বিএনপির রূপরেখা ষড়যন্ত্রের
০৬ মে ২০২৩, ১০:৪১ পিএম | আপডেট: ০৭ মে ২০২৩, ১২:০৩ এএম
বিএনপিকে অবৈধ দল আখ্যায়িত করে আন্দোলনের নামে দলটি ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সঙ্গে এক যৌথ সভায় তিনি এমন মন্তব্য করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকদের ওই যৌথসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের ওই যৌথ সভায় চলতি মাসের ১৭ মে দলীয় প্রধান শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কিভাবে করা হবে তা নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করতে দলের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বেশ কিছু নির্দেশনা দেয়া হয়। তবে বর্তমানে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফররত দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরে সংবর্ধনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি।
যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামশুন নাহার চাপা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দফতর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন প্রমুখ।
সভার সভাপতি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা (বিএনপি) আজকে মিটি সিটিং করছে, গোপন বৈঠক করছে। এখন নাকি রূপরেখা তৈরি করবে। এ রূপরেখা আন্দোলনের নয়, এ রূপরেখা ষড়যন্ত্রের। চক্রান্তের রূপরেখা তারা এখন তৈরি করছে। এটা রাজনীতি নয়, এটা বাংলাদেশের বিকাশমান উন্নয়নশীল দেশের অর্থনীতিকে আক্রমণ করার জন্য তারা ষড়যন্ত্র করছে। এখন তাদের টার্গেট আমাদের অর্থনীতি। যে অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে প্যান্ডেমিকের পরেও ঘুুরে দাঁড়িয়েছে। যে অর্থনীতি বিশ্ব ব্যাংক, আইএমএফের মতে সমৃদ্ধির স্বপ্ন দেখছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বুঝে ফেলেছে, আগামী নির্বাচনে জনগণের ভোটে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই, নির্বাচনে হেরে যাবে। সেই জন্য তারা নির্বাচনকে ভয় পায়। তারা এখন চাচ্ছে ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। এ সরকারকে চোরাগোপ্তা চক্রান্তের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে। এটাই তাদের টার্গেট, সেই রূপরেখাই তারা তৈরি করছে।
ওবায়দুল কাদের আরও বলেন, আমার অবাক লাগে, মির্জা ফখরুল কী করে বলেন যে, অনির্বাচিত সরকার, অবৈধ সরকার। মির্জা ফখরুল আর বিএনপি নেতাদের লজ্জা করে না! বিএনপি এখন বাংলাদেশে অবৈধ দল।
তিনি এসময় প্রশ্ন রেখে কাদের বলেন, অবৈধ ব্যক্তি যে দল গঠন করে পদে থাকেন, সে দলটি কী বৈধ? ফখরুল সাহেব, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি মহাসচিব থাকার বৈধ অধিকার হারিয়ে ফেলেছেন। আপনি দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে, বিএনপির গঠনতন্ত্র লঙ্ঘন করে আজকে দলের জাতীয় কাউন্সিল না করে এক যুগ ধরে পদে আছেন। আপনি নিজেই তো অবৈধ, আপনার দলও অবৈধ। আপনার দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে আপনারা আছেন।
তিনি বলেন, আজকে বিএনপি ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। কিন্তু আপনাদের এই দলের কোনো বৈধতা নেই। যাদের নিজেদের দলের গণতন্ত্র নেই, তারা দেশকে গণতন্ত্র কীভাবে দেবে। সম্মেলন নাই, সব পকেট কমিটি, লন্ডন থেকে ফরমায়েশ করে পকেট কমিটি দিয়ে বিএনপি চলে। টপ টু বটম পকেট কমিটি।
ওবায়দুল কাদের বলেন, অনেকের অন্তর্জ্বালা আছে আমরা জানি। বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা হিংসা করে, তারাসহ বিএনপি এ সফর নিয়ে বিষোদ্গার করতে শুরু করেছে।
তিনি বলেন, বিশ্ব সঙ্কটের প্রভাব আমাদের জনজীবনে অনিবার্যভাবে এসে পড়েছে। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এ সফরকে যদি কেউ বিবেচনা করে তাহলে এটি হবে একটি ঐতিহাসিক সফর।
তিনি আরো বলেন, বাংলাদেশকে অপবাদ দিয়ে যে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়েছিল, সেই বিশ্ব ব্যাংকের সভাপতি আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করে সংবর্ধনা দিয়েছেন।
তিনি বলেন, অনেকের অন্তরে জ্বালা আছে। শেখ হাসিনার এত উন্নয়ন, এত অর্জন যাদের সহ্য হয় না। তারাই আজকে শেখ হাসিনার সফর নিয়ে কটাক্ষ করছে। শেখ হাসিনা নাকি খালি হাতে ফিরে আসবেন।
সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, আমি বিএনপি সেতাদের বলব, যারা বলেন প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরে আসবেন, বিশ্ব ব্যাংকের নতুন সভাপতির বক্তব্যটা একটু পড়–ন, ভাষাটা একটু পড়–ন। বিশ্ব ব্যাংক প্রধান, আইএমএফ প্রধান প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন তারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি