতদন্তের প্রতিবেদনে সুলতানা জেসমিনের মৃত্যুর প্রকৃত কারণ সংক্রান্ত তথ্য আদালতকে জানাতে হবে। আগামী ৫ এপ্রিলের মধ্যে সরকারপক্ষকে এ সংক্রান্ত আইন, নথি ও সুলতানা জেসমিনের ময়নাতদন্তের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ওইদিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিন (৪৫)-এর মৃত্যুর কারণ উদঘাটনে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। সরকারপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

গতকাল সকালে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট হয়। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, র‌্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

জেসমিনের মৃত্যুর বিষয়ে র‌্যাবের ব্যাখ্যা : নওগাঁর একটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনকে আটকের পর প্রায় দেড় ঘণ্টা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা ব্যস্ত ছিলেন তার মোবাইল ফোন থেকে টাকা আদায়ের প্রমাণ ও এ সংক্রান্ত নথি সংগ্রহের কাজে। গতকাল মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, সুলতানাকে আটকের দেড় ঘণ্টা পরে হাসপাতালে নেয়ার ব্যাখ্যায় তিনি বলেন, ‹অভিযোগকারী ও সাক্ষীদের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আলামত সংগ্রহ শেষে র‌্যাব সদস্যরা জেসমিনকে নিয়ে থানায় মামলা করতে যাচ্ছিলেন। কিন্তু পথে জেসমিন অসুস্থবোধ করলে র‌্যাব সদস্যরা তার শারীরিক অবস্থার প্রতি গুরুত্ব দিয়ে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। র‌্যাব সদস্যরা সুলতানাকে সকাল সাড়ে ১১টার দিকে আটক করে এবং দুপুর ১টা ১৫ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করায়।

খন্দকার আল মঈন বলেন, ওই নারী নিজেই গাড়ি থেকে নেমে হেঁটে হাসপাতালে প্রবেশ করেছিলেন। এরপরই তার আত্মীয় ও সহকর্মীদের তার অসুস্থতার বিষয়ে অবহিত করা হয় এবং তাদের তত্ত্বাবধানেই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সন্ধ্যার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ সন্দেহ করে যে ওই নারী হয়তো স্ট্রোক করতে পারে এবং তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। রামেক হাসপাতালের চিকিৎসক সিটি স্ক্যানে স্ট্রোকের লক্ষণ খুঁজে পাওয়ার পর সুলতানাকে আইসিইউতে স্থানান্তর করে বলে জানান র‌্যাবের এই মুখপাত্র। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খন্দকার আল মঈন বলেন, র‌্যাব হেফাজতে ওই নারী অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ক্ষেত্রে র‌্যাব সদস্যদের কোনো অবহেলা ছিল কি-না, তা খতিয়ে দেখার জন্য র‌্যাব সদরদফতরের অভ্যন্তরীণ তদন্ত সেলকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

কারো গাফিলতি পাওয়া গেছে কি-না, প্রশ্ন করা হলে র‌্যাবের মুখপাত্র বলেন, এটা বলার সময় এখনো আসেনি। মেডিক্যাল রিপোর্টে সব পরিষ্কার। তদন্ত চলছে। তদন্ত কমিটি তদন্তে কোনো গাফিলতি পেলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

সুলতানার মাথায় আঘাত প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। ময়নাতদন্তের রিপোর্ট এখানে গুরুত্বপূর্ণ। এখনও তদন্ত চলছে। এর জন্য কিছু সময়ের প্রয়োজন।

সুলতানাকে গ্রেফতারে খন্দকার আল মঈন বলেন, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্ম সচিব এনামুল হকের ফেসবুক আইডি হ্যাক করে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারকরা মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে। এনামুল হক ২০২২ সালের মার্চে থানায় একটি সাধারণ ডায়েরি করেন এই বিষয়ে। এক নারী এনামুল হকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এই অভিযোগে যে, তিনি তার ফেসবুক আইডি ব্যবহার করে জালিয়াতি করেছেন।

খন্দকার আল মঈন জানান, ১৯ ও ২০ মার্চ প্রতারকরা এনামুল হকের অফিসের সামনে তার নাম ব্যবহার করে টাকা আত্মসাৎ করে। এনামুল হক খোঁজ নিয়ে জানতে পারেন, আল আমিন নামে একজন এই প্রতারণার সঙ্গে জড়িত। তিনি আরও জানতে পারেন যে সুলতানা জেসমিন নামে এক নারীও এর সঙ্গে জড়িত। জেসমিন সুলতানা অফিসে যাওয়ার পথে, এনামুল হক র‌্যাবের একটি টহল দলের কাছে এ সম্পর্কে অভিযোগ করেন এবং র‌্যাব প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ওই নারীর অবস্থান শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে। আটক ও জিজ্ঞাসাবাদের সময় এনামুল হক, র‌্যাবের নারী সদস্য ও আরও কয়েকজন সাক্ষী উপস্থিত ছিলেন। জেসমিন সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। জেসমিনের ফোন সচল থাকা অবস্থায় এনামুল হকের ফেসবুক আইডি খোলা পাওয়া গেছে। আমরা তার মোবাইল থেকে লাখ টাকার ডিসপোট সিøপ ও ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও পেয়েছি।

মামলার আগে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে অনুমতি লাগে। অনুমতি নিয়ে বাদী এনামুল হক থানায় এ মামলা করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

