ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ
০৪ এপ্রিল ২০২৩, ১১:৫২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:৪৭ পিএম
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুর রশীদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর। তাকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ দিয়ে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা প্রজ্ঞাপন জারি করেছে। মহামান্য প্রেসিডেন্ট ও চ্যান্সেলর আব্দুল হামিদের আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপন এ নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য প্রেসিডেন্ট ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১১(১) ধারা অনুসারে ড. মুহাম্মাদ আব্দুর রশীদ প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।’
৪ টি শর্তে এ নিয়োগ প্রদান করা হয়েছে। শর্তগুলো হচ্ছে- ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর (প্রফেসর আব্দুর রশীদ) নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে; ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য প্রেসিডেন্টে ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, ড. মুহাম্মদ আব্দুর রশীদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাভিশনসহ বেসরকারি টেলিভিশনের ইসলামি আলোচক। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়্যারমানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। প্রফেসর আব্দুর রশীদ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ইতিহাস পরিষদ ও বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়া কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েশন অ্যান্ড অর্ডিন্যান্স কমিটির সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনিস্টটিউশনাল রিভিউ বোর্ড, আইসিডিডিআরবি’র এথিক্যাল রিভিউ কমিটি (ইসিআর), আইইডিসিআর এর সদস্য।
এছাড়াও সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, হজ্ব ফাইন্যান্স কো. লি. এর শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য। ইনস্টিটিউটশনাল রিভিউ বোর্ড, ইউজিসি কর্তৃক কওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য গঠিত ‹আল-হাইয়াতুল উলিয়া›র নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন ড. আব্দুর রশীদ।
ড. মুহাম্মদ আব্দুর রশীদ ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স, ১৯৮৯ সালে মাস্টার্স এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৫ সালের ৬ নভেম্বর কর্মজীবন শুরু করেন আবুজর গিফারি বিশ্ববিদ্যালয় কলেজে লেকচারার হিসেবে। ১৯৯৭ সালের ১ অক্টোবর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। ২০০০ সালের ৭ নভেম্বর তিনি সহকারী অধ্যাপক হিসেবে, ২০০৩ সালের ২১ মে সহযোগী অধ্যাপক এবং ২০০৬ সালের ৫ সেপ্টেম্বর প্রফেসর হিসেবে পদোন্নতি পান। ২০১৪ সাল থেকে ২০১৭ সালে তিনি বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি মাদরাসা শিক্ষা বোর্ডের সদস্য ছিলেন। প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশিদ একাধিক বিষয়ে গবেষণায় সুপারভাইজার হিসেবে কাজ করেছেন। এই শিক্ষাবিদের বিভিন্ন বিষয়ে ২৭টি প্রকাশনা এবং বিভিন্ন জার্নালে ৩২টি আর্টিকেল প্রকাশিত হয়েছে।
জৈনপুরী পীর সাহেবের অভিনন্দন
প্রেস বিজ্ঞপ্তি : আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব তার প্রতিষ্ঠিত আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা ও এতিম খানার পক্ষ থেকে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে ইসলামী স্কলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান দৈনিক ইনকিলাবের সাবেক বিশিষ্ট সেবক প্রফেসর ডক্টর মো. আব্দুর রশিদ সাহেবকে ভিসি নিয়োগদেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
পীর সাহেব ভিসি মহোদয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালনার্থে দয়াল মাওলার দরবারে খাস দোয়া করেন। পীর সাহেব বাংলাদেশের মাদরাসার উন্নয়নে তিনি বিশেষ অবদান রাখবেন বলে আশা ব্যক্ত করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম