আ.লীগের টার্গেট মেয়র কাউন্সিলর পদ উন্মুক্ত
০৯ মে ২০২৩, ১০:৩৯ পিএম | আপডেট: ১০ মে ২০২৩, ১২:০৪ এএম
সিলেট সিটি নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে দেখা যেতে পারে এবার রেকর্ড সংখ্যক প্রার্থীর তৎপরতা। এ সংখ্যা ৫০০ জনে ছাড়াতে পারে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট ৩৫৫ জন মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৩৫০ জন। তবে গতকাল মেয়র পদে নতুন করে মনোনয়ন ফরম কেউ সংগ্রহ করেননি। কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহকারীদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। নগরীর প্রতিটি ওয়ার্ডেই প্রচারণা চালাচ্ছেন তারা। তাদের সবাই সমর্থন পাওয়ারও আশা করছেন আওয়ামী লীগের। তবে, তাদের কাউকেই দলের সমর্থন দেয়নি বলে জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি বলেন, কাউন্সিলর পদে আমরা কাউকে সমর্থনও দিচ্ছি না, কাউকে বসতেও বলছি না। আমরা চাই কেন্দ্রে ভোটার আসুক, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। কাউন্সিলর পদে দলের কেউ নির্বাচন করলে তাতে বাধা থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি বলেন, কাউন্সিলর পদে দল থেকে কাউকেই সরাসরি মনোনয়ন বা সমর্থন দেওয়া হচ্ছে না। কাউন্সিলর পদ থাকছে সবার জন্য উন্মুক্তই।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডেই তাদের একাধিক নেতা প্রার্থী হচ্ছেন। দল থেকে কাউকে সমর্থন না দিলেও এদের কৌশল প্রথমে দলের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ নিয়ে দোয়া চাইছেন। পাশাপাশি কর্মীসভা বা পাড়া-মহল্লায় মতবিনিময় সভার নামেও চাইছেন ভোট। প্রতিদিন কোনো না কোনো পাড়া-মহল্লা সম্ভাব্য প্রার্থীদের কর্মসূচি থাকছেই। এদিকে, সিলেট বিভাগের বিভিন্ন পৌর মেয়রদের সাথে মতবিনিময় করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আগামী ২১ জুন সিসিক নির্বাচনে প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে নৌকা মার্কা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নৌকাকে বিজয়ী করতে সবাইকে কাজ করতে করতে হবে। তিনি পৌর মেয়রদের নৌকার প্রচারণায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান। মতবিনিময় সভায় মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক দিয়ে আমাকে যে সম্মান দিয়েছেন আমি তার মান রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আমাকে মেয়র নির্বাচিত করলে আমি আপনাদের মুখ ছোট হয় এমন কোন কাজ কখনোই করবো না। সবার পরামর্শ নিয়েই আমি সিটি কর্পোরেশনকে পরিচালিত করবো। তিনি নির্বাচনে পৌর মেয়রদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। এসময় সিলেট বিভাগের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সকল পৌরসভার মেয়রবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত মেয়রবৃন্দ নৌকা মার্কাকে বিজয়ী করতে তাদের অবস্থান থেকে কাজ করার আশ্বাস দেন এবং সিলেট শহরে বসবাসরত তাদের স্ব-স্ব পৌরসভার নাগরিকবৃন্দকে আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন- মৌলভী বাজার পৌর সভার মেয়র ফজলুল রহমান, কুলাউড়া পৌর মেয়র প্রিন্সিপাল সিপার উদ্দিন আহমদ, বড়লেখা পৌর মেয়র কামরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, দিরাই পৌর মেয়র বিশ্বজিৎ ঘোষ, বিশ্বনাথ পৌর সভা মেয়র মুহিবুর রহমান, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, কানাইঘাট পৌর মেয়র লুৎফুর রহমান, বিয়ানীবাজার প্যানেল মেয়র সয়ফুল আলম, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিমসহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশবাসীকে আশ্বস্ত করছি, আমরা বসে নেই: পিনাকী ভট্টাচার্য
৪১ বছর ইমামতি করা ইমামকে রাজকীয় বিদায়
ট্রাম্পের সমর্থকদের মধ্যে বিদেশি কর্মী, ভিসা নিয়ে বিতর্ক
আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
মাদারীপুরের মুখে গামছা বাঁধা অবস্থায় শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ রুখে দিবে: মিজানুর রহমান আজহারী
টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে নেপাল গেল সৈয়দপুরের দল
আকাশ মণ্ডল থেকে ইরফান, তদন্তে জানা গেলো আসল পরিচয়
পর্তুগালে জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন রুশ বিমান প্রধান
প্রকাশ্যে এলো হানি-বাদশার দ্বন্দ্ব, গুরুতর অভিযোগ হানির
বন্ধ হয়ে গেলো গাজার শেষ হাসপাতালটিও
মনমোহন সিংহ,ভারতকে নেতৃত্ব দেওয়া এক সাহসী ও দৃঢ় সংকল্পের নেতা
জনগণের অংশগ্রহণেই নির্ধারিত হবে আমরা আসলে কী চাই : জোনায়েদ সাকি
নাগরিক কমিটির ৩৬ সদস্য বিশিষ্ট ‘নির্বাহী কমিটি’ ঘোষণা
সচিবালয়ের কাগজ ভেবে দুটি ট্রাক আটকালো জনতা
মাত্র সাত মাসেই হাফেজ হলেন ১০ বছরের আব্দুল্লাহ
সিরিয়ায় আসাদের পতন, ঘরে ফিরছে ৩০ হাজার শরণার্থী
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত
ভুল তথ্যে চায়ের দোকানে ফায়ার সার্ভিস, অথচ পানের বরজ পুড়ে ছাই