ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
১৮ জেলায় মোখা সতর্কতা

আতঙ্কে মাঠের ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক

Daily Inqilab ইনকিলাব

১২ মে ২০২৩, ১০:৫০ পিএম | আপডেট: ১৩ মে ২০২৩, ১২:০২ এএম

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। আগামী রোববার দুপুর নাগাদ উপকূলে এটি আঘাত হানতে পারে। উপকূলে আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার। এ সময় অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া ১০ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে।
গতকাল সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বিভাগের সব জেলায় অর্থাৎ কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ব্রহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার এই ১১টি জেলায় বেশি প্রভাব ফেলবে। এসব জেলাকে সতর্ক থাকতে হবে। এর বাইরে উপকূলীয় অন্যান্য জেলা যেমন বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই ৭টি উপকূলীয় জেলাগুলোতেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে।
আবহাওয়া অফিসের এ সতর্কতায় গোটাউপকূলীয় অঞ্চলে মোখা আতঙ্ক বিরাজ করছে। এসব জেলার কৃষক তাদের জমির ফসল দ্রুত ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা করছেন। বিশেষ করে ক্ষেতের পাকা ধান কাটায় ব্যস্ত এসব অঞ্চলের কৃষকরা। চাঁদপুর, নোয়াখালী, ব্রহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী এসব জেলার ধানকাটা প্রায় শেষ। এরপরও অবশিষ্ট যে সব জমির ধান ৮০ ভাগ পেকেছে সেগুলোও এখন কৃষকরা দ্রুত কেটে ঘরে তুলছেন। অন্যদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এসব জেলায় অনেক জমির ধান এখনো আধাপাকা রয়েছে। এসব জমির ধান নিয়ে কৃষক চিন্তিত হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে, যে সব জমির ধান ৮০ ভাগের মতো পেকেছে সেগুলো দ্রুত কেটে ঘরে তুলতে।
বরগুনায় উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আতঙ্কে চলছে দ্রুত ধান কাটার কাজ। কৃষি অফিসে তথ্য মতে, জেলায় ৮০ ভাগ ফসল কাটা সম্পন্ন হয়েছে। এখন বাকি ২০ ভাগ ফসল নিয়ে দুঃশ্চিন্তায় কৃষকরা।
এ জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে মরিচ, চিনাবাদাম, সূর্যমুখী, মুগ ডাল ও ধান কাটতে ব্যস্ত দিনমজুর কৃষকরা। এসব ফসলের মধ্যে রয়েছে বোরো আবাদ ১০ হাজার ৮৬৪ হেক্টর। মুগ ডাল ইতোমধ্যে ঘরে উঠেছে ৫ হাজার ৪৯৬ টন, চিনাবাদাম ২২৫ টন, মরিচ ১ হাজার ১৮২ টন ও সূর্যমুখী ৮৬ টন। এছাড়া এখনও ২০ ভাগ ফসল মাঠেই আছে। একদিকে শ্রমিক সংকট অন্যদিকে ঘূর্ণিঝড়ের আতঙ্ক। এ অঞ্চলের সাধারণ মানুষের ভীতির মূল কারণ দুর্বল বেড়িবাঁধ, মাঠের ফসল আর ঘেরের মাছ। তাছাড়া প্রবল জলোচ্ছাস ও প্রচ- ঝড়ে ঘরবাড়ি ভেঙে গৃহহীন হওয়ার আতঙ্ক তো আছেই।
ঘূর্ণিঝড়ের হাত থেকে ফসল রক্ষা করতে দিনমজুররা সারাদিন রোদে পুড়ে বিভিন্ন ফসল কেটে গৃহস্তের বাড়ির আঙিনায় তুলছেন। ধানের শীষ সোনালী রঙ ধারণ করেছে। অনেক ধান আবার পুষ্ট হলেও এখনও কাঁচা আছে। জেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের কুমড়াখালী, সাত ঘর ও চালিত তলা গ্রামের কৃষক রশিদ, রহিম ও আব্বাস বলেছেন, ইতোমধ্যেই তারা মুগ ডাল, চিনা বাদাম, মরিচ, মিষ্টি আলু, সূর্যমুখী, বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছেন। তবে অনেক ধান পরিপূর্ণভাবে পাকেনি।
সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের কৃষক আব্দুল খালেক বলেন, ঘূর্ণিঝড় আসার আগে ২০ ভাগ ফসল দ্রুত সময়ের মধ্যে কাটা শেষ করতে হবে। এর জন্য পাশের গ্রাম থেকে বেশ কয়েকজন শ্রমিক নিয়ে ফসল ঘরে তোলার চেষ্টা করছি। অন্যদিকে ধান মাড়াইয়ের কাজ শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার কার্যালয়ের উপ-পরিচালক আবু সৈয়দ জোবায়দুল আলম বলেন, আসন্ন ঘূর্ণিঝড় মোখায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ৮০ শতাংশ পাকা ধান, পরিপক্ষ আম ও অন্যান্য সংগ্রহ উপযোগী ফসল দ্রুত ঘরে তোলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, কৃষকদের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কার সর্তকর্তামূলক তথ্য মাঠে ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষণিক কর্মস্থলে থেকে কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত যে কোনো তথ্য ও পরামর্শের জন্য বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস) পোর্টাল অনুসরণ করতে বলা হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু