হজ গাইডে অফিসের পিয়ন গাড়ির ড্রাইভার!
১৮ এপ্রিল ২০২৩, ১১:৩২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:০২ পিএম

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের দেখভাল করার জন্য হজ গাইড নিয়োগে চরম অনিয়ম ও দুর্নীতির স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। হজ গাইড নিয়োগ নীতিমালা লঙ্ঘন করে অফিসের পিয়ন, গাড়ীর ড্রাইভারকে নিয়োগ দেয়ায় খোঁদ ধর্ম মন্ত্রণালয়ে তোলপাড় শুরু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের দোর্দা- প্রতাপশালী একজন উপসচিবের চরম স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতি এবং ক্ষমতার দাপটের দরুণ হজ গাইড নিয়োগে নানা অনিয়মের ঘটনা ঘটেছে। হজের পূর্ব অভিজ্ঞতা ও ধর্মীয় জ্ঞান কিছুই নেই সউদী আরবের রাস্তা ঘাট সর্ম্পকে অজ্ঞ এমন কতিপয় ব্যক্তিকে হজ গাইড নিয়োগ দেয়ায় গাইড নিয়োগ কমিটির সচেতন সদস্যরা চরমভাবে ক্ষুব্ধ। কিন্ত কেউ সাহস করে মুখ খুলতে নারাজ। ধর্ম মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় থেকে গত ১৩ এপ্রিল হজ গাইড নিয়োগের প্রজ্ঞাপনটি তড়িঘড়ি বাতিল ঘোষণা করা হয়েছে। শিগগিরই যাচাই বাছাই করে নতুন হজ গাইড নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হবে।
হজ গাইড নিয়োগে দুর্নীতি, নীতিমালা লঙ্ঘন এবং অনিয়মের বিষয়ে সরেজমিনে জানতে গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) ও গাইড নিয়োগ কমিটির প্রধান মতিউল ইসলামের সাথে তার দপ্তরে গেলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনিয়ম ধরে দিয়ে আপনারা আমাদের উপকার করেছেন। আমি বিষয়টা জানতাম না। সেদিন গাইড নিয়োগ চূড়ান্ত করার সময় মাঝখানে আমি একটু নামাজ পড়তে গেলে এ সুযোগে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। তিনি বিষয়টি নিয়ে ধর্ম সচিবের সাথে আলাপ করবেন বলে জানান। অতিরিক্ত সচিব হজ গাইড নিয়োগে নানা অসঙ্গতির বিষয়গুলো এ প্রতিবেদকের কাছে জানার চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে হজ গাইড নিয়োগের ফাইল ধর্ম সচিবের দপ্তর থেকে তলব করেন। এর পর দুপুরেই হজ গাইড নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি অনিবার্য কারণবশত বাতিলের বিজ্ঞপ্তি জারি হয়। শিগগিরই নতুন হজ গাইড চূড়ান্ত করে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে বলেও উল্লেখ করা হয়।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ প্রায় ৭ লাখ টাকা নির্ধারণ করা হলে পরবর্তীদের প্রায় ১১ হাজার টাকা কমানো হয়। এ বছর হজযাত্রীদের কতিপয় গাইড নিয়োগ করা হয়েছে গাড়ীর ড্রাইভার, অফিসের পিয়ন এবং হজ করেনি এমন ব্যক্তিদের। এদের নিয়োগ করতে গিয়ে বাদ দেয়া হয়েছে অনেক দক্ষ আলেম এবং অভিজ্ঞ হজ গাইডকে। নিয়োগপ্রাপ্ত গাইডদের অনেকেরই হজের কোন পূর্ব অভিজ্ঞতা নেই। তারা হজের আরকাম আহকাম জানেন না। সউদী আরবের পথঘাট চিনেন না। তাদের নিজের জন্য আলাদা গাইড প্রয়োজন। এমন ব্যক্তিদের হজ গাইড নিয়োগ করা হয়েছে। অথচ হজ গাইড নিয়োগের সরকারি নীতিমালায় গাইডদের ইতিপূর্বে হজের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এ নীতিমালার তোয়াক্কা না করে হজ নিয়ন্ত্রণকারী একাধিক কর্মকর্তার সিন্ডিকেট ও স্বজনপ্রীতির মাধ্যমে অদক্ষ এবং অযোগ্য গাইড নিয়োগ দেয়। ফলে বিড়ম্বনায় পড়তে যাচ্ছিলেন এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা। বিষয়টি নিয়ে ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সরকারি ব্যবস্থায় হজযাত্রীদের জন্য গাইড নিয়োগের উদ্দেশ্যে ইতিপূর্বে সরকার হজ গাইড নীতিমালা তৈরি করেন। উক্ত নীতিমালায় প্রতি ৪৪ জন হাজীর জন্য ১ জন গাইড রাখার ব্যবস্থা করা হয়। এতে গাইডদের ইতিপূর্বে হজব্রত পালনের অভিজ্ঞতা, বয়স ৪০-৬০ বছর বাধ্যতামূলক এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিতদের অগ্রাধিকারসহ কতিপয় শর্ত নির্ধারণ করা হয়। কিন্তু গত ১৩ এপ্রিল প্রকাশিত হজ গাইডদের তালিকায় দেখা যায় হজ গাইড নিয়োগের ক্ষেত্রে এ নীতিমালাসমূহ সম্পূর্ণ অমান্য করা হয়েছে। যাদের গাইড হিসেবে নিয়োগ করা হয়েছিল তাদের অনেকের হজের পূর্ব অভিজ্ঞতা কোনটিই ছিল না। ধর্মীয় শিক্ষা তো দূরের কথা-সাধারণ শিক্ষাও নেই।
তাদের কেউ কেউ গাড়ীর ড্রাইভার কিংবা অফিসের পিয়ন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের গাড়ীর ড্রাইভার মাসুক আহদে (গাইড তালিকায় ক্রমিক ১৮১) হজ গাইড হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি পড়ালেখা জানেন না। অথচ তার অধীনে হাজী রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তারা। ঘাটাইল উপজেলার আনিসুর রহমান (গাইড তালিকায় ক্রমিক ১৮২), লুৎফর রহমান (গাইড তালিকায় ক্রমিক ২১৪),সহ কয়েকজন ব্যক্তি ইতিপূর্বে কখনো হজেও অভিজ্ঞতা নেই। একইভাবে বয়স ৪০ না হওয়া সত্ত্বেও ময়মনসিংহের নেয়ামত উল্ল্যাহ (গাইড তালিকায় ক্রমিক ২১৪) নিয়োগ পেয়েছিল।
হজ গাইড নিয়োগের জন্য জেলা পর্যায়ে কোন আবেদন না করেও গাইড নির্বাচিত হয়েছিলেন ময়মনসিংহের আব্দুস সালাম (গাইড তালিকায় ক্রমিক ২১৪)। আশকোনা হজ অফিসে অনুষ্ঠিত পরীক্ষা শেষে ফলাফলে তার নাম নেই। কিন্ত ধর্ম মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রজ্ঞাপনে তার নাম মুদ্রিত হয়ে তিনি গাইড নির্বাচিত হন। টাঙ্গাইল জেলায় হজ গাইড হওয়ার কথা ৪ জন । সেখানে গাইড হয়েছে ৮ জন। শুধু ঘাটাইল উপজেলা থেকে হজ গাইড নিয়োগ পেয়েছেন ৫ জন। ধর্ম মন্ত্রণালয়ের হজ নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের একজন ক্ষমতাধর উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের শ্বশুরবাড়ী ঘাটাইল উপজেলায় বলে জানান মন্ত্রণালয় সূত্র। এ নিয়ে নানা কানাঘুষা চলছে।
গাইড নিয়োগ কমিটির সদস্য সচিব ও হজ অফিসের পরিচালক হজ সাইফুল ইসলাম প্রায় অর্ধযুগ ধরে এ পদে আসীন আছেন। প্রতি বছর গাইড নিয়োগের সময় তিনি নির্বাচিতদের তালিকায় ইচ্ছা করে একজনের নাম ২ বার করে লিখে ৪/ ৫জন গাইডের নাম অতিরিক্ত লিখেন বলে অভিযোগ রয়েছে। পরে গেজেট করার সময় ২ বার নাম লেখা জায়গায় অযোগ্য লোকদের নাম ঢুকিয়ে দেন। এ বছরও তাই করেছেন। এ ব্যাপারে গতকাল পরিচালক হজ সাইফুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তবে গতকাল হজ গাইড নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের ঘটনা স্বীকার করেছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

জে-হোপের সুইট ড্রিমস

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন