সিলেট নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারছে না
১১ মে ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ১২ মে ২০২৩, ১২:০১ এএম
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারছে না। বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন সিলেট বিএনপির নেতারা। গত বুধবার রাতে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। এছাড়াও সিলেট জুড়ে বিএনপির দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার ও পুলিশী হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সন্ধ্যা ৭টা থেকে পৌনে এক ঘণ্টার বৈঠকে অংশ নেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। বৈঠকে উপস্থিত বিএনপির একাধিক নেতা জানান, তিনি মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচি পালনের উপর গুরুত্ব দিয়েছেন। বৈঠকে মহানগরের ২৭টি ওয়ার্ডসহ নতুন ১৫টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। সিটি নির্বাচনে কোন নেতাকর্মী যাতে অংশগ্রহণ না করে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়ে প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নিতে মহানগর নেতৃবৃন্দের প্রতি নির্দেশ দেন। রাত ৯টার দিকে মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এদিকে, দলের নির্দেশে কাউন্সিলর পদে নির্বাচন করছেন না রনি চৌধুরী। বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় সিসিক ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদ চৌধুরী রনি। গত বুধবার রাতে সাদারপাড়া এলাকায় মতবিনিময় করে তিনি এ সিদ্ধান্ত নেন। সভায় হোসেন আহমদ চৌধুরী রনি বলেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ না নিতে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সিদ্ধান্ত এসেছে। আমি দীর্ঘদিন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকায় এবারের সিটি নির্বাচনে দল অংশ না নেয়ার ব্যাপারে অনড় থাকায় আমিও নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নিচ্ছি না। তবে আমার সেবামূলক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে। মানুষের জন্য আমি আজীবন কাজ করে যেতে চাই।
এসময় তিনি আরো বলেন, আমার সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য সবার সহযোগীতা প্রয়োজন। যেভাবে আপনারা আমাকে বন্যা ও করোনাকালিন সময়ে সহযোগীতা করায় আমি মানুষের পাশে দাঁড়াতে পেরেছি নিজের সামর্থ্য অনুসারে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আল-আমীন যুব সংঘের উপদেষ্টা ম-লির সদস্য শফি আহমদ, শাহিন চৌধুরী, এলিন চৌধুরী, সোহেল আহমদ, এটিএম ইসমাইল বদর, মাসুদ করীম, জাকু চৌধুরী, কবির চৌধুরী রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ। এদিকে নির্দেশনার পূর্ব থেকে ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিসিকের ৪১ নম্বর ওয়ার্ডে বিপুল সংখ্যক নেতাকর্মী দৌড়ঝাঁপ চালাচ্ছেন। দুই শতাধিক কাউন্সিলর পদে বিএনপির শতাধিক নেতা ইতিমধ্যে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, এই সংখ্যা বাড়ছে। মনোনয়নপত্র দাখিলের পর জানা যাবে বিএনপির কতজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তারেক রহমানের নির্দেশনার পর এখন দেখা যাবে প্রার্থীদের গতিবিধি। তারা দলের শৃঙ্খলা তথা নির্দেশনা রক্ষায় কতটুকু আনুগত্যশীল। একাধিক সূত্র বলেছে, তারেক রহমানের কঠোর নির্দেশনার পর নির্বাচনে সপ্রতিদ্বন্দ্বিতার তালিকা থেকে সরিয়ে নিতে নড়েচড়ে উঠছেন অনেক নেতাকর্মী। তারা মনে করছেন, দলের নির্দেশনাই এখন তাদের কাছে মূখ্য।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