পুনর্মূল্যায়নের পর এমআরটি-৫ প্রকল্পের ব্যয় কমলো প্রায় ৭ হাজার কোটি টাকা
এটা বিপ্লবী সরকার, নির্বাচন দেওয়াটাই শুধু আমাদের কাজ নয়: উপদেষ্টা নাহিদ
এস আলম-বেক্সিমকোসহ কোনো কোম্পানি বন্ধ করা হবে না: গভর্নর
২৪ ঘণ্টায় আরও ১০৮৩ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৬
অবারিত মিথ্যার ফুলঝুড়ি খুনি হাসিনার নতুন অডিও ফাঁস
আরও

আরও পড়ুন

পুনর্মূল্যায়নের পর এমআরটি-৫ প্রকল্পের ব্যয় কমলো প্রায় ৭ হাজার কোটি টাকা

পুনর্মূল্যায়নের পর এমআরটি-৫ প্রকল্পের ব্যয় কমলো প্রায় ৭ হাজার কোটি টাকা

রেজোয়ানুলকে বিদেশ সফরে পাঠাচ্ছে ধর্ম মন্ত্রণালয় সরকারি অর্থ ব্যয় ঃ কর্মকর্তাদের মাঝে তোলপাড় !

রেজোয়ানুলকে বিদেশ সফরে পাঠাচ্ছে ধর্ম মন্ত্রণালয় সরকারি অর্থ ব্যয় ঃ কর্মকর্তাদের মাঝে তোলপাড় !

অপরাধ প্রতিরোধ আইনের জমি মালিকরা সুবিচার পাবে: ঢাকা ডিসি

অপরাধ প্রতিরোধ আইনের জমি মালিকরা সুবিচার পাবে: ঢাকা ডিসি

ভাঙ্গায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শিশু মারা গেছে এলাকায় শোকের ছায়া

ভাঙ্গায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শিশু মারা গেছে এলাকায় শোকের ছায়া

মহাখালীতে শিক্ষার্থীদের রেলপথে হামলায় যেভাবে আহত হলেন শিশুসহ কয়েকজন

মহাখালীতে শিক্ষার্থীদের রেলপথে হামলায় যেভাবে আহত হলেন শিশুসহ কয়েকজন

লালমোহনে বাজার ইজারার দখল নিয়ে বিএনপির দু'গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

লালমোহনে বাজার ইজারার দখল নিয়ে বিএনপির দু'গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

খেলাকে কেন্দ্র করে ছাত্রদলের মারামারি সাংবাদিকসহ আহত ২০, বিচারের দাবীতে মানববন্ধন

খেলাকে কেন্দ্র করে ছাত্রদলের মারামারি সাংবাদিকসহ আহত ২০, বিচারের দাবীতে মানববন্ধন

অনেক নাটকের পর পাকিস্তানের আপৎকালীন কোচ আকিব জাভেদ

অনেক নাটকের পর পাকিস্তানের আপৎকালীন কোচ আকিব জাভেদ

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

গৌরনদীতে আওয়ামী লীগ নেতার রাইস মিলে অভিযানে গ্রেফতার

গৌরনদীতে আওয়ামী লীগ নেতার রাইস মিলে অভিযানে গ্রেফতার

চাঁদাবাজি ও দখলদারদের প্রতিহত করতে হবে: রেজাউল করিম

চাঁদাবাজি ও দখলদারদের প্রতিহত করতে হবে: রেজাউল করিম

শেখ হাসিনার ফাঁসির দাবিতে নোয়াখালীতে বিএনপির সমাবেশ

শেখ হাসিনার ফাঁসির দাবিতে নোয়াখালীতে বিএনপির সমাবেশ

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যেতে হবে: যুবদল সভাপতি

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যেতে হবে: যুবদল সভাপতি

সিলেটে সাংবাদিক তুরাব হত্যাকাণ্ডে ৫ দিনের রিমান্ডে কনস্টেবল উজ্জ্বল

সিলেটে সাংবাদিক তুরাব হত্যাকাণ্ডে ৫ দিনের রিমান্ডে কনস্টেবল উজ্জ্বল

আরএমপির তিন থানায় নতুন গাড়ি হস্তান্তর করেন পুলিশ কমিশনার

আরএমপির তিন থানায় নতুন গাড়ি হস্তান্তর করেন পুলিশ কমিশনার

ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র কনটেন্ট নিষিদ্ধ ও ব্লকের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র কনটেন্ট নিষিদ্ধ ও ব্লকের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চীনে ইয়াও জাতিগোষ্ঠীর পানওয়াং উৎসব অনুষ্ঠিত

চীনে ইয়াও জাতিগোষ্ঠীর পানওয়াং উৎসব অনুষ্ঠিত

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক রাত্রিযাপন সীমিতকরণ ও ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক রাত্রিযাপন সীমিতকরণ ও ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

খুলনাকে দেশের শ্রেষ্ঠ নগরীতে পরিণত করতে হবে: কেসিসি সচিব

খুলনাকে দেশের শ্রেষ্ঠ নগরীতে পরিণত করতে হবে: কেসিসি সচিব

এটা বিপ্লবী সরকার, নির্বাচন দেওয়াটাই শুধু আমাদের কাজ নয়: উপদেষ্টা নাহিদ

এটা বিপ্লবী সরকার, নির্বাচন দেওয়াটাই শুধু আমাদের কাজ নয়: উপদেষ্টা নাহিদ