টিকটকে প্রেম অসম বিয়ে অতঃপর খুন!
২৯ এপ্রিল ২০২৩, ১০:৪২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৫ পিএম
মো. সাখাওয়াত হোসেন (২২) টিকটক ভিডিও বানাতেন। এ সূত্র ধরে পরিচয় হয় রীনা আক্তারের (২৮) সাথে। পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে। তবে বিয়ের ছয় মাস না যেতেই নেশা কেটে যায়, শুরু হয় বিরোধ। এর জেরে স্ত্রীকে শ^াসরোধে হত্যা করেন সাখাওয়াত। খালি বাসায় লাশ ফেলে আশ্রয় নেন সীমান্তবর্তী এলাকায়। আর সেখান থেকে গতকাল শনিবার তাকে ধরে এনেছে র্যাব।
র্যাব জানায়, শুক্রবার রাতে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার দূর্গম সীমান্তবর্তী এলাকা কালিকাবরে আত্মগোপনরত অবস্থা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাখাওয়াত হোসেনের বাড়ি ময়মনসিংহ জেলায়। স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসী দিঘী সড়কে হাজী মাহমুদ মিয়া কলোনির তৃতীয় তলার ১২ নম্বর কক্ষে থাকতেন।
গত ২৫ এপ্রিল ওই বাসা থেকে সাখাওয়াতের স্ত্রী রীনা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। রীনার বাবার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সাখাওয়াত। এ ঘটনায় তার বাবা সাখাওয়াতকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।
র্যাব জানিয়েছে, লাশ উদ্ধারের আগেরদিন ২৪ এপ্রিল দুপুরে সাখাওয়াত ফোন করে রীনার পরিবারের এক সদস্যকে জানান, রীনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে রীনার পরিবার তা বিশ্বাস করেনি। কারণ, সেদিন রীনা তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল। তারা না যাওয়ায় পরদিন রীনার পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু উভয়ের মোবাইল বন্ধ পাওয়া যায়। বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগের পর তারা জানতে পারেন, বাসাটি তালাবদ্ধ অবস্থায় আছে। তখন পুলিশকে খবর দেওয়া হলে তালা ভেঙে বিছানার ওপর চাদর দিয়ে মোড়ানো লাশ উদ্ধার করে।
গ্রেফতার সাখাওয়াতকে প্রাথমিক জিজ্ঞাসাদের পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব কর্মকর্তারা জানান, রীনা আক্তার কর্ণফুলী ইপিজেডে একটি কারখানায় কর্মরত ছিলেন। পরিবারকে না জানিয়ে ছয় মাস আগে রীনা তার প্রেমিক সাখাওয়াতকে বিয়ে করেন। ঈদ উপলক্ষে সাখাওয়াত ময়মনসিংহে তাদের গ্রামের বাড়িতে রীনাকে বেড়াতে নিয়ে যান। হত্যাকা-ের দিন অর্থাৎ ২৪ এপ্রিল সকালে তারা চট্টগ্রামে ফেরেন। বাসায় ফেরার পর ঝগড়ার জেরে সাখাওয়াত শ্বাসরোধ করে রীনাকে খুন করে। পরে লাশ চাদর দিয়ে মুড়িয়ে বিছানায় রেখে পালিয়ে যায়।
র্যাব কর্মকর্তারা আরও জানান, তাদের বিয়েটা ছিল অসম। রীনা সাখাওয়াতের চেয়ে ৫-৬ বছরের বড় ছিল। সাখাওয়াত টিকটক করত। টিকটকের সূত্রেই তাদের মধ্যে প্রেম হয়। তবে সাখাওয়াত সংসারের প্রতি সিরিয়াস ছিল না। আবেগের বশে বিয়ে করলেও স্ত্রী কিংবা সংসারের প্রতি দায়িত্ববোধ তার তৈরি হয়নি। বিয়ের পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। ঘটনার দিন ঝগড়ার মধ্যেই স্ত্রীকে গলাটিপে করে খুন করে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু
সিলেটে ক্রিকেট উন্মদনা শুরু
ইসরায়েলের কারাগার থেকে জর্ডানিয়ান চিকিৎসকের মুক্তি
ব্রিজবেন ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন সাবালেঙ্কা
রোহিঙ্গা ঠেকাতে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন
খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীর সাক্ষাৎ
দ. কোরিয়ায় ইউন সুক ইয়োলের গ্রেপ্তার নিয়ে উত্তপ্ত পরিস্থিতি
কাতারে সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী, নিষেধাজ্ঞা তোলার আর্জি
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ৮২ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড–২০২৫
মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৫
হাড়হিম করা সিনেমা দিয়ে হলিউডের বছর শুরু
৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে হবে- আবুল কালাম আজাদ সিদ্দিকী
ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় ১ হাজার মসজিদ ধ্বংস করেছে
সিরিয়ায় সরকারি কর্মচারীদের বেতন ৪০০ শতাংশ বৃদ্ধির ঘোষণা
জুলাই হত্যা : কোনো মামলারই প্রতিবেদন দেয়নি পুলিশ, বলছেন আইনজীবীরা
বাউফল থেকে ৫০ ঘণ্টা পর অপহৃত ব্যবসায়ী উদ্ধার
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
যা আছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে
ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ভোট চাওয়া তাহসানের ভিডিও ভাইরাল