ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
সংসদীয় কমিটিতে এমপিরা বলেন

রাস্তাঘাটের বেহালে কটু কথা শুনতে হয়

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৭ মে ২০২৩, ১১:০৭ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ১২:০০ এএম

রাস্তাঘাটের বেহাল দশার কারণে এমপিরা এলাকায় যেতে বিব্রত বোধ করছেন। এলাকার রাস্তাঘাটের বেহাল দশায় জনগণের গালমন্দ ও কটু কথা শুনতে হচ্ছে তাদের। এসব গ্রামীণ রাস্তাঘাট তৈরি, মেরামত ও সংস্কার কাজের সঙ্গে সম্পৃক্ত না হয়েও জনপ্রনিধি হওয়ার কারণে তাদের জবাবদিহি করতে হচ্ছে। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির আলোচনায় এ বিষয়টি উঠে এসেছে। গত ৩০ মার্চ অনুষ্ঠিত কমিটির ১৫তম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই আলোচনার বিষয়টি কার্যবিবরণী আকারে গত ৩ মে অনুষ্ঠিত বৈঠকে তোলা হলে তা অনুমোদন দেওয়া হয়।

ওই বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন বিগত অর্থবছরে মেরামত ও সংস্কার কাজে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ পাওয়ার কথা উল্লেখ করে বলেন, ওই টাকায় অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে উপজেলা সড়ক এবং পরবর্তীকালে গ্রামীণ গুরুত্বপূর্ণ সড়ক মেরামত ও সংস্কারের কার্যাদেশ দেওয়া হয়। এসব কাজের ৭৫ শতাংশ বাস্তবায়নের পর নির্মাণ সামগ্রীর মূল্য বাড়ার কারণে কাজের গতি মন্থর হয়। নির্মাণ সামগ্রীর বর্তমান বাজার মূল্য অনুযায়ী, মূল্য পুন:নির্ধারণ হওয়ায় ওই কাজগুলো চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শাহে আলম বলেন, এলাকার রাস্তাঘাটের বেহাল দশার কারণে স্থানীয় সংসদ-সদস্যদের গালিগালাজসহ নানা রকম কটূক্তি শুনতে হচ্ছে। কিন্তু এ রাস্তা তৈরি, মেরামত ও সংস্কার কাজের সঙ্গে সংসদ সদস্যরা জড়িত নন।

নিজের নির্বাচনি এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানকার ২০০-৩০০ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে আছে এবং অনেকগুলো রাস্তার কাজ শুরু হয়েও থেমে আছে। এ কারণে মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। তিনি বর্ষা মৌসুম আসার আগেই এসব রাস্তা জরুরি ভিত্তিতে মেরামত বা সংস্কার করার অনুরোধ জানান।

জাতীয় পার্টির এমপি (রংপুর-১) ও বাস মালিক সমতিরি সভাপতি মসিউর রহমান রাঙ্গা ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রামীণ রাস্তাগুলোর বেহাল দশার কারণে জনসাধারণের যাতায়াতে সমস্যা হচ্ছে। এ কারণে তাদের নির্বাচনি এলাকায় যেতে বিব্রতবোধ হয়। রাস্তার কাজের কার্যাদেশের মূল্য পুননির্ধারণ হলেও রাস্তার সংস্কার বা মেরামত কাজ খুব মন্থর গতিতে চলছে। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই এসব রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান। এছাড়া গ্রামীণ কোন রাস্তার কাজ কখন শুরু করা হবে, তা অবহিত করার পাশাপাশি এসব কাজের উদ্বোধন স্থানীয় সংসদ-সদস্যদের দিয়ে করানোর প্রস্তাব করেন। তিনি রাস্তার ওপর খড় শুকানো বন্ধ, নতুন ড্রেনেজ ব্যবস্থা করা এবং বিদ্যমান ড্রেনগুলোর সংস্কার করার অনুরোধ জানান।

এ সময় বাস মালিক সমিতির সভাপতি রাঙ্গা পৌর টার্মিনালের বাইরে রাস্তায় যত্রতত্র ট্রাক থেকে চাঁদা উঠানোর অভিযোগ করে বলেন, এসব কারণে পরিবহন শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। টার্মিনালের বাইরে মধ্যবর্তী কোনও অবস্থানে যাতে কোনও চাঁদা তোলা না হয়, সে ব্যাপারে কমিটির সুপারিশ প্রত্যাশার পাশাপাশি ইতোপূর্বে জারিকৃত চিঠির কপি আবারও পৌরসভাগুলোকে পাঠানোর অনুরোধ করেন।

পরে কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ বিগত বন্যায় সিলেটের ক্ষতিগ্রস্ত রাস্তাসহ দেশের সব রাস্তা আগামী বর্ষা মওসুম আসার আগেই দ্রুত মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করার পরামর্শ দেন। পরে বেশি ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামতের সুপারিশ আসে কমিটির পক্ষ থেকে। অবশ্য এ কাজ অব্যাহত রয়েছে বলে বৈঠকের অগ্রগতি প্রতিবেদনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

অশান্ত মণিপুরে সেনা টহল

অশান্ত মণিপুরে সেনা টহল

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী