পুলিশকে আজীবন ভালোবেসে যাব
২৮ এপ্রিল ২০২৩, ১০:৪৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৬:৫৩ পিএম
৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরিচ্যুত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির মানবিক পুলিশ খ্যাত কনস্টেবল শওকত হোসেন বলেছেন চাকরি না করলেও আজীবন পুলিশ বাহিনীকে ভালোবেসে যাবেন। গত ১৬ এপ্রিল তার চাকরিচ্যুতির আদেশ জারি করেন সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানা। শুক্রবার এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলে অনেকে হতাশ হন। এর পর শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই পুলিশ প্রশাসনকে দোষী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও দিয়েছেন। এমন পরিস্থিতিতে চাকরিচ্যুত কেন হলেন সে বিষয়টি পরিষ্কার করলেন শওকত হোসেন নিজেই। এ বিষয়ে নিজের অবস্থান জানাতে গতকাল ফেসবুকে লাইভে আসেন তিনি।
লাইভে শওকত বলেন, দেশদ্রোহী কোনো কাজ করে আমি চাকরিচ্যুত হয়নি। আমি নিজেই অব্যাহতি চেয়েছিলাম। তবে গরহাজিরের কারণ দেখিয়ে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই পুলিশকে নিয়ে বিতর্ক না ছড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি।
শওকত আরো বলেন, আমি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতির আবেদন করেছিলাম। কুমিল্লায় পুলিশ সুপার কার্যালয়ে গিয়েও অব্যাহতির আবেদন করি। এর প্রক্রিয়া শেষ হতে অনেক সময় লাগে। কিছু সময় দেরি হয়ে গেছে। ওই সময়টাতেই আসলে অব্যহতির নোটিশটা চলে আসে।
তিনি বলেন, গতানুগতিক নিয়মেই আমি দরখাস্ত করেছি। এটি নিয়ে ভিন্ন ধরনের কথা বলার সুযোগ নেই। আমার অব্যাহতির বিষয়টা গরহাজিরের কারণেই তারা করেছে। আমার ব্যক্তিগত অভিমত যে- বিষয়টা আরো একটু সুন্দর হতে পারতো। আমরা যেভাবে বিদায় নেই; সেভাবেও হতে পারতো। হয়তো অফিসিয়াল জটিলতার কারণে সেটা হয়নি। তারপরও যে সিদ্ধান্ত নিয়েছে- আমি সে সিদ্ধান্ত মেনে নিয়েছি।
গরহাজিরের বিষয়টি নিয়ে শওকত বলেন, আমি গরহাজির ছিলাম। কিন্তু ওই সময়ের মধ্যে আমি বসে থাকিনি। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলাম। মনবিক কাজে নিজেকে আত্মনিয়োগ করেছি। আমি তখন ঘুমাইনি, বিদেশে গিয়ে ঘুরিওনি। চাকরি না করলেও বাংলাদেশ পুলিশকে আজীবন ভালোবেসে যাবেন বলে জানান শওকত।
সদ্য সাবেক পুলিশ সদস্য বলেন, আমি নিজেকে বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য মনে করি। পুলিশ বাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে আমি কাজ করে আসছিলাম দীর্ঘ ১৮ বছর। বর্ণাঢ্য এই জীবনে আমি পুলিশ থেকে অনেক কিছু পেয়েছি। এই জন্য আমি আজীবন কৃতজ্ঞ। যতো দিন বেঁচে থাকব শ্রদ্ধার জায়গা থেকে বাংলাদেশ পুলিশকে স্মরণ করব।
মানবিক কাজ নিয়তিম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শওকত। তিনি বলেন, ২০১০ সাল থেকে মানবিক কাজের সঙ্গে জড়িত। এই পথ চলার পরিসর অনেক বড় হয়েছে। আমার পাশে এখন অনেক মানুষ কাজ করে। এই কাজ আমি সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আন্তর্জাতিকভাবে মানুষ আমাদের মানবিক মানুষ হিসেবে জানুক। আমরা এটিই চাই। বাংলাদেশকে মানবিক কান্ট্রি হিসেবে যেন অন্যান্য দেশ শনাক্ত করে- আমাদের ভিশন এটাই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী নির্মাণের ৩৬ বছরেও মেরামত হয়নি বাস টার্মিনাল
সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের মাঝে এডভোকেট ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ
মুজিব ছিল ভারতীয় নকশা বাস্তবায়নের মূল খেলোয়াড়: মেজর ডালিম বীর উত্তম
মাসুদ-বাবরের রেকর্ড জুটি
ছাত্রলীগের শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতি সোহাগ বেপারী গ্রেপ্তার
বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ : ডেইলি মেইল
প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৩০ মামলার আসামী গ্রেপ্তার
‘ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল হবে না’
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
সিলেটে ক্রিকেট উন্মদনা শুরু
ইসরায়েলের কারাগার থেকে জর্ডানিয়ান চিকিৎসকের মুক্তি
ব্রিজবেন ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন সাবালেঙ্কা
রোহিঙ্গা ঠেকাতে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন
খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীর সাক্ষাৎ
দ. কোরিয়ায় ইউন সুক ইয়োলের গ্রেপ্তার নিয়ে উত্তপ্ত পরিস্থিতি
কাতারে সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী, নিষেধাজ্ঞা তোলার আর্জি
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ৮২ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড–২০২৫
মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৫
হাড়হিম করা সিনেমা দিয়ে হলিউডের বছর শুরু