কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত
২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ এএম | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ এএম
কুড়িগ্রামের উলিপুর থানা চত্বরে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন নেতাকর্মী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীরুল ইসলাম ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত শহরে উত্তেজনা বিরাজ করছিল।
নিহত আশরাফুল উলিপুর পৌর শহরের ডিশ ব্যবসায়ী আয়নাল হকের ছেলে। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য তাসভীরুল ইসলামের সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উলিপুর থানার গোল ঘরে উভয়পক্ষের কয়েকজন বসে বিবদমান একটি অরাজনৈতিক বিষয় মীমাংসার চেষ্টা করেন। একপর্যায়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে উপস্থিত যুবদল নেতা আশরাফুল সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এতে মারধরের মাঝে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে কি না এমন প্রশ্নের জবাবে তাৎক্ষণিক কোনো তথ্য জানাতে না পারলেও কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মুর্শেদ বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। বেশ কয়েকজন আহত রয়েছেন।
এদিকে এই ঘটনার জেরে উলিপুর উপজেলা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাসভীর গ্রুপের বিক্ষুব্ধ নেতাকর্মীরা খালেকের সমর্থক আমিনুল ইসলামের মালিকানাধীন শুভেচ্ছা হোটেলে ভাঙচুর করেন। এ ছাড়াও বৈঠকে উপস্থিত থাকা পৌর শহরের বাসিন্দা কৃষকদল নেতা আবু জাফর সোহেল রানা ও সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজলের বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে আশরাফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও প্রথমে সংঘর্ষে আহত হয়নি দাবি করেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। তবে পরে বলেন, আমি ছুটিতে আছি। আমাদের অফিসারদের ম্যাধমে জানতে পেরেছি থাক্কাধাক্কির ঘটনায় একজন সম্ভবত স্ট্রোক মারা গেছে। তবে থানার ভেতরে নয়, শুনেছি থানা চত্বরের কাছে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে : উপদেষ্টা সাখাওয়াত
রাবেয়া খাতুন-এর ‘ফ্রিডমস ফ্লেমস’ গ্রন্থের প্রকাশনা উৎসব
বাংলাদেশে বেড়েই চলেছে খাদ্যপণ্যের দাম : বিশ্বব্যাংক
নতুন নতুন গান নিয়ে সরব জেনস সুমন
সালমানের প্রেমে পড়েছিলেন সুস্মিতা সেন
কোরআন শিক্ষার মাধ্যমেই সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব- মামুনুল হক
ভিন্ন গল্পের নাটক ‘কবিতায় প্রেম’
সিঙ্গেল মাদারের সঙ্কটের গল্প নিয়ে ওয়েব ফিল্ম জলরঙের ফড়িং
বিজয় দিবস রাগবিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী
নারায়ণগঞ্জে অবৈধভাবে নির্মাণাধীন জেটি দিয়ে পণ্য খালাস
জামাতে ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় বাইসাইকেল পেলো ১১ কিশোর
ছাত্রলীগ নেতাকে ছাত্র জনতার ডিম নিক্ষেপ পাঠানো হলো কারাগারে
সেতুর আশায় ৫৩ বছর
কুষ্টিয়ায় বিএনপির কর্মিসভায় দলীয় নেতার মতো বক্তব্য দিয়ে ভাইরাল ওসি
কৃষকের ধান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা
কীর্তিমানসহ সব বাবাই হচ্ছেন আমাদের জন্য বটবৃক্ষ : সাবেক এমপি মাহমুদুল হক রুবেল
অবৈধ ইটভাটায় কৃষি জমির সর্বনাশ
দূতাবাসগুলোতে যাদের আচরণ খারাপ তাদের বিরুদ্ধে অভিযোগ দিন: আসিফ নজরুল
একইসময়ে রহস্যময় স্ট্যাটাস দিয়ে কী বুঝাতে চাইলেন আসিফ-হাসনাত!
আলিয়ঁস ফ্রঁসেজে ভাস্কর্য প্রদর্শনী