ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
রোদ ঝলমল বৈশাখে হাওর অঞ্চলের কৃষকের জন্য ‘সোনার বৈশাখ’ :: রোদ থাকায় ২ সপ্তাহ আগেই গোপালভোগ ও গোবিন্দভোগ আম এসেছে বাজারে ষ বৈশাখী রোদ ফল-ফসলের জন্য খুবই দরকারি : কৃষিবিদ মো. জাকির হাসনাত

বৈশাখের খরায় কৃষকের মুখে হাসি

Daily Inqilab রফিক মুহাম্মদ

০৮ মে ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ০৯ মে ২০২৩, ১২:০৪ এএম

কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি উৎপাদন আবহাওয়ার ওপর অনেকটাই নির্ভরশীল। ফসল উৎপাদনের জন্য জলবায়ুর বিভিন্ন উপাদানের একক ও সমন্বিত প্রভাব রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো বৃষ্টি ও তাপমাত্রা। এবার বৈশাখের খরা দেশের বেশির ভাগ অঞ্চলে কৃষকের জন্য শাপে-বর হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে হাওর অঞ্চলের কৃষকদের জন্য এ বৈশাখ ‘সোনার বৈশাখ’ হিসেবে আখ্যা পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় হাওরে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। হাওরে ফলন এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আর বৈশাখে ঝড়, বৃষ্টি না থাকায় কৃষক তাদের সে স্বপ্নের ফসল রোদে ধান শুকিয়ে ঘরে তুলতে পেরে অনেক খুশি।

হাওরে ধান কাটা শেষ। মাঠে পড়ে আছে কাটা ধানের নাড়া। প্রতিটি অস্থায়ী খলায় শেষ মুহূর্তে ধান ও খড় শুকানোর কাজে ব্যস্ত কৃষক। রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় সহজেই শুকিয়ে যাচ্ছে ধান। এরপর তা বস্তায় ভরে গোলায় তুলছে কৃষক। খড় শুকিয়ে আপাতত স্তূপ বা লাছি করে হাওরের কান্দায় (উচু স্থানে) রেখে দিচ্ছেন কৃষক। খলা থেকে সব ধান বাড়ির গোলায় চলে গেলে ঐতিহ্য অনুযায়ী উৎসব করে লাছি করবেন তারা। এতে একে-অন্যকে সহযোগিতা করবেন কৃষকরা। এ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ খানাপিনার।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আঙ্গাউড়া নোওয়াগাঁও গ্রামের কৃষক শাহাদাত বলেন, ছায়া, ভরাম ও ভা-াবিল হাওরে তার বোরো ধানের জমি। এক সপ্তাহ আগেই তার ধান কাটা শেষ। এবার ৪২ একর জমিতে ৭০০ মণ ধান পেয়েছে। অন্যান্য বছরের চাইতে সে এবার ১০০ মণ ধান বেশি পেয়েছে। অতিরিক্ত ধান রাখার জন্য তাকে একটি নতুন গোলা তৈরি করতে হয়েছে। ৫৫ বছর বয়সে এমন সুন্দর রোদ ঝলমল বৈশাখ দেখেননি তিনি। শাহাদাতের মতো হাওর এলাকার সব কৃষকই এবার খুশি।

শুধু ধান নয় বৈশাখী এই রোদ গ্রীষ্মকালীন ফলের জন্যও খুব ভালো। এই রোদের জন্য আম এবার সময়ের আগেই বাগান থেকে পাড়তে শুরু করেছেন চাষিরা। এতে কালবৈশাখী ঝড়ের কবল থেকেও রক্ষা পাচ্ছেন চাষিরা। বৈশাখী রোদে কাঁঠালও পাকবে তাড়াতাড়ি। লিচুও আগাম বাজারে আসবে। জৈষ্ঠকে ফলের মধু মাস বলা হয়। তবে এবার বৈশাখের শেষের দিকে ইতোমধ্যেই ফলের বাজারে এসে গেছে রাজশাহী ও সাতক্ষীরা অঞ্চলের গোপালভোগ, গোবিন্দভোগসহ গুটি জাতের আম। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন জাতের আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে। সে অনুসারে সকল প্রকার গুটি আম ১৫ মে, গোপালভোগ ২০ মে, লক্ষনভোগ/লক্ষনা ও রানীপছন্দ ২৫ মে, হিমসাগর/ক্ষিরসাপাত ২৮ মে, ল্যাংড়া ৬ জুন, আমরূপালি ১৫ জুন, ফজলী ১৫ জুন, আশ্বিনা ১০ জুলাই, বারী আম-(৪) ১০ জুলাই।

