চট্টগ্রামে ফের শিশুর প্রতি ভয়ঙ্কর নিষ্ঠুরতা ধর্ষণের পর হত্যা আখি মনিকে
২৯ মার্চ ২০২৩, ১০:১৫ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৫:১৮ পিএম
১০ বছরের কন্যাশিশু আবিদা সুলতানা আইনিন ওরফে আখি মনিকে অপহরণের পর ধর্ষণ করা হয়। এরপর শ^াসরোধে খুন করে বিবস্ত্র লাশ ভরা হয় বস্তায়। বস্তাভর্তি লাশটি ফেলে দেয়া হয় একটি ডোবায়। আদরের সন্তান নিখোঁজ হওয়ার পর চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় ছুটে গিয়েছিলেন মা বিবি ফাতেমা। থানা পুলিশ ঘটনাটিকে পাত্তাই দেয়নি। মামলা না নিলেও মায়ের আকুতি মিনতিতে এলাকায় গিয়ে অভিযুক্তের সাথে কথা বলে তাকে ছেড়ে দেয় পুলিশ। তবে তাকে আটক করার দরকারও মনে করেনি তারা।
অসহায় মা ছুটে যান আদালতে। মানবাধিকার সংস্থার সহায়তায় অভিযোগ করেন। আদালত অভিযোগটি সরাসরি মামলা (এফআইআর) হিসেবে গ্রহণ করার জন্য থানাকে নির্দেশ দেন। আর এর কয়েক ঘণ্টার মধ্যেই আখি মনির গলিত লাশ উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-চট্টগ্রাম মেট্রোর একটি চৌকস দল। ‘নির্দোষ’ বলে থানার ওসি যাকে ছেড়ে দিয়েছিলেন সেই মো. রুবেলকে পাকড়াও করে পিবিআই। তার স্বীকারোক্তি এবং দেখানো মতে, উদ্ধার করা হয় আখি মনির বস্তাবন্দি লাশ।
ওই নরপশু স্বীকার করেছে একটি বিড়াল ছানা দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুটফুটে ওই শিশুটিকে নিয়ে যায় সে। খালি একটি ঘরে পালাক্রমে ধর্ষণ করে শ^াসরোধে হত্যা করে লাশ গুম করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর পাহাড়তলী থানার আলমতারা পুকুরপাড়া মুরগীফার্ম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। জীবিত কন্যাকে ফেরত পেতে থানা ও আদালতে টানা সাত দিন আহাজারি করছিলেন বিবি ফাতেমা। গতকাল বস্তাবন্দি কন্যার গলিত লাশ পেয়ে বুকফাটা কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় স্বজনদের কান্না এবং আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। খুনি রুবেলের ফাঁসি চেয়ে তাৎক্ষণিক রাস্তায় নামে আখি মনির সহপাঠীরা।
এর আগে নগরীতে একইভাবে হত্যা করা হয় বেশ কয়েকজন শিশুকে। নগরীর জামালখানে শিশু বর্ষাকে ধর্ষণের পর লাশ বস্তায় ভরে নর্দমায় ফেলে এক নরপশু। বন্দরটিলা এলাকায় শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে ছয় টুকরো লাশ ভাসিয়ে দেওয়া হয় খাল ও সাগরে। পোর্ট কলোনী এলাকায় শিশু সুরমাকে বিরিয়ানী খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণের পর হত্যা করে আরও এক নরপশু। এভাবে একের পর এক শিশুর প্রতি নিষ্ঠুর সহিংসতায় নগরজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। কন্যাশিশুদের জন্য এ নগরী কবে নিরাপদ হবে এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে।
