দেশে ৩ মাসে ৫৬ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
৩১ মার্চ ২০২৩, ১১:৪৩ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৯:০১ পিএম
বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরেছে আইন ও শালিশ কেন্দ্র ((আসক)। মানবাধিকার সংস্থা বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ৫৬ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, মামলা, হুমকি ও পেশাগত দায়িত্ব পালনে গিয়ে বাধার শিকার হয়েছেন।
গতকাল শুক্রবার আসক প্রকাশিত তিন মাসের মানবাধিকার লংঘনের সংখ্যাগত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দশটি জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদ মাধ্যম এবং আসকের নিজস্ব সূত্র থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে মানবাধিকার লঙ্ঘনের এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
আসকের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ের মধ্যে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু, জোরপূর্বক অপহরণ ও নিখোঁজ, রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা, সংখ্যালঘু নির্যাতন, ডিজিটাল সিকিউরিটি আইনের অপপ্রয়োগের মাধ্যমে মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার মধ্যে দিয়ে প্রতিনিয়ত মানবাধিকার লংঘন হচ্ছে।
আসকের প্রতিবেদনে আরো বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকেরা হামলা-মামলার শিকার হচ্ছেন। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে বুধবার ভোর রাতে সিআইডি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া এবং দিনভর তাকে আটকের ঘটনা সংশ্লিষ্টদের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। এ ঘটনার মধ্যে দিয়ে প্রতীয়মান হয়েছে যে, আইনশৃংখলা বাহিনীর প্রায়োগিক আচরণ অসঙ্গত ও বেআইনি। এ ধরনের নিষ্ঠুর ও অমানবিক আচরণের অভিযোগ সাতক্ষীরায় কর্মরত সাংবাদিক রঘুনাথ খাঁকে আটকের সময়ও পুলিশের বিরুদ্ধে উঠেছিল। রঘুনাথকে আটকের পর পুলিশ দিনভর অস্বীকার করে, প্রায় নয় ঘণ্টা পর তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ডিজিটাল সিকিউরিটি আইনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সে বিষয়টি তুলে ধরে আসক বলছে, এ ধরনের মামলা গণমাধ্যমের স্বাধীনতাকে সঙ্কুচিত করবে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি করবে।
গত তিন মাসে ১২৪ নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১২ জনকে। আত্মহত্যা করেছেন ১ জন নারী। ৩৪ জন নারীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন মোট ১১৬ জন নারী। তাদের মধ্যে ৬৮ জন নারীকে হত্যা করা হয়েছে এবং আত্মহত্যা করেছেন ৩০ জন। শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন ১৮ জন নারী।
প্রতিবেদনে আরো বলা হয়, দেশের বিভিন্ন স্থানে তিন মাসে মোট ৩৫৩ শিশু নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে হত্যার শিকার হয়েছে ৫২ শিশু। এক ছেলে শিশুকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে। আত্মহত্যা করেছে ২৫ শিশু। বিভিন্ন সময়ে মোট ৪৫ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রহস্যজনক মৃত্যু হয়েছে ৩ শিশুর। এছাড়া বলাৎকারের শিকার হয়েছে ৭ ছেলে শিশু এবং বলাৎকারের চেষ্টা করা হয়েছে ৩ জন শিশুকে।
সীমান্ত হত্যার বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ৫ বাংলাদেশি। আহত হয়েছেন ৬ জন।
আসক মনে করে, মানবাধিকার লংঘন প্রতিরোধে আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা অত্যাবশ্যকীয়। অন্যথায় বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা পায় এবং মানবাধিকার লংঘনজনিত ঘটনা বৃদ্ধি পেতে থাকে।
আসক রাষ্ট্রের কাছে নাগরিকের সব ধরনের মানবাধিকারের সুরক্ষা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার দ্রুততার সঙ্গে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ছেলে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে বাবাকে দুই মামলা দিয়ে জেলে
এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান: উপদেষ্টা আসিফ
শেখ হাসিনা পালিয়ে গিয়েও বিদেশে বসে নানা ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
সোনাইমুড়ীতে আসিফ হত্যা মামলায় উপজেলা আ.লীগ সহ সভাপতি ভিপি বাহার গ্রেফতার
তারাকান্দায় প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার দায়ে গ্রেফতার-১
অবশেষে ওয়ার্নারের বিকল্প বেছে নিল অস্ট্রেলিয়া
প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে বৈঠক করলেন সুইস রাষ্ট্রদূত
চবি ছাত্রদলের স্বৈরাচার বিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
বিশ্বব্যাপী মূল্যবান চিজের কালোবাজারি : খাদ্য অপরাধের নতুন লক্ষ্য
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব মহিউদ্দিন
অবশেষে আলী ইমামকে সরিয়ে দেওয়া হচ্ছে
সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয় নির্ধারণ বিষয়ক কর্মশালায় ভূমি সিনিয়র সচিব নির্ভুল কর আদায় করতে হবে
সহযোগিতার হাত বাড়ালেন বিএনপি নেতা কৃষিবিদ শামীম
‘ফ্যাসিস্ট দল আ.লীগর ব্যাপারে আপস করা চলবে না’
আ’লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে
সড়ক দুর্ঘটনায় সখিপুরের তিনজন নিহত
পাথর কোয়ারি খুলে দেওয়াসহ খোলাবাজারে ভাঙ্গা চুনাপাথর বিক্রির প্রতিবাদে ছাতকে সমাবেশ
খুলনার কয়রায় অজগার উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কাউন্সিলরের লাশ উদ্ধার