রাজশাহীতে গত ৫ মে থেকে আম পাড়া শুরু হয়েছে। গত বছর শুরু হয়েছিল ১৩ মে থেকে। সে হিসেবে এবার আম পাড়ার সময় প্রায় ২ সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম উৎপাদক ও বিশেষজ্ঞদের সঙ্গে গত ৪ মে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষি বিশেষজ্ঞরা জানান, আবহাওয়ার কারণে অর্থাৎ এবার রোদ থাকায় ইতোমধ্যে গুটি জাতের আম পেকে যাওয়ায় বিশেষজ্ঞ ও উৎপাদকরা সভায় এই জাতের আম পাড়ার সময় এগিয়ে নিয়ে আসার পরামর্শ দেন। অন্যান্য জাতের আম পাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

আম চাষিরা জানান, তারা এবার তাদের বাগানের যতœ সঠিক ভাবে নিয়েছেন এবং আমগুলো পর্যাপ্ত সূর্যের আলো পেয়েছে। তাই গুটি জাতের আম আগেই পেকেছে। কিছু বাগানে পাকা আম ঝরেও পড়ছে।

রাজশাহীর আম চাষি খায়রুল ইসলাম বলেন, এবার অন্য জাতের আমও গতবারের চেয়ে অন্তত ১ সপ্তাহ আগে পাকা শুরু করবে। তিনি বলেন, এপ্রিলের প্রথম দিকে ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে মারাত্মক খরা পরিস্থিতি বিরাজ করছিল। এই পরিস্থিতির কারণে আম পেকে গেছে।

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জাকির হাসনাত ইনকিলাবকে বলেন, ফল-ফসলের ভালো উৎপাদনের জন্য আবহাওয়ার যে দু’টি উপাদান সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো রোদ এবং বৃষ্টি। এবার চৈত্রে বেশ খরা থাকায় বোরো উৎপাদন নিয়ে অনেকে চিন্তিত ছিলেন। তবে শেষ পর্যন্ত বৃষ্টি হওযায় বোরোর বাম্পার ফলন হয়েছে। একই সাথে মৌসুমী ফলেরও ভালো ফলন হয়েছে। বর্তমানে বৈশাখে যে রোদ যাচ্ছে এটা কৃষকের জন্য খুবই প্রয়োজন। বোরো চাষিরা এই রোদে ধান শুকিয়ে গোলায় তুলছেন খুব আনন্দের সাথে। একই সাথে এই রোদে কাঁঠালসহ আম লিচুও তাড়াতাড়ি পাকতে শুরু করবে। তবে টানা খরা হলে আম লিচু ফলনে কিছু ক্ষতি হতে পারে। তাই এ জন্য রোদের পাশাপাশি মাঝে মাঝে বৃষ্টিরও প্রয়োজন রয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ওসমানী হাসপাতালের দুই কর্মচারীকে বরখাস্ত

ওসমানী হাসপাতালের দুই কর্মচারীকে বরখাস্ত

রোমাঞ্চকর মিলান ডার্বিতে ইন্টারের হার

রোমাঞ্চকর মিলান ডার্বিতে ইন্টারের হার

ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে নতুন উচ্চতায় চীন

ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে নতুন উচ্চতায় চীন

মধ্যরাতে রাজধানীর সড়কে সড়কে সেনা চেকপোস্ট

মধ্যরাতে রাজধানীর সড়কে সড়কে সেনা চেকপোস্ট

বিপন্ন মেরু ভালুককে গুলি করে হত্যা, তোপের মুখে আইসল্যান্ডের পুলিশ

বিপন্ন মেরু ভালুককে গুলি করে হত্যা, তোপের মুখে আইসল্যান্ডের পুলিশ

বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নদীতে মেহেদী রাঙা হাতে ‘আই লাভ ইউ’ লেখা যুবতীর লাশ উদ্ধার

নদীতে মেহেদী রাঙা হাতে ‘আই লাভ ইউ’ লেখা যুবতীর লাশ উদ্ধার

গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা, সমালোচনার ঝড়

গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা, সমালোচনার ঝড়

বড় জয়ে হোয়াইটওয়াশ এড়াল দ. আফ্রিকা

বড় জয়ে হোয়াইটওয়াশ এড়াল দ. আফ্রিকা

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে