ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যা, কালবৈশাখী ঝড়, বজ্রপাত, শিলাবৃষ্টি, তাপদাহের শঙ্কা : টানা চার মাস খরা-অনাবৃষ্টির উন্নতি মার্চে স্বাভাবিকের চেয়ে ৭৮ ভাগই বেশি বর্ষণ : কৃষি-খামার জনজীবনে স্বস্তির সুবাতাস

দুর্যোগপূর্ণ আবহাওয়া এ মাসেই

Daily Inqilab শফিউল আলম

০২ এপ্রিল ২০২৩, ১১:২১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:০০ এএম

বিভিন্ন ধরনের মৌসুমী প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা আসছে। এ কারণে আবহাওয়া চরম বৈরী ও দুর্যোগপূর্ণ হয়ে উঠতে পারে চলতি এপ্রিল অর্থাৎ চৈত্র-বৈশাখ মাসে। এ সময়ে আশঙ্কা রয়েছে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের। তাছাড়া, ভারতের উজানে অতিবৃষ্টিজনিত ঢলের পানির কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা, বিভিন্ন স্থানে মাঝারি থেকে তীব্র আকারে কালবৈশাখী ঝড়, মাঝারি ধরনের তাপপ্রবাহ, বজ্রপাত ও শিলাবৃষ্টি সংঘটিত হতে পারে। গতকাল রোববার বিকেলে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় চলতি এপ্রিল মাসের উপরোক্ত দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।

বিশেষজ্ঞদের দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও জানা গেছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে ২টি লঘুচাপ-নি¤œচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নিকট অতীতেও এপ্রিল মাসে বাংলাদেশ ও আশপাশ অঞ্চলে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আঘাত হানার রেকর্ড রয়েছে। এ মাসের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর সংলগ্ন উজানে তথা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিশেষত মেঘালয়, আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও জানা যায়, এপ্রিল মাসে দেশে ৩ থেকে ৫দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় সংঘটিত হতে পারে। এর মধ্যে এক থেকে ২দিন তীব্র ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ মাসে দেশে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাঝারি তাপপ্রবাহে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৮ থেকে ৪০ ডিগ্রি সে.। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এদিকে চলতি এপ্রিল মাসে দেশে মৌসুমের এ সময়ের স্বাভাবিক হার ও পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এর মধ্যে বিগত নভেম্বর থেকে ফেব্রয়ারি মাস পর্যন্ত টানা চার মাস পর অনাবৃষ্টি ও খরা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। সামগ্রিকভাবে সারা দেশে কমবেশি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া বিভাগের পর্যালোচনায় জানা গেছে, গেল মার্চ (ফাল্গুন-চৈত্র) মাসে দেশে মৌসুমের এ সময়ের স্বাভাবিকের চেয়ে সার্বিকভাবে ৭৭.৬ শতাংশই বেশি বৃষ্টিপাত হয়েছে। বহু প্রত্যাশিত স্বস্তির বর্ষণ কৃষি-খামার, জনজীবনে বয়ে এনেছে সুবাতাস। মাহে রমজানে রোজাদারদের জন্য আবহাওয়া সার্বিকভাবে স্বস্তিদায়ক ও সহনীয় রয়েছে। কৃষিতে বিশেষত শাক-সবজি ও ইরি-বোরো ধানের ফলনে তা উপকারি হচ্ছে অপরিসীম।
মার্চ মাসের বৃষ্টিপাতের রেকর্ডে বিভাগ বা অঞ্চলভেদে রয়েছে অসঙ্গতি। সারা দেশে সার্বিকভাবে স্বাভাবিকের তুলনায় ৭৭.৬ শতাংশ বেশি বৃষ্টিপাতের বিপরীতে, ঢাকা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত ৪৫ মিলিমিটারের স্থলে ১২৫.৩ মি.মি., অর্থাৎ ১৮১.৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ময়মনসিংহ বিভাগে ১৬০ শতাংশ বেশি, চট্টগ্রাম বিভাগে ২১.২ শতাংশ বেশি, রাজশাহী বিভাগে ১৬০.৭ ভাগ বেশি, রংপুর বিভাগে ১৩৫ ভাগ বেশি বৃষ্টি ঝরেছে। গেল মাসে দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকু- ও রাঙ্গামাটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস (১২ মার্চ) এবং সর্বনি¤œ শ্রীমঙ্গলে ১৩.৩ (১ মার্চ)। মার্চ মাসে দেশে সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ০.২ এবং ০.১ ডিগ্রি সে. বেশি ছিল। সারা দেশে গড় তাপমাত্রা ০.১ ডিগ্রি সে. বেশি ছিল।

বিগত বছরের সেপ্টেম্বর-নভেম্বর থেকে টানা এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানা দীর্ঘ ৪ থেকে ৬ মাস (অঞ্চলভেদে) গত সোয়া একশ’ বছরের ইতিহাসে আগাম অস্বাভাবিক খরা-অনাবৃষ্টির কবলে পড়ে সমগ্র দেশ। নভেস্বর-ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারি টানা চার মাসে সারা দেশে সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে গড়ে ৯১ দশমিক ৫ শতাংশই কম বৃষ্টিপাত হয়। অর্থাৎ বৃষ্টি ‘নেই’ হয়ে গিয়েছিল। অবশেষে মার্চ মাসে আবহাওয়ার পালাবদলে স্বস্তির বৃষ্টির দেখা মিলে। অব্যাহত আছে মেঘ-বর্ষণের শীতল ধারা।

এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবৃষ্টি হয়। তা বিক্ষিপ্তভাবে অব্যাহত রয়েছে। সেই সাথে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এ সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩৮ মিলিমিটার। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় ৩৩.৪ এবং সর্বনি¤œ তেঁতুলিয়ায় ১৬.২ ডিগ্রি সে.। আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে। পরবর্তী সময়ে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গরমে যেন শেষ সিলেট !

গরমে যেন শেষ সিলেট !

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

প্রেতাত্মাদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন হাসিনা

প্রেতাত্মাদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন হাসিনা

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়িতে হামলা, প্রতিবাদে ইবির আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

খাগড়াছড়িতে হামলা, প্রতিবাদে ইবির আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানকে জেলহাজতে প্রেরণ

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানকে জেলহাজতে প্রেরণ

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন আটক

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন আটক

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ফ্যাসিবাদী দোসর মিডিয়া লীগে সংস্কার জরুরী

ফ্যাসিবাদী দোসর মিডিয়া লীগে সংস্কার জরুরী

যৌথবাহিনীর হাতে সিলেট আটক বিপুল পরিমান ভারতীয় পণ্য

যৌথবাহিনীর হাতে সিলেট আটক বিপুল পরিমান ভারতীয় পণ্য

পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত- বিমানবন্দরে সংবর্ধনা কালে যুক্তরাজ্য বিএনপি নেতা মুশাহীদ

পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত- বিমানবন্দরে সংবর্ধনা কালে যুক্তরাজ্য বিএনপি নেতা মুশাহীদ

নোয়াখালীতে জামায়াতের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ ‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’

নোয়াখালীতে জামায়াতের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ ‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী