অনুপম সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত
১৭ এপ্রিল ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৩ পিএম
বাংলাদেশ সীমান্তের টেকনাফ নদীর ওপারে মিয়ানমার। পূর্বের নাম বার্মা। বার্মার আরাকান অঞ্চলের মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গারা এখন সম্পূর্ণ উদ্বাস্তু একটি জাতি। তাদের উপর মিয়ানমার সরকার ও সেখানকার বৃহত্তর জনগোষ্ঠী বৌদ্ধদের নির্মম অত্যাচারের ইতিহাস দীর্ঘ, করুণ ও লোমহর্ষক। সর্বশেষ ২০১৭ সালের জুনে ব্যাপক গণহত্যার শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচানোর তাগিদে।
বাংলাদেশ নিজের বিপুল জনসংখ্যা, ক্ষুধা, দারিদ্র ও নানা সমস্যায় জর্জরিত। এ কারণে প্রথম দিকে সরকার বিপুল সংখ্যায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ¯্রােত ঠেকানোর চেষ্টা করেছিল। কিন্তু শুরু থেকে বাংলাদেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে ছিল রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রাণখোলা ভালোবাসা।
কয়েক বছর আগে মধ্যপ্রাচ্যে, ইরাকে, সিরিয়ায়, আফগানিস্তানে পশ্চিমা দেশগুলোর আগাাসন ও চাপিয়ে দেয়া যুদ্ধের কারণে হাজারো লাখো মানুষ সাগর মগাসাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পশ্চিমা দেশগুলোতে শরণার্থীরূপে ধর্ণা দেয়ার কাহিনী আমরা সংবাদপত্রে পড়েছি। পশ্চিমা প্রত্যেকটি দেশ শরণার্থীদের প্রবেশ ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়াসহ সেনা মোতায়েন করে। পথে পথে সাগর বক্ষে বহু শরণার্থী প্রাণ হারানের করুণ সংবাদ এতটুকুন দয়ার উদ্রেক করেনি এসব দেশের জনগণের কঠিন হৃদয়ে। পশ্চিমা ভ‚খন্ডে উদ্বাস্তু শিবিরগুলোতে মানবেতর জীবনের জীবন্ত চিত্র মিডিয়ার সূত্রে পশ্চিমা বিবেককে নাড়া দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। দুনিয়ার মানুষ দেখেছে মানবাধিকারের প্রবক্তা দেশগুলোর মানুষদের ভেতরের অবস্থাটা কতটা কদর্য।
প্রায় একই সময়ে বিশ^বাসীর সামনে বিপরীত একটি দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের জন্য বাংলাদেশের জনগণের ত্যাগী মনোভাব দেখে বিশ^ বিবেক অবাক হয়েছে। সে সময় দৈনিক ইনকিলাবে প্রাকাশিত আমার একটি নিবন্ধের শিরোনাম ছিল ‘প্রাণের দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশ’। এই নিবন্ধ ও এর শিরোনাম ছিল বাংলাদেশের জনগণের মনোভাবের যৎকিঞ্চিত প্রতিফলন। বাংলাদেশের প্রতিটি মানুষ কীভাবে রোহিঙ্গাদের সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল তার চিত্র তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমার মূল্যায়ন ছিল, দেড় হাজার বছর আগে মক্কা থেকে বিতাড়িত মুহাজির মুসলমানদের মদীনাবাসী আনসারগণ যে উদারতায় বরণ করে নিয়েছিল তার প্রতিচ্ছায় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মাটিতে আরাকানের রোহিঙ্গা শরণার্থীদের বরণ করার বেলায়।
লেখায় এতো দীর্ঘ ভ‚মিকার কারণ এ বিষয়টি স্বতন্ত্রভাবে আলোচনার দাবি রাখে। কারণ রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে বাংলাদেশী জনগণের উদারতার এমন দৃষ্টান্ত ইতিহাসের একটি আলোকিত অধ্যায় হওয়া উচিত। অথচ বিষয়টিকে কেউ এই দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করেছেন বলে আমার জানা নেই।
গরীব দেশে সমস্যা জর্জরিত হওয়া সত্তে¡ও বাংলাদেশীরা এমন ত্যাগ ও সহমর্মিতা দেখানোর শিক্ষা নিশ্চয়ই ইসলামের কাছ থেকে পেয়েছে। মদীনার আদর্শে বাংলাদেশের জমিনে দীর্ঘদিনের লালিত সংস্কৃতি ও ধর্মীয় আবহের প্রতিচ্ছায়া আমাদের মন ও সমাজের উপর ছায়া বিস্তার করে আছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রাক্কালে এক খুতবায় বলেছিলেন, তোমাদের উপর এক মহান মাস, রমজান মাস ছায়াপাত করেছে। এই মাসের অন্যতম পরিচয় এটি সহমর্মিতার মাস। বস্তুত রমজানে ইসলামী ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার অনুশীলন হয় আল্লাহর ইবাদতের পবিত্র চেতনা নিয়ে।
রাজনৈতিক নেতাদের নির্বাচনী বক্তৃতায় গরীব দরদীর শ্লোগান উচ্চারিত হওয়া বিচিত্র নয়। কিন্তু একটানা এক মাস দিনের বেলা নিজে উপবাস থেকে গরীব দুঃখির দুঃখ অনুভব এবং নিজের অভাব থাকা সত্তে¡ও অপর ভাইয়ের সাহায্যে হাত প্রসারিত করার তাড়া একমাত্র রোজাদাররাই অনুভব করতে পেরেছে। রমজানে ধনীরা জাকাত দেয়, সদকা দেয়। অপেক্ষাকৃত গরীবরাও সামর্থ অনুযায়ী সাদকা দেয়, সহমর্মিতার প্রমাণ উপস্থিত করে ইফতারে, ঈদুল ফিতরের দিন সাদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে। অপর ভাইয়ের প্রতি সাহায্যের হাত প্রসারিত করার এই অনুশীলন প্রতিটি মুমিন মুসলমানের প্রাত্যহিক রুটিনের অন্তর্ভুক্ত। এখান থেকেই জন্ম নিয়েছে আমাদের মনে ও সমাজে ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে বরণ করে নেয়ার মতো উদার মনোবৃত্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা হল-
হযরত আবূ হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কষ্টসমূহের মধ্য থেকে কোনো কষ্ট দূর করে দেবে বিনিময়ে আল্লাহ তার কিয়ামত দিবসের কষ্টসমূহের মধ্য থেকে একটি কষ্ট দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো দুঃখকষ্টে পতিত ব্যক্তির দুঃখ সহজ বা লাঘব করে দিবেন বিনিময়ে আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের কঠিন বিষয়কে সহজ করে দিবেন। এমনিভাবে যে ব্যক্তি কোনো মুসলমানের দোষত্রæটি গোপন রাখবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ-ত্রæটি গোপন রাখবেন। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাঁর বান্দার সহযোগিতায় থাকেন যতক্ষণ বান্দা তার অপর ভাইয়ের সহযোগিতা করতে থাকে। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য বেহেশতের পথ সহজ করে দেন। যখন কোনো দল আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো একটি ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব (কুরআন শরীফ) তিলাওয়াত করে এবং তাদের পরস্পরের মধ্যে তা আলোচনা করে তখন তাদের উপর প্রশান্তি অবর্তীর্ণ হয়, রহমত তাদের ঢেকে ফেলে, ফেরেশতাগণ তাদের পরিবেষ্টন করে রাখেন এবং আল্লাহ তাআলা তার নিকটস্থ ফেরেশতাদের কাছে তাদের কথা উল্লেখ করেন। আর যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না। (মুসলিম)
ইসলামের এই শিক্ষাকে প্রতিটি মানুষের চিন্তায়, বিশ^াসে. জীবন দর্শনে অনুভবে দোল দেয়ার মতো করে অত্যন্ত সহজ ও সরল ভাষায় ব্যক্ত করেছেন রহস্যজ্ঞানী সাধক কবি মওলানা রূমী (র)। সৃষ্টিকর্তার কাছে যাওয়ার স্পৃহা প্রতিটি মানুষের মনের লালিত স্বপ্ন। এই কাছে যাওয়া ও তার প্রিয়ভাজন হওয়ার একটি সহজ সরল পথ আছে। তা হল আল্লাহর ভয়ে ও ভালোবাসায় দুচোখের পানি ছেড়ে দেওয়া। দু‘নয়ন অশ্রæসিক্ত করা। যদি বল যে, এ-তো কঠিন কাজ। আমার অন্তর ধূ ধূ বালুচর। চোখের পানি আসবে কোত্থেকে। মওলানা বলেন, সহজ পথটি বলছি শোনো:
যাদের চোখে নিত্য বর্ষাকাল, দুঃখে দুর্দশায় সংসারের ঘানি টানতে ক্লান্ত, যাদের মনের বেদনা প্রকাশের একমাত্র ভাষা চোখের পানি, অসহায়, গরীব অনাথ, মজলুম, এতিম যারা নিরব কান্নায় বুক ভাসায় তাদের কাছে যাও, তাদের দয়া দাও, মায়া দেখাও, তাহলে আসমান হতে দয়া অবারিত হবে তোমার উপর।
আশ্ক খাহি রাহম কুন বার আশ্কবার
রাহম খাহি বর যয়ীফান রাহ্ম আর
অশ্রæ চাও, দয়া কর অশ্রæসিক্তদের উপর
দয়া পেতে চাও দয়া কর দুর্বলদের উপর। (মসনবী শরীফ)
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বেনাপোলে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
১০ দিনের সফরে বাংলাদেশে মসজিদুল আকসার ইমাম
ইলন মাস্কের ডানপন্থী নেতাদের সমর্থন নিয়ে যুক্তরাজ্যে বিতর্ক
থেমে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় এক্সপ্রেসওয়েতে নিহত ২, আহত ৫
সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
৭ বিয়ে নিয়ে যা বললেন সোহেল তাজ
তিউনিসিয়ায় দুই নৌকাডুবিতে ২৭ অভিবাসীর মৃত্যু
লাস ভেগাসে সাইবারট্রাক বিস্ফোরণ: বিশেষ বাহিনীর সেনার আত্মহত্যা
৮ ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ার তাপমাত্রা, বাড়ছে জনদুর্ভোগ
আরিচা-কাজিরহাট ফেরি ৬ ঘণ্টা পর আবার চলাচল শুরু
আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা বহিষ্কার
দ.কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার অভিযানের প্রস্তুতি, বিক্ষোভে উত্তাল দেশ
ডাকসু নির্বাচনের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
গাজায় চিকিৎসা সংকট সমাধানে ডব্লিউএইচও প্রধানের আহ্বান
ঢাবি শিবিরের নতুন সভাপতি ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি
ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ে তুমুল যুদ্ধ: অবশেষে সংস্কারের আশ্বাস দিলেন এডিএম
সীতাকুণ্ডে হাত-পায়ের রগ কেটে শ্রমিক দল নেতাকে হত্যা
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