রিয়াল ও ডলারের মূল্য বৃদ্ধিতে হজ প্যাকেজের দাম বাড়ছে
০২ এপ্রিল ২০২৩, ১১:৩৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৩৮ পিএম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সউদী রিয়াল ও ডলারের মূল্য বৃদ্ধির দরুণ হজ প্যাকেজের দাম বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনিদের্শনায় হজ ব্যবস্থাপনার কার্যক্রম এগিয়ে চলছে। গত বছর হজ ব্যবস্থাপনার কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারও হজ ব্যবস্থাপনার কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। গতকাল রোববার নগরীর সেগুনবাগিচাস্থ একটি রেস্টুরেন্টে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) আয়োজিত প্রস্তাবিত হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এসব কথা বলেন।
আরআরএফ এর সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও মহাসচিব ফারুক আহমেদ সরদার, আরআরএফ এর সাবেক সভাপতি ফয়জুল্লাহ ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতা মাওলানা তোফাজ্জল হোসেন মিয়া, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি মো. শহিদুল ইসলাম কবির।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, আরআরএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম, ড্ইিউজে এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ও গুলিস্তাত পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সহ সভাপতি রাশিদুল হাসান। ইফতার মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির ও ঢাকা মহানগরী আমির মাওলানা মজিবুর রহমান হামিদী।
হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু তা বাস্তবতার নিরিখে অনেক বেশি ও অযৌক্তিক। যে কারণে হজ প্যাকেজ ঘোষণার পর সর্বমহলে গ্রহণযোগ্য হয়নি বরং সমালোচিত হয়েছে। যেহেতু বিমান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তাই তাদের একক কর্তৃত্বে ভাড়া নির্ধারণ যথাযথ হয়নি।
হজযাত্রীদের বিমান ভাড়া ৫৭ হাজার ৭৯৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। যাকে ধর্মপ্রাণ মুসলিমগণ অযৌক্তিক মনে করেন এবং তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। হাব সভাপতি তসলিম বলেন, প্রতি বছরই হজযাত্রীদের বিমান ভাড়া বাড়ানো একটা অসুভ রেওয়াজে পরিণত হয়েছে। তিনি উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটির মাধ্যমে হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজ পুনঃনির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
আগামী বছর হজের খরচ বাড়বে
এদিকে আগামী বছরে (১৪৪৫ হিজরী ) হজ প্যাকেজের মূল্য বাড়বে জানিয়ে এবারের হজ প্যাকেজে নিবন্ধিত হওয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার মন্ত্রণালয়ের উপসচিব (হজ) আবুল কাশেম মুহাম্মাদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ও সউদী আরবের হারাম শরীফের নিকটবর্তী বিভিন্ন হোটেল ভেঙে ফেলায় এ বছর হোটেলের ভাড়া নেয়ার সমস্যা সৃষ্টি হয়েছে এবং অধিক পরিমাণ অর্থে হোটেল ভাড়া করা হচ্ছে।
সার্বিক বিবেচনায় বিভিন্ন কারণে এ বছরের হজ প্যাকেজকে হ্রাসকৃত প্যাকেজ হিসেবে ধরা যায় এবং সেই বিবেচনায় একই ধারাবাহিকতায় বলা যায় যে, আগামী বছরগুলোতে হজ প্যাকেজের মূল্য আরও বৃদ্ধি পাবে। কারণ ভেঙ্গে ফেলা বাড়ি ও হোটেলসমূহ আবার গড়ে তুলতে আরো ২ থেকে ৩ বছর সময় লাগবে। এমতাবস্থায়, এ বছরের ঘোষিত হজ প্যাকেজই সর্বনি¤œ হিসেবে বিবেচনা করা যায়। সেই বিচেনায় আগামী বছর হজে গমনেচ্ছু হজযাত্রীগণকে এবারের হজ প্যাকেজে নিবন্ধিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

কোনো ঘোষণা দিচ্ছি না: অবসর নিয়ে কোহলি

আনোয়ারায় আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর

ফিলিস্তিনিদের আফ্রিকায় ‘পুনর্বাসন’ পরিকল্পনা নিয়ে বিতর্ক

লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী

৯০ দিন ধরে বন্ধ চিলমারী-রৌমারী নৌ রুটের ফেরি

শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ-নির্যাতনের বিচারের দাবি

জিম্মি মুক্তি নিয়ে নেতানিয়াহুর বৈঠক, আলোচনা বাড়ানোর নির্দেশ

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে ৩১, বেশিরভাগই নারী-শিশু

শিবগঞ্জে প্রেমিক যুগল জনতার হাতে আটক

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন হাসিনা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ট্রাম্পের! যা জানা গেলো

আমদানি কমলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় বেনাপোল কাস্টমসে

নাটোরে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

টেসলার বাজারমূল্য হঠাৎ কমলো, বিশ্লেষকরা বলছেন নজিরবিহীন পতন

ফ্যাসিস্ট হাসিনার দোসরদের উৎপাত বাংলাদেশের দূতাবাস গুলোতে, এ দায় কার?

কলাপাড়ায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

যে কারণে ম্যাচ বয়কটের হুমকি রিয়াল কোচের

পাংশায় বৈদেশিক মুদ্রা সহ এক চোরাকারবারী গ্রেপ্তার

দ্রুত রায় কার্যকর চান আবরার ফাহাদের বাবা

‘আবরার ফাহাদ হত্যার রায় ছাত্র রাজনীতির জন্য কড়া বার্তা’

পর্তুগালে বাংলাদেশী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা