ঢাকা   শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কড়াকড়ি

আইন মন্ত্রণালয়ে সংযুক্তি বিচারকের এ কেমন ধৃষ্টতা!

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

১৬ এপ্রিল ২০২৩, ১১:৫২ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১১ এএম

এবার পবিত্র ইসলাম ধর্মকে নিয়ে সীমাহীন ধৃষ্ঠতা দেখালেন শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমান আলী শেখ। গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন, নবী-রসূলগণ আল্লাহর সঙ্গে কথা বলে ওহী নাযিল করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা। তিনি আরো বলেন, আল্লাহ, ঈশ্বর, ভগবান সবই কৃত্রিম। কেউ রিয়েল নয়।’
তিনি আরো বলেছেন, ‘কেউ বলছেন, তুর পর্বতে আল্লাহ আমার সঙ্গে কথা বলেছেন। কেউ বলেছেন হেরা গুহায় আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার কাছে বাণী পাঠিয়েছেন, কেউ বলেছেন, ঈশ্বর তার পবিত্র আত্মা দিয়ে আমাকে সৃষ্টি করেছেন, কেউ বলেছেন, আমিই স্বয়ং ভগবান। যুগে যুগে ধর্ম সংস্থাপনকল্পে আমি পৃথিবীতে আসি। এ আল্লাহ ঈশ্বর বা ভগবান কৃত্রিম সর্বভৈব। এদের কেউই রিয়েল সর্বভৈব নয়।
পবিত্র ইসলাম ধর্মের প্রতি তার এহেন কটাক্ষ ক্ষুব্ধ করে তুলেছে দেশের ধর্মপ্রাণ মানুষকে। ঘটনার পর পর শেরপুরের স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গত দুই দিনে এ বিচারক কুড়াচ্ছেন লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের ঘৃণা। শুধু সাধারণ মানুষই নয়- ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বিচারাঙ্গনের মানুষও। বিচারক সমাজও তার প্রতি জানাচ্ছেন ধিক্কার। জানা গেছে, এর আগেও এ বিচারক পবিত্র ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মের বিষয়েও নানা ধরনের কট‚ক্তি করেছেন। এবারের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই অবশ্য বিচারক মো. ইমান আলী শেখকে শেরপুর থেকে প্রত্যাহার করা হয়েছে। সংযুক্ত করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে।
আইন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য মো. ইমান আলী শেখকে বর্তমান কর্ম বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। তাকে শেরপুরের জেলা ও দায়রা জজের কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এদিকে বিষয়টিকে কেন্দ্র করে বিচারাঙ্গনের কর্মকর্তাদের মাঝেই ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে ক্ষোভের প্রকাশ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এ লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তা (বিচারক)র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
ঘটনাটি গত ১৪ এপ্রিল শুক্রবারের। শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইমান আলী শেখ তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেন, নবী-রসূলগণ আল্লাহর সঙ্গে কথা বলে ওহী নাযিল করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা। তিনি আরো বলেন, আল্লাহ, ঈশ্বর, ভগবান সবই কৃত্রিম। কেউ রিয়েল নয়।’
এমন বক্তব্যের প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে শনিবার শেরপুর জেলা ডিসি অফিসের সামনে জেলার ধর্মপ্রাণ মানুুষ মিছিল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। ইমান আলী শেখকে বরখাস্ত এবং বিচারের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। বিষয়টি স্থানীয়ভাবে ক্ষোভের সঞ্চার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কট‚ক্তির বিষয়টি সারা দেশে ছড়িয়ে পড়ে। মানুষের ক্ষোভের সঞ্চার হ্রাসে গত শনিবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ইমান আলী শেখকে প্রত্যাহার করা হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে গতকাল রোববার তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
আইনমন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয়ে এমন স্পর্শকাতর বক্তব্যের প্রেক্ষিতে গত শনিবার আইন ও বিচার বিভাগ, আইন মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় তদন্ত এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার লক্ষ্যে চিঠি দেয়া হয়। এ প্রেক্ষিতেই গতকাল প্রধান বিচারপতির চিঠিটি অনুমোদন করে বিচারক ( জেলা জজ) ইমান আলী শেখকে প্রত্যাহার করা হয়।
এদিকে এ ঘটনার পর পর বিচার বিভাগীয় কর্মকর্তাদের (বিচারক) সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুসরণীয় নির্দেশনাগুলো আবশ্যিকভাবে প্রপিালন করতে আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এস কে তোফায়েল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, স¤প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় বিচার বিভাগীয় কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর জারিকৃত আদেশে প্রদত্ত নির্দেশনাসমূহ প্রতিপালন করছেন না। কোনো কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের চেম্বার অথবা কর্মক্ষেত্রে দায়িত্বরত অবস্থায় তোলা ছবি বা ভিডিও আপলোড করাসহ নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা ভঙ্গকারী ছবি পাবলিক পোস্ট হিসেবে আপলোড করছেন, অন্যের আপলোড করা ছবি, ভিডিও বা কন্টেট শেয়ার বা তাতে অপ্রয়োজনীয় মন্তব্য করছেন।
এছাড়া রাজনৈতিক ও ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে মন্তব্য/শেয়ার করছেন এবং ইউটিউব বা অন্যকোনো মাধ্যমে নিজ বা ছদ্মনামে চ্যানেল খুলে ভিডিও আপলোড করাসহ অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন। কতিপয় বিচার বিভাগীয় কর্মকর্তার এরূপ কর্মকাÐের ফলে বিচার বিভাগ সম্পর্কে জনমনে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হচ্ছে, যা অপ্রত্যাশিত। এমতাবস্থায়, বিচার বিভাগীয কর্মকর্তাগণ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর জারি করা আদেশে প্রদত্ত নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে প্রতিপালন করার নির্দেশনা প্রদান করা হলো।
২০১৯ সালের ২২ সেপ্টেম্বর জারি করা সার্কুলারে নিম্ন আদালতের বিচারকদের বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অফিস চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতি কঠোরভাবে পরিহার করতে বলা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১১ দফা অবশ্যই পরিহার করতে বলা হয়েছে এবং ৮ দফা অনুসরণ করতে বলা হয়েছিলো।
এর মধ্যে রয়েছে (১) জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থি কোনো প্রকার তথ্য, মন্তব্য ও অনুভ‚তি প্রকাশ ও প্রচার। (২) কোনো স¤প্রদায়ের ধর্মীয় অনুভ‚তিতে আঘাত লাগতে পারে এমন কোনো তথ্য, মন্তব্য বা অনুভ‚তি প্রকাশ ও প্রচার। (৩) রাজনৈতিক মতাদর্শ বা আলোচনা সংশ্লিষ্ট কোনো তথ্য, মন্তব্য বা অনুভ‚তি প্রকাশ ও প্রচার। (৪) কোনো স¤প্রদায়ের প্রতি বৈষম্যমূলক বা হেয়প্রতিপন্নমূলক কোনো তথ্য, মন্তব্য বা অনুভ‚তি প্রকাশ ও প্রচার। (৫) কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয়প্রতিপন্ন করে কোনো তথ্য, মন্তব্য বা অনুভ‚তি প্রকাশ ও প্রচার।
এছাড়া নতুন করে আরো ৮ দফা অনুসরণ করতে বলা হয়েছে। এর মধে রয়েছে : (১) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিতব্য লেখা, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি নির্বাচন ও বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। (২) প্রকাশিত তথ্য ও উপাত্তের যথার্থতা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। (৩) ব্যক্তিগত ও পারিবারিক তথ্য আদান-প্রদান, প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা এবং বিচারকসুলভ মনোভাব অবলম্বন করতে হবে। (৪) অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন বিষয়ে তথ্য, স্ট্যাটাস বা পোস্ট দেয়া যাবে না। (৫) বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য একটি পোর্টাল, গ্রæপ থাকতে পারে যেখানে বিচারাধীন মামলার বিষয় এবং ব্যক্তিগত বিষয় ব্যতীত কেবল আইনগত বিষয়ে আলোচনা ও তথ্য আদান-প্রদান করা যাবে। (৬) সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল ও বিচারক সুলভ আচরণ করতে হবে এবং রাষ্ট্রীয় অনুশাসন মেনে চলতে হবে। (৭) তথ্য আদান-প্রদান ও বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নিজ কর্মক্ষেত্রে মামলার স্বার্থসংশ্লিষ্ট বা মামলা পরিচালনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্টে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এবং (৮) বাস্তব ও স্বাভাবিক অবস্থায় সহকর্মীদের সঙ্গে মিথষ্ক্রিয়া সংক্রান্ত নিয়ম-নীতি, করণীয় ও বর্জনীয় দিকগুলোর প্রতিফলন সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিশ্চিত করতে হবে।
বিচারক মো. ইমান আলী শেখ এর আগেও ২০১২ সালে নরসিংদীতে কর্তব্যরত পুলিশের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েন। ওই ঘটনায় তার দায়িত্বহীন আচরণের কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেয়া হয়নি। তবে তিন জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
জানা যায়, ২০১২ সালের ১০ জুন নরসিংদী জেলা আদালতে পৌর মেয়র লোকমান হত্যা মামলার আসামিদের হাজিরার তারিখ ছিলো। এ কারণে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থায় ছিলো কড়াকড়ি। এ কারণে নরসিংদী জেলা আদালতের মূল ফটকে পুলিশ সবাইকে তল্লাশি চালায়। এসময় তৎকালীন যুগ্ম জেলা ও দায়রা জজ-২ এর বিচারক মো. ইমান আলী শেখ রিকশায় করে আদালতে প্রবেশ করছিলেন। ফটকের সামনে এলে পুলিশ তাকে তল্লাশি করতে উদ্যত হয়। তিনি নিজেকে বিচারক পরিচয় দেন। কিন্তু পুলিশ সদস্যরা তাকে পরিচয়পত্র ছাড়া প্রবেশ করতে না দিলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এ সময় এক পুলিশ সদস্যের হেলমেটের আঘাত লাগে ইমান আলী শেখের গায়ে। এ ঘটনায় তিনি কর্তব্যরত তিন পুলিশের বিরুদ্ধে তার গায়ে হাত তোলার অভিযোগ আনেন। এ ঘটনায় ২টি তদন্ত কমিটি হয়। তদন্ত চলাকালে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
৭ বিয়ে নিয়ে যা বললেন সোহেল তাজ
ঢাবি শিবিরের নতুন সভাপতি ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
আরও

আরও পড়ুন

থেমে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় এক্সপ্রেসওয়েতে নিহত ২, আহত ৫

থেমে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় এক্সপ্রেসওয়েতে নিহত ২, আহত ৫

সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

৭ বিয়ে নিয়ে যা বললেন সোহেল তাজ

৭ বিয়ে নিয়ে যা বললেন সোহেল তাজ

তিউনিসিয়ায় দুই নৌকাডুবিতে ২৭ অভিবাসীর মৃত্যু

তিউনিসিয়ায় দুই নৌকাডুবিতে ২৭ অভিবাসীর মৃত্যু

লাস ভেগাসে সাইবারট্রাক বিস্ফোরণ: বিশেষ বাহিনীর সেনার আত্মহত্যা

লাস ভেগাসে সাইবারট্রাক বিস্ফোরণ: বিশেষ বাহিনীর সেনার আত্মহত্যা

৮ ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ার তাপমাত্রা, বাড়ছে জনদুর্ভোগ

৮ ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ার তাপমাত্রা, বাড়ছে জনদুর্ভোগ

আরিচা-কাজিরহাট ফেরি ৬ ঘণ্টা পর আবার চলাচল শুরু

আরিচা-কাজিরহাট ফেরি ৬ ঘণ্টা পর আবার চলাচল শুরু

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা বহিষ্কার

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা বহিষ্কার

দ.কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার অভিযানের প্রস্তুতি, বিক্ষোভে উত্তাল দেশ

দ.কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার অভিযানের প্রস্তুতি, বিক্ষোভে উত্তাল দেশ

ডাকসু নির্বাচনের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ডাকসু নির্বাচনের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

গাজায় চিকিৎসা সংকট সমাধানে ডব্লিউএইচও প্রধানের আহ্বান

গাজায় চিকিৎসা সংকট সমাধানে ডব্লিউএইচও প্রধানের আহ্বান

ঢাবি শিবিরের নতুন সভাপতি ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন

ঢাবি শিবিরের নতুন সভাপতি ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ে তুমুল যুদ্ধ: অবশেষে সংস্কারের আশ্বাস দিলেন এডিএম

ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ে তুমুল যুদ্ধ: অবশেষে সংস্কারের আশ্বাস দিলেন এডিএম

সীতাকুণ্ডে হাত-পায়ের রগ কেটে শ্রমিক দল নেতাকে হত্যা

সীতাকুণ্ডে হাত-পায়ের রগ কেটে শ্রমিক দল নেতাকে হত্যা

আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ

আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ

যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ

যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ

এগিয়ে যাবে বাংলাদেশ

এগিয়ে যাবে বাংলাদেশ

টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার

শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার