দেশের অস্তিত্ব এবং ভবিষ্যৎ নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর
০৪ এপ্রিল ২০২৩, ১১:৫৬ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০৯ এএম
মার্কিন যুক্তরাষ্ট্র-জাতিসংঘ-ইউরোপীয় ইউনিয়নসহ সারাবিশ্ব বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। ফলে আগামী নির্বাচন কেমন হবে তার উপর শুধু বাংলাদেশের গণতন্ত্রই নয়, বরং গোটা দেশের অস্তিত্বের ভবিষ্যৎ নির্ভর করছে। এই কথাগুলো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে ‘প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, সাংবিধানিক কাঠামো ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীষর্ক একটি গোলটেবিল বৈঠকের আলোচনায় অংশ নিয়ে তিনি আরো বলেন, বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাগল ছাড়া কেউই বিশ্বাস করে না শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
গতকাল মঙ্গলবার সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় অনলাইনে অনুষ্ঠিত ওই গোলটেবিল বৈঠকে নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজন সহ-সভাপতি বিচারপতি এম এ মতিন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ এবং অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আইন কর্মকর্তা ড. রিদওয়ানুল হক।
প্রফেসর আলী রীয়াজ বলেন, শেখ হাসিনা সরকার সংবিধান সংশোধন করবে না বলে নিজের জায়গায় অনড় থাকলেও সংবিধান সংশোধন না করেও ‘তত্বাবধায়ক সরকার’ ব্যবস্থা কার্যকর করা সম্ভব। ক্ষমতাসীন দল দেশে কার্যত বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চায় কিনা তা আগামী নির্বাচন দিয়েই বোঝা যাবে। ড. বদিউল আলম মজুমদার বলেন, যে নামেই ডাকা হোক না কেন, নির্বাচনকালে এমন একটি সরকার দরকার যারা প্রশাসন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করবে। কারণ মানুষ গত দুটি নির্বাচনে ভোট দিতে যায়নি এবং ভোট দিতে পারেনি।
এম সাখাওয়াত হোসেন বলেন, অলৌকিক কিছু না ঘটলে কিংবা ‘অন্যকিছু’ না হলে সরকার সংবিধান সংশোধন করবে না। আওয়ামী লীগ এবং বিএনপি›র দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যে যাই বলুন, বাংলাদেশে বড় দুটি রাজনৈতিক দলের কোনো একটি নির্বাচনে অংশগ্রহণ না করলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। এ ক্ষেত্রে মূল দায়িত্ব সরকারের। আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য নাগরিক সমাজকে আরো জোর গলায় কথা বলার আহবান জানান।
সবশেষে সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, নির্বাচন নিয়ে যতো কথাই বলি ঘুরেফিরে ওই একটি কথাই আসে- নির্বাচনকালে নির্দলীয় সরকার চাই, যেটা আগে ছিল। নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফল নিয়ে অতীতে কোনো বিতর্ক হয়নি। এ বিষয়ে সমঝোতায় না আসতে পারলে দেশের জন্য সামনে বড় বিপর্যয় অপেক্ষা করছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
উল্লেখ্য, সুজন মনে করছে আগামী জাতীয় নির্বাচন সুুুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক তথা গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে। তাই, এ বিষয়টি নিয়ে আলোচনার জন্যই তাদের এমন আয়োজন বলে সংগঠনটি নিশ্চিত করেছে। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম