ঢাকার বায়ুদূষণ বাড়ছে
২৮ এপ্রিল ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:৫৫ পিএম
ঈদের ছুটি শেষ হয়েছে গত সোমবার। এরপর ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। নগরীর পরিচিত দৃশ্য এখনো পুরোপুরি ফিরে আসেনি। নগরীতে মানুষের উপস্থিতি কম। আবার রাস্তাঘাটে যানবাহনও অপেক্ষাকৃত কম। তবে দিন যত যাচ্ছে, নগরীর বায়ুদূষণ তত বাড়ছে। গতকাল এ শহরের বাযু মানের স্কোর ছিল ১০৪। যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। বায়ুদূষণের শীর্ষে ছিল নেপালের কাঠমান্ডু। শহরটির দূষণের সূচকে স্কোর ১৯৪। এরপর ১৬৫ স্কোর নিয়ে দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
বায়ু মানের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি হিসেবে ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ। ঢাকার জন্য বায়ুদূষণ বড় একটি সমস্যা। এ জন্য মোটাদাগে তিনটি কারণ চিহ্নিত করা হয়। সেগুলো হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা। পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে এই তিন কারণের কথা বলা হয়েছে।
বছরের অধিকাংশ সময় শীর্ষ দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা প্রথম বা দ্বিতীয় অবস্থানে থাকে। তবে ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাওয়ায় সাধারণত শহরের বায়ুদূষণের মাত্রা কিছুটা কমতে দেখা যায়। অন্তত ঈদের পরদিন একটি বড় সময় নির্মল বাতাস পায় রাজধানীবাসী। কিন্তু এবার এর ব্যতিক্রম দেখা গেছে। গত ১৩টি ঈদের সময়ের তুলনায় এবারই প্রথম ঢাকার বাতাস ছিল আগের চেয়ে দূষিত। অর্থাৎ ঈদের ছুটিতেও ঢাকাবাসী একটু নির্মল বাতাসে শ্বাস নিতে পারেনি। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুম-লীয় দূষণ অধ্যয়নকেন্দ্র (ক্যাপস) এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে বায়ুর মান পর্যবেক্ষণ করছে। এর মধ্যে ঈদের পরের দু’দিনের বায়ুর মানও তারা পর্যবেক্ষণ করে।
ক্যাপস জানায়, ২০১৭ সালের ঈদুল ফিতরের পরের দু’দিন ঢাকার বায়ুমান সূচক ছিল ৪২ ও ৩৬। ২০১৯ সালের ঈদুল ফিতরের পরদিন ঢাকার বায়ুমান সূচক ছিল ৩৭। একই বছর ঈদুল আজহার পরের দু’দিন রাজধানীর বায়ুমান সূচক ছিল ৪৯ ও ২২। ২০২১ সালে ঈদুল আজহার এক দিন পর ঢাকার বায়ুমান সূচক ৪৪ ছিল। গত বছর ঢাকার বায়ুর মানসূচক ২১ ছিল ঈদুল ফিতরের সকালে। যদিও বিকেলে তা কিছুটা বেড়ে ৪৫ হয়। যেখানে স্বাভাবিক সময়ে এই সূচক ২০০-এর বেশি থাকে। কখনও কখনও তা ৪০০-এর কাছাকাছি চলে যায়। এ বছর ঈদের পরের দু’দিন ঢাকার বায়ুমান ছিল গড়ে ১৩০ থেকে ১৫০।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুজিব ছিল ভারতীয় নকশা বাস্তবায়নের মূল খেলোয়াড়: মেজর ডালিম বীর উত্তম
মাসুদ-বাবরের রেকর্ড জুটি
ছাত্রলীগের শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতি সোহাগ বেপারী গ্রেপ্তার
বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ : ডেইলি মেইল
প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৩০ মামলার আসামী গ্রেপ্তার
‘ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল হবে না’
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
সিলেটে ক্রিকেট উন্মদনা শুরু
ইসরায়েলের কারাগার থেকে জর্ডানিয়ান চিকিৎসকের মুক্তি
ব্রিজবেন ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন সাবালেঙ্কা
রোহিঙ্গা ঠেকাতে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন
খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীর সাক্ষাৎ
দ. কোরিয়ায় ইউন সুক ইয়োলের গ্রেপ্তার নিয়ে উত্তপ্ত পরিস্থিতি
কাতারে সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী, নিষেধাজ্ঞা তোলার আর্জি
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ৮২ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড–২০২৫
মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৫
হাড়হিম করা সিনেমা দিয়ে হলিউডের বছর শুরু
৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে হবে- আবুল কালাম আজাদ সিদ্দিকী
ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় ১ হাজার মসজিদ ধ্বংস করেছে