চট্টগ্রামে চলছে পণ্যে ভেজাল মূল্য কারসাজি : প্রশাসনের অভিযান নামমাত্র
০৫ এপ্রিল ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৪৮ এএম
চট্টগ্রামের সর্বত্রই নকল আর ভেজালের ছড়াছড়ি, মূল্য কারসাজি। এসব দেখা যাদের দায়িত্ব তারা নির্বিকার। তাতে প্রতারিত হচ্ছেন ক্রেতা-ভোক্তারা। প্রতিবছর মাহে রমজান আর ঈদ আসলে সক্রিয় হয়ে উঠে জালিয়াত চক্র। বাজারে ছাড়া হয় ভেজাল পণ্য। আর মূল্য কারসাজির মাধ্যমে কাটা হয় ক্রেতার পকেট। সিন্ডিকেট করে বাড়ানো হয় পণ্যের দাম। আবার ওজনেও করা হচ্ছে কারচুপি। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু অভিযান আর জরিমানা করেই দায়িত্ব শেষ করা হচ্ছে। এরফলে লাগাম টানা যাচ্ছে না ভেজালকারী ও জাল-জালিয়াত চক্রের। অসহায় ক্রেতারা জিম্মি হয়ে পড়েছেন মূল্য সন্ত্রাসী আর ভেজাল সিন্ডিকেটের কাছে।
প্রতিবছরের মতো এবারের রমজানেও সক্রিয় জাল-জালিয়াত চক্র। চলছে ভেজালের কারবার, মূল্য বাড়িয়ে পণ্য বিক্রি। ভেজালের মিশ্রণ আর মেয়াদ উত্তীর্ণ উপকরণে অপরিচ্ছন্ন পরিবেশে ভোগ্যপণ্য তৈরী ও বিক্রি হচ্ছে অবাধে। ইফতারিতেও দেওয়া হচ্ছে ভেজাল। মূল্যস্ফীতিতে এমনিতেই দিশেহারা সাধারণ মানুষ তার উপর নিত্যপণ্যে উচ্চমূল্য সীমিত ও স্বল্প আয়ের মানুষের নাভিঃশ^াস উঠেছে। প্রতিবছর মাহে রমজান আসার আগেই শুরু হয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিযোগিতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সরকারের তরফে নানা হুমকি-ধমকিতেও নিয়ন্ত্রণ করা যায়নি সিন্ডিকেটের কারসাজি।
দেশে রোজায় নিত্য প্রয়োজনীয় তেল, ডাল, ছোলা, মটর, খেজুর, চিনিসহ প্রায় সব ধরনের পণ্যের আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম কমেনি। ডলারের মূল্যবৃদ্ধিসহ নানা অজুহাতে বাড়ানো হয়েছে ভোগ্যপণ্যের দাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেশের অন্যতম পাইকারি বাজার চাক্তাই, খাতুনগঞ্জে কয়েক দিন অভিযান চালানো হয়। হাতে গোনা কয়েকজনকে জরিমানা আর সতর্ক করা হয়। তবে এ অভিযানের তেমন সুফল মিলেনি। বাজারে দ্রব্যমূল্যে এর কোন প্রভাব পড়েনি।
সরকারের কাছে তথ্য আছে দেশে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৪০ হাজার ২৪ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। এসব খেজুরের গড়মূল্য ৮৯ দশমিক ৩৬ টাকা। কিন্তু বাজারে এসব খেজুর বিক্রি হচ্ছে কয়েকশগুণ বেশি দামে। আজওয়া খেজুর ৭৫০-১০০০ টাকা, মাবরুম ১২০০-১৩০০ টাকা, মরিয়ম ৫০০-৮০০ টাকা, দাবাস ৪০০-৬০০ টাকা, জাহিদি ২০০-২৫০ টাকা, মেজডুল খেজুর ১২০০-১৩০০টাকা। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম সম্প্রতি নগরীর বিআরটিসি বাস টার্মিনাল এলাকায় ফলম-ি ফলের আড়তে অভিযান চালিয়ে উচ্চমূল্যে খেজুর বিক্রির এই চিত্র পান। অভিযানে আমদানিকারক প্রতিষ্ঠান আল্লাহর রহমত স্টোরকে ৫০ হাজার টাকা, আলী জেনারেল ট্রেডিংকে ১০ হাজার টাকা এবং ফ্রেশ ফ্রুট গ্যালারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, রাজস্ব ফাঁকি দিতে আজওয়া, মেজডুল, মাবরুক, সাফওয়া, মরিয়ম জাতের উন্নতমানের খেজুরকে নিম্নমানের দেখিয়ে আমদানি করা হয়। অথচ দেশে আনার পর তা চড়া দামে বিক্রি করছে।
তাদের অভিযোগ বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম চড়া দামে বিক্রি করতে পাইকারি খেজুর ব্যবসায়ি ও কমিশন এজেন্টদের বাধ্য করছেন। এছাড়া সাধারণ সম্পাদক নুর উদ্দিনও রমজান আসলেই দেশি-বিদেশি ফল চড়া দামে বিক্রি করতে আমদানিকারক ও কমিশন এজেন্টদের মাধ্যমে একটা চক্র গড়ে তোলেন। তবে এতোবড় মূল্য কারসাজির প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এখনও চড়া দামেই চলছে খেজুর বিক্রি।
ঈদের কেনাকাটা জমার আগেই ক্রেতাদের পকেট কাটার আয়োজন করে বসে আছেন এক শ্রেণি অসাধু ব্যবসায়ী। ইচ্ছে মতো পোশাকের গায়ে দাম লিখে বিক্রি করা হচ্ছে। নগরীর টেরিবাজারে মনে রেখো শাড়ির দোকানে অভিযান চালিয়ে এমন জালিয়াতির প্রমাণ পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় পোশাক আমদানির কোনো কাগজপত্র দেখাতে না পারা, ক্রয়-বিক্রয় রশিদ না রাখা, বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা, নিজেদের মতো মূল্য বসিয়ে বিক্রিসহ নানা অনিয়মের দায়ে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
নগরীর অভিজাত শপিংমল ফিনলে স্কয়ারেও মূল্য কারসাজির প্রমাণ মিলেছে। সেখানে দেশে তৈরী বোরকায় লেখা- মেইড ইন দুবাই। আর বিদেশি কসমেটিকস বলে চড়া দামে প্রসাধনী বিক্রি হলেও তাতে নেই আমদানিকারকের সিল বা কোন প্রমাণ। ওই শপিং মলের দুটি দোকানকে দুই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মহানগরীর প্রতিটি মার্কেট ও শপিংমলে এভাবে ক্রেতাদের প্রতারণা করা হচ্ছে।
ইফতার সামগ্রীতেও ভেজাল দেওয়া হচ্ছে। নগরীর বেশ কয়েকটি নামী-দামি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। জিলাপিতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোজ। খাবারে ক্ষতিকর রঙ ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছে অবাধে। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণ করা হচ্ছে। রাস্তায় উন্মুক্ত স্থানে খোলা অবস্থায় বিক্রি হচ্ছে ইফতার ও খাদ্যসামগ্রী। এসব খাবার খেয়ে লোকজন পেটে পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। সেমাই তৈরীতে ভেজালের মিশ্রণ অনেক পুরাতন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
গতকাল নগরীর চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ সাংবাদিকদের জানান, ঈদ সামনে রেখে সেমাই তৈরি হচ্ছিল বিভিন্ন কারখানায়। অভিযানে এসে ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিতে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। এছাড়া এসব সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে অননুমোদিত কেমিক্যাল। আবার প্যাকেটের গায়েও ছিলনা মূল্য। তাই প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বাজারে মূল্য কারসাজি আর ভেজালের বিরুদ্ধে ভোক্তাদের সোচ্চার ও সচেতন হতে নগরীর হাটবাজারে জনসচেতনামূলক প্রচার চালিয়ে যাচ্ছে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। ক্যাব নেতারা জানান, এভাবে লোক দেখানো কিছু অভিযান চালিয়ে ভেজাল আর মূল্য কারসাজি প্রতিরোধ করা যাবে না। এজন্য দরকার যথাযথ তদারকি ও কঠোর শাস্তির ব্যবস্থা। সেইসাথে ভেজাল প্রতিরোধ ভোক্তাদেরও সচেতন হওয়া দরকার।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম