ডায়রিয়ার সাথে বাড়ছে কলেরা
১১ মে ২০২৩, ১১:০৫ পিএম | আপডেট: ১১ মে ২০২৩, ১১:০৫ পিএম
চট্টগ্রামে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলছে। আক্রান্তদের শরীরে মিলছে কলেরার জীবাণু। সরকারি বেসরকারি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ১৫টি উপজেলায় নতুন করে ২৬১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। চলতি মাসের ১১দিনে জেলায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৫৬০। এপ্রিলে আক্রান্তের সংখ্যা ছিল পাঁচ হাজার ৬৯৫ জন। চলতি মাসের প্রথম ১১দিনে মহানগরীর হাসপাতালগুলোতেও বিপুল সংখ্যক রোগী ভর্তি হয়েছেন। ডায়রিয়ার সাথে তীব্র তাপপ্রবাহের মধ্যে ঘরে ঘরে আমাশয়, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, হাপানি, চর্মরোগসহ নানা রোগ বালাই ছড়িয়ে পড়ছে।
এদিকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের প্রায় ৪০শতাংশের শরীরে পাওয়া যাচ্ছে কলেরার জীবাণু। ডায়রিয়ার সাথে অস্বাভাবিকহারে কলেরার জীবাণু শনাক্ত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে কাজ করছে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি প্রতিনিধি দল। তারা চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করছে। এসব নমুনা ঢাকায় নিয়ে পরীক্ষা করা হবে।
তবে প্রাথমিকভাবে স্বাস্থ্যবিভাগের তরফে বলা হচ্ছে পানি দুষণের কারণে পানিবাহিত এই রোগের প্রাদুর্ভাব বাড়ছে। গত কয়েক মাস ধরে নগরীতে লবণাক্ত পানি সরবরাহ দিচ্ছে চট্টগ্রাম ওয়াসা। কোথাও কোথাও আবার পানির সাথে ময়লা আবর্জনা আসছে। নগরজুড়ে ওয়াসার পানি সরবরাহ লাইন পুরাতন হওয়ায় এসব লাইনে লিকেজ থেকে পানিতে ময়লা আসছে। ওয়াসার পানির মূল উৎস কর্ণফুলী ও হালদায় অস্বাভাবিক হারে জোয়ারের পানি উঠে আসায় ১২ ঘণ্টা ওয়াসার পানি পরিশোধন বন্ধ রাখা হচ্ছে।
এছাড়া পানিতে অস্বাভাবিক হারে শেওলা জমে যাওয়ায় পানি পরিশোধন ব্যাহত হচ্ছে। তার উপর চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। এসব কারণে চট্টগ্রাম ওয়াসার পানি পরিশোধন ও উৎপাদন অর্ধেকেরও নিচে নেমে এসেছে। তাতে প্রচ- তাপপ্রবাহের সাথে নগরজুড়ে পানির হাহাকার চলছে। নগরীর বাসিন্দাদের অনেকে বাধ্য হয়ে বিকল্প উৎস থেকে অনিরাপদ পানি ব্যবহার করছে। তাতে ডায়রিয়া, আমাশয়সহ পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে। এ অবস্থায় ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নিরাপদ পানি নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
বিগত প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আক্রান্তরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাদের বিরাট একটা অংশ শিশু-কিশোর। জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও রোগীর চাপ বাড়তে থাকে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-বিআইটিআইডিতেও রোগীর অস্বাভাবিক চাপ।
এসব হাসপাতালে দিনে গড়ে ৭০ থেকে ৮০ জন নতুন রোগী আসছেন। আগ্রাবাদের মা ও শিশু জেনারেল হাসপাতালসহ মহানগরী ও জেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও রোগীর ভিড়। আক্রান্তদের অনেকে আবার বাসায় থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। নগরীর হালিশহর, আগ্রাবাদ, পতেঙ্গা, ইপিজেডসহ অনেক এলাকায় ঘরে ঘরে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া ও চন্দনাইশ উপজেলায় ডায়রিয়া রোগীর সংখ্যা অন্যান্য উপজেলার চেয়ে তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে।
এদিকে ডায়রিয়ায় আক্রান্তদের নমুনা পরীক্ষায় ৪০ ভাগ রোগীর শরীরে কলেরার জীবাণু পাওয়া গেছে। বিআইটিআইডিতে নিয়মিত রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সেখানকার চিকিৎসকেরা বলছেন, শুরুতে ২০-২৫ ভাগ রোগীর শরীরে কলেরার জীবাণু পাওয়া গেলেও দ্রুত এই হার বাড়ছে। এখন ৪০ ভাগের বেশি রোগীর শরীরে কলেরার জীবাণু মিলছে। শতভাগ রোগীর নমুনা পরীক্ষা গেলে এই সংখ্যা আরো বাড়বে বলেও জানান তারা।
অনিরাপদ তথা দূষিত পান পান করায় কলেরা ছড়িয়ে পড়ছে বলে ধারণা চিকিৎসকদের। এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে মহানগরীর বৃহত্তর পতেঙ্গা-হালিশহর-আগ্রাবাদে ব্যাপক হারে ডায়রিয়া ছড়িয়ে পড়ে। তখন রোগীদের শরীরে কলেরার জীবাণু শনাক্ত হয়। ওই সময় ডায়রিয়ার ভয়াবহ প্রকোপের কারণ উদঘাটনে মাঠে নামে আইইডিসিআর এর একটি টিম। তারা নগরীর কয়েকটি ওয়ার্ডে ওয়াসার পানিতে কলেরার জীবাণু শনাক্ত করে। তখন ও টিমের পক্ষ থেকে চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন সংস্কার, পানির রির্জাভার নিয়মিত পরিস্কার করা, পানিতে ক্লোরিনের আদর্শ মাত্রা নিয়মিত বজায় রাখাসহ বেশ কয়েক দফা সুপারিশ করা হয়। তবে এসব সুপারিশ বাস্তবায়ন হয়নি। এবার নতুন করে ওয়াসার পানিতে যোগ হয়েছে মাত্রার অতিরিক্ত লবণাক্ততা। আবার পানি উৎসে অস্বাভাবিক হারে শেওলা আসার কারণেও পানি দূষিত হচ্ছে। পাইপলাইনে লিকেজের কারণে পানিতে ময়লা আবর্জনা মিশে যাচ্ছে।
চিকিৎসকেরা বলছেন, ওয়াসার পানিতে লবণাক্ততা, ময়লা আবর্জনার কারণে সুপেয় পানির সঙ্কট দেখা দিয়েছে। অনিরাপদ পানি পান করায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। অপরিচ্ছন্ন পরিবেশে তৈরী খাবারসহ আরো নানা কারণে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। এর প্রকোপ থেকে রক্ষায় নিরাপদ পানি পান করতে হবে। পচা, বাসি ও খোলা জায়গায় বিক্রি হওয়া খাবার গ্রহণ থেকে বিরত থাকারও পরামর্শ দেন তারা। এছাড়া ডায়রিয়া হলে কোনভাবেই খাবার স্যালাইন বন্ধ না করারও পরামর্শ দেন চিকিৎসকেরা।
ডায়রিয়ার প্রকোপ রোধে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে ইতোমধ্যে জেলা এবং উপজেলা পর্যায়ে ২৮৪টি মেডিক্যাল টিম কাজ করছে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ ও শয্যা প্রস্তুত রাখা হয়েছে। ডায়রিয়া রোগী বৃদ্ধিতে জনস্বাস্থ্য সেবা নিশ্চিতে বিষয়টি অতি গুরুত্বসহকারে বিবেচনার জন্য সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হচ্ছে- সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ডায়রিয়া ও পানিবাহিত রোগে চিকিৎসার জন্য পর্যাপ্ত খাবার স্যালাইন, ওষুধ চিকিৎসা সামগ্রী মজুদ রাখতে হবে।
ডায়রিয়া ও পানিবাহিত রোগের চিকিৎসায় জাতীয় গাইডলাইন অনুসরণ করতে হবে। গাইডলাইন অনুযায়ী কলেরা সনাক্তকরণ কিট ব্যবহার করতে হবে। ডায়রিয়া বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করার জন্য উপজেলা পর্যায়ে স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ও স্যানিটারী পরিদর্শকদের ফোকাল পারসন মনোনীত করে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা। এছাড়া ডায়রিয়া ও পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে মসজিদ ও জনগুরুত্বপূর্ণ স্থানে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালাতে নির্দেশনা প্রদান করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