ভয়ঙ্কর নিষ্ঠুরতার সর্বশেষ শিকার শিশু আখি মনির বাসা পাহাড়তলী কাজির দীঘির নূর ভবনে। ওই এলাকার সরাই পাড়া হাজি আবদুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত সে। গ্রেফতার মো. রুবেল একই এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আবদুন নুর, মায়ের নাম রেজিয়া বেগম। সে ওই এলাকায় ভ্যানে করে সবজি বিক্রি করে। ২১ মার্চ বিকেল সাড়ে ৪টায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় আখি মনি।
গত ২১ মার্চ মেয়েকে অপহরণের অভিযোগ এনে তার মা পোশাককর্মী বিবি ফাতেমা সবজি বিক্রেতা রুবেলের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। চট্টগ্রামের দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন জাহান অভিযোগ গ্রহণ করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, শিশু আখি মনি নিখোঁজের বিষয়টি অবগত হওয়ার পর ২৩ মার্চ থেকে ছায়াতদন্ত শুরু করে পিবিআই। রুবেলকে নজরদারিতে রাখা হয়েছিল। কিছু তথ্য প্রমাণ সংগ্রহের পর গত মঙ্গলবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। একপর্যায়ে রুবেল স্বীকার করে, মেয়েটিকে ২১ মার্চ নিখোঁজের দিনই সে কাজিরদীঘি এলাকায় একটি পরিত্যক্ত ভবনের চারতলায় নিয়ে ধর্ষণ করে। এরপর শ্বাসরোধে হত্যা করে তার লাশ বস্তায় ভরে ময়লা-আবর্জনায় ভরা ডোবায় ফেলে দেয়।
পিবিআই জানায়, তিন মাস আগে আখি মনির মা বিবি ফাতেমা কন্যা সন্তানকে নিয়ে তার মা বিবি খাদিজার বাসায় আসে। আখি মনির পিতা আবুল কাশেমের সাথে বিচ্ছেদ হওয়ায় তিনি কন্যাকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসেন। এরপর পাহাড়তলীতে মায়ের বাসায় উঠেন। বিবি খাদিজা আগে থেকে সেখানে ভাড়া বাসায় থাকতেন। আখি মনিকে স্থানীয় স্কুলে চতুর্থ শ্রেণিতে ভর্তি করিয়ে গার্মেন্টসে চাকরি নেন বিবি ফাতেমা। তরকারি বিক্রির সুবাদে বিবি খাদিজার সাথে রুবেলের পরিচয় ছিল। তিন মাস আগে তরকারি বিক্রিকালে একটি বিড়াল ছানা ধরতে গিয়ে রিকশার সাথে ধাক্কা লেগে পড়ে যায় আখি মনি। তখন তার সাথে পরিচয় হয় রুবেলের।
রুবেল জানতে পারে আখি মনি বিবি খাদিজার নাতনি। শিশুটি তখন রুবেলের কাছে একটি বিড়াল ছানার জন্য আবদার করে। রুবেলও তার বোনের বাসা থেকে বিড়াল ছানা এনে দেওয়ার অঙ্গিকার করে। এরপর রুবেলের সাথে আখি মনির আর দেখা হয়নি। বিগত ২০ মার্চ আখি মনি তার এক বান্ধবীকে নিয়ে বিড়াল ছানা নিতে রুবেলের বাসায় যায়। তবে তখন রুবেল বাসায় ছিল না। পরে রুবেলের বাসার সামনে আখি মনির দেখা হয়। তখন রুবেল তাকে বিড়াল ছানা নেওয়ার জন্য নির্দিষ্ট একটি বাসায় আসতে বলে। বিকেলে সে রুবেলের কাছে যায়।
কিন্তু তাকে না পেয়ে আবারও ফিরে আসে। পরদিন ২১ মার্চ স্কুলে যাওয়ার পথে রুবেলের সাথে দেখা হয় আখি মনির। তখন রুবেল তাকে বিড়াল ছানা নিতে বিকেলে ক্লাবের পাশে আসতে বলে। স্কুল শেষে বাসায় ফিরে স্কুল ড্রেস ছেড়ে হিজাব পরে রুবেলের কথামতে বাসা থেকে বের হয় আখি মনি। রুবেলের কাছে গেলে সে তাকে চার তলায় তার ফুফুর বাসায় যেতে বলে। ওই ভবনের একটি খালি বাসায় বিড়াল ছানা দেওয়ার কথা বলে রুবেল তাকে নিয়ে যায়। এরপর সেখানে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। নিজেকে রক্ষায় আখি মনি চিৎকার শুরু করলে তার গলা চেপে ধরে রুবেল।
এরপর বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। রুবেলের বরাত দিয়ে পিবিআই কর্মকর্তারা জানান, ওইদিন রাত ৯টার পর লাশটি একটি বস্তায় ভরে রুবেল। এরপর তার তরকারির ঠেলাগাড়িতে ত্রিপলে ঢেকে লাশটি নিয়ে যাওয়া হয় ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের মুরগীফার্ম বাজার এলাকায়। বাজার সংলগ্ন আলমতারা পুকুরের ডোবায় বস্তাভরা লাশটি ফেলে দেওয়া হয়। এরপর রাত ১০টায় আখি মনির পরনে থাকা নেভি ব্লু রংয়ের হিজাব, কামিজ-পায়জামা ও স্যান্ডেল একটি পলিথিনে ভরে কনকা সিএনজি স্টেশনের দক্ষিণ পাশে নালায় ফেলে দেয়। তার দেখানো মতে লাশটি উদ্ধারের পর আখি মনির পরনের কাপড় চোপড়ও উদ্ধার করে পিবিআই।
পুলিশের শাস্তি চান বাবা-মা : বিবি ফাতেমা জানান, আখি মনি তার কাছে বিড়ালছানা কেনার আবদার করেছিল। মাস শেষে বেতন পেলে কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু আখি মনি জানিয়েছিল, সবজি বিক্রেতা রুবেল তাকে বিড়ালছানা এনে দেবে। তিনি অপরিচিত লোকের কাছ থেকে বিড়ালছানা নিতে নিষেধ করেছিলেন। তিনি অভিযোগ করেন, ঘটনার পর তিনি থানায় ছুটে যান। কিন্তু থানার ওসি মামলা নেননি। সাধারণ ডায়েরী রেকর্ড করেন। এরপর রুবেলকে ধরে আনলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ঘটনার পর রুবেল দাড়ি কেটে বেশভূষা পরিবর্তন করে এলাকায় লুকিয়ে থাকে। স্থানীয়রা বলছেন, থানা-পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিলে আখি মনিকে জীবিত পাওয়া যেত। কিন্তু পুলিশ ওই পথে যায়নি। বরং আখি মনির মা-বাবার আলাদা থাকার সাথে তার নিখোঁজ হওয়ার যোগসূত্র খুঁজতে থাকে। এদিকে পুলিশের খাম খেয়ালিপনার জন্যই এতোদিন মেয়েকে খুঁজে না পাওয়ার অভিযোগ করে আখি মনির মা বিবি ফাতেমা বলেন, আমার মেয়ে নিখোঁজ হওয়ার সঙ্গেই সঙ্গেই থানায় গিয়েছিলাম। পুলিশ যদি আমার মেয়েকে খুঁজতো-এই ঘটনা ঘটতো না। আমি মেয়েকে অনেক খুঁজেছি। রুবেলকে সন্দেহ করেছি। তারা রুবেলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে আমার মেয়েকে আরও আগে আমরা পেতাম। কিন্তু তারা সেটা গুরুত্ব দেয়নি।
পুলিশের শাস্তি দাবি করে আখি মনির বাবা মো. আবুল কাশেম বলেন, অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই থানার ওসিদের পদক্ষেপ নেওয়ার দরকার ছিল। তারা এসে আসামিকে জিজ্ঞেস করে চলে গেছে। তার পরের দিন আমার পরিবার আবার থানায় গিয়ে এসআই দুলাল ও মনিরকে আবার বলে। উল্টো তারা বলেছে- আমার মেয়ে নাকি প্রেম করে। রুবেল নাকি ভাল ছেলে। নয় বছরের বাচ্চা কীসের প্রেম করে? আমি রুবেলের ফাঁসি চাই। এস আই দুলাল ও মনিরের শাস্তি চাই। গতকাল বুধবারে মানববন্ধন ও সমাবেশ করে খুনি রুবেলের ফাঁসি দাবি করেছে আখি মনির সহপাঠীরা। তারা স্কুলের সামনে এ দাবিতে মানববন্ধন করে।
মুখ ফসকে ঘটনা শিকার : পিবিআই পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, আখি মনি নিখোঁজ হওয়ার ঘটনায় ২৩ মার্চ থানার সাধারণ ডায়েরির অভিযোগ পত্রটি আমাদের হাতে আসে। এরপর আমরা মাঠে নামি। রাস্তার সিসিটিভি ফুটেজগুলো নিয়ে প্রায় দুই-তিনদিন পর্যবেক্ষণ করি। তাকে যে গলি দিয়ে নেওয়া হয়েছে সেদিকে কোনো সিসিটিভি নেই। এটা রুবেল আগে থেকেই জানতেন। আমরা তখন রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি। তখন সে সারাদিন কোথায় কি করেছে সেগুলোর বর্ণনা দেয়। এক পর্যায়ে সে আমাদের জানায় বিকেলে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত একটি চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছিল। মুখ ফসকে এ কথাটি বলে ফেলায় সন্দেহ হয়। কারণ একজন সবজি বিক্রেতা দুই ঘণ্টা ধরে কোনো চায়ের দোকানে আড্ডা দিতে পারে না। এরপর আমরা ওই চায়ের দোকানে গিয়ে দোকানদার আলী সওদাগরকে জিজ্ঞাসাবাদ করি। তিনি রুবেলের দুই ঘণ্টা থাকার ব্যাপারটা নিশ্চিত করতে না পারলেও আমাদের এটা জানিয়েছেন রুবেল তাকে আখি মনির নিখোঁজ হওয়ার সংবাদ জানিয়েছিল পাঁচটার দিকে। এতে আমাদের সন্দেহ আরও বেড়ে যায়। স্বপ্রণোদিত হয়ে একটা কথা বলে ফেলা এটা আমাদের কাছে সন্দেহ লাগলো। এরপর তাকে গত মঙ্গলবার সন্ধ্যায় আবারও জিজ্ঞাসাবাদ করলে সে শিশুটিকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
কুড়িগ্রামে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত
হোয়াইট হাউজে বাইডেনের সঙ্গে বুধবার দেখা করবেন ট্রাম্প
দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না : হাসনাত আব্দুল্লাহ
তারেক রহমানের পিপিই বিতরণ, বহিস্কৃত শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্পাদক ফিরে পেলেন সদস্যপদ
বাতিল হচ্ছে শেখ পরিবারের নামের সব পুরস্কার
বাতিল হচ্ছে শেখ পরিবারের নামের সব পুরস্কার
ব্রিটিশ রাজা চার্লস ও পুত্র উইলিয়াম সমালোচনার মুখে পড়েছেন!
কোন বয়সে কতটা ঘুমোনো উচিত? আপনাদের বয়স অনুযায়ী মিলিয়ে নিন তালিকা
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার লিভ টু আপিল শুনানি শুরু
আ. লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা
শহীদ নূর হোসেনের প্রতি পরিবারের শ্রদ্ধা
গাজীপুরে বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত
বাতিল হচ্ছে হাওরের উড়ালসড়ক-মেট্রোরেলসহ বহু ‘ইচ্ছাপূরণ’ প্রকল্প
রাশিয়ার সঙ্গে উ.কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি আইন হিসেবে স্বাক্ষর পুতিনের
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানজনক বেতন কাঠামো হবে : ধর্ম উপদেষ্টা
বিএনপি মহাসচিবের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় আজ নামছেন বাকি ৩০০ জন শিক্ষার্থী
সাবেক দুই শীর্ষকর্তার জায়গা হচ্ছে না ট্রাম্পের সম্ভাব্য দ্বিতীয় প্রশাসনে
ডিএনএ পরিক্ষায় প্রমাণিত,হাসপাতালের ভুলে হয়েছিল শিশু অদলবদল