ঈদে কোথাও মেঘ-বৃষ্টি কোথাও গরমের তেজ

Daily Inqilab শফিউল আলম

২১ এপ্রিল ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৭ পিএম

কালবৈশাখী ঝড়ের সাথে বিক্ষিপ্ত বর্ষণের আভাস
রহমতের বৃষ্টির জন্য সারা দেশে মানুষের আকুতি
“আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে...”। চৈত্রের পর বৈশাখ মাসে এসেও টানা প্রায় তিন সপ্তাহ যাবৎ কড়া সূর্যের ঠা ঠা রোদের তেজ। পুড়ছে সারা দেশ। অসহনীয় ভ্যাপসা গরমে-ঘামে দুর্বিষহ জীবনযাত্রা। রোজাদারদের হাঁসফাঁস অবস্থা। দিনে এনে দিনে খাওয়া, হতদরিদ্র, কুলি-মজদুরসহ নিম্নআয়ের মানুষের আয়-রোজগার কমে গেছে বৈরী আবহাওয়ায়। কৃষক ও খামারীদের কপালে চিন্তার ভাঁজ। খরতাপে হাঁপাচ্ছে মানুষ, প্রাণিকুল।

ফল-ফসল, শাক-সবজির মাঠ পুড়ে খাক। টানা অস্বাভাবিক গরমে জ্বর-কাশি, সর্দি, ডায়রিয়া, আমাশয়, শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন রোগব্যাধিতে ভুগছে প্রায়ই ঘরে মানুষ। হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে অনেকেই। তীব্র তাপদাহের সাথে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, বিভ্রাট ও পানির সঙ্কটে রোজাদারদের ত্রাহি দশা। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল শনিবার অথবা পরদিন পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ আনন্দের দিনগুলোতে আবহাওয়া-প্রকৃতির মতিগতি কেমন থাকবে? এ নিয়ে সারা দেশের মানুষের কৌতুহল আছে কমবেশি। বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশপানে তাকিয়ে আছে সবাই। রহমতের বৃষ্টিপাতের জন্য ব্যাকুল হয়ে সারা দেশে মানুষ আল্লাহর কাছে আকুল ফরিয়াদ, ইস্তিস্কার নামাজ আদায়, দোয়া-মোনাজাত করছেন।

আবহাওয়া বিভাগ ও বৈশ্বিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, চলমান খর-তাপদাহ, শুষ্ক, রুক্ষ আবহাওয়া পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বৃহত্তর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ অঞ্চলে মেঘ জমতে শুরু করেছে। সিলেটে মৃদু কালবৈশাখী ঝড়ের সাথে গত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসে জলীয়বাষ্প তথা আর্দ্রতার পরিমাণ ক্রমেই বাড়ছে। খুলনা ও রাজশাহী বিভাগ বাদে দেশের অধিকাংশ জায়গায় তাপদাহের দাপট কিছুটা কমে এসেছে। এবার পশ্চিমা বায়ুর সাথে পূবালী বায়ুর সংযোগের অপেক্ষা।

তবে বাতাসে জলীয়বাষ্পের হার যতই বাড়ছে ততই মানুষ গরমে ঘামাচ্ছে বেশি। এ কারণে গরমের অস্বস্তি কমছেই না। ঘামে শরীরের প্রয়োজনীয় পানি কমে গিয়ে এমনকি পানিশূণ্যতায় (ডিহাইড্রেশন) কাহিল হয়ে যাচ্ছে, হাঁপাচ্ছে। হঠাৎ হিটস্ট্রোকেও আক্রান্ত হচ্ছে অনেকেই।

পূর্বাভাস মতে, আজ পবিত্র জুমাতুল বিদা’র দিন থেকে গরমের তীব্রতা কিছুটা কমতে পারে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস বলছে, শনিবার কিংবা রোববার পবিত্র ঈদের দিনে এবং ঈদ পরবর্র্তী দু’তিন দিন বিক্ষিপ্ত-বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও দমকা থেকে ঝড়ো হাওয়া, কোথাও কোথাও শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও তাপপ্রবাহের সাথে থাকতে পারে গনগনে রোদের গরমের তেজ। ঈদের দিনগুলোতে মেঘ-বৃষ্টি-রোদে আবহাওয়া স্থানভেদে একেক ধরনের হতে পারে। সার্বিক গড় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের অনেক জেলা-উপজেলায় তাপপ্রবাহের তীব্রতা গত তিন দিনে কিছুটা কমে এসেছে। এসব বিভাগের অনেক জায়গায় এখন তাপপ্রবাহ নেই। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির ঘরের নিচে নেমে এসেছে। তবে খুলনা ও রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহ এখনও তীব্র। দেশের অনেক জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অনেক জায়গায় অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ। দিন ও রাতের সার্বিক তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে স্থানভেদে ২ থেকে ৫ ডিগ্রি সে. পর্যন্ত বেশি।

২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া জানান, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সমগ্র ঢাকা ও রংপুর বিভাগ এবং বগুড়া, নওগাঁ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
বৃষ্টি, শিলাবৃষ্টি ও তাপমাত্রা কিছুটা হ্রাসের আভাস

গতকাল সন্ধ্যায় আবহাওয়া বিভাগ জানায়, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সে.। এ সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩, চট্টগ্রামে ৩৫, রাজশাহীতে ৪২ দশমিক ৫, ঈশ^রদীতে ৪১ দশমিক ৫, কুষ্টিয়ায় ৪১, যশোরে ৪০ দশমিক ৪, রংপুরে ৩৭ দশমিক ৪, ময়মনসিংহে ৩৫ দশমিক ৪, সিলেটে ৩৪, খুলনায় ৩৭ দশমিক ৬, বরিশালে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এরপরের ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

 

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত
ওমরাহ যাত্রীকে টিকা দেবে সরকার, লাগবে পাসপোর্ট
মালয়েশিয়া হাইকমিশনে পাসপোর্ট বিভাগে দুর্নীতির আখড়া
নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেয়া হবে না :পীর সাহেব চরমোনাই
চব্বিশে তরুণরা অন্যায়-অবিচারের বিরুদ্ধে জেগে ওঠেছে :উপদেষ্টা শারমীন এস মুরশিদ
আরও

আরও পড়ুন

গাকপোর জোড়া গোল,সালাহর মাইলফলকের রাতে লিভারপুলের জয়

গাকপোর জোড়া গোল,সালাহর মাইলফলকের রাতে লিভারপুলের জয়

১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের

১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান

সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

গাজাকে বাসোপযোগী করতে হবে

গাজাকে বাসোপযোগী করতে হবে

ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা

ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান

এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন

জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা

সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন  : লুৎফর রহমান খান আজাদ

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন  : লুৎফর রহমান খান আজাদ

শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন

শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।

আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।