ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে লোকজন

মোখার ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১২ মে ২০২৩, ১০:৫১ পিএম | আপডেট: ১৩ মে ২০২৩, ১২:০২ এএম

প্রবল ঘূর্ণিঝড় ‘মোখার’ প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক প্রস্ততি গ্রহণ করেছে উপকূলীয় জেলাগুলোর প্রশাসন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদন-
বরিশাল ব্যুরো জানায়, খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম শামসুল আজিজ-এনজিপি পিএসসি-বিএন জানান, যেকোন ক্ষতি মোকাবেলাসহ জানমাল রক্ষায় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে খুলনা শিপইয়ার্ড। বাংলাদেশ নৌ বাহিনীর নিয়ন্ত্রণাধীন খুলনা পিইয়ার্ডের সøীপওয়েতে বিপুল সংখ্যক সামরিক ও বেসামরিক নৌযান ছাড়াও ইয়ার্ডটির পোতাশ্রয়ে থাকা নৌযানগুলোর যথাযথ বার্থিংসহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, খুলনা শিপইয়ার্ড যেকোন সম্ভাব্য দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা সমন্বয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। পাশাপাশি যেকোন দূর্যোগে স্বল্পতম সময়ের নোটিশে কাজ করার মত দক্ষ জনবলও প্রস্তুত রয়েছে। ইয়ার্ডের সøীপওয়ে এবং পোতাশ্রয়ে থাকা সব নৌযান ও ক্রুদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েই সব কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানান খুলনা শিপইয়ার্ডের ব্যাবস্থাপনা পরিচালক।
কক্সবাজার জেলা সংবাদদাতা জানান, কক্সবাজারের টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও, রামু ও কক্সবাজার সদর উপজেলাতে ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। উপকূল ও দুর্গত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য অন্তত ১০ হাজার স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা ৫ লাখ ১০ হাজারের মতো। প্রতিটি আশ্রয়কেন্দ্রে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থাকবে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, ঘূর্ণিঝড়টি যেহেতু কক্সবাজারের দিকে আঘাত হানার কথা বলা হচ্ছে, সেহেতু প্রস্তুতিও আগেভাগে নিতে হচ্ছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন দুর্গত এলাকার লোকজনকে সরিয়ে আনতে প্রয়োজনীয়সংখ্যক যানবাহন ও সরঞ্জাম সংগ্রহের চেষ্টা চলছে। দুর্যোগকালীন সময়ের জন্য ১০ লাখ ৩০ হাজার টাকা, ৪৯০ মেট্রিক টন চাল, ১৯৪ বান্ডিল ঢেউটিন, ৫ হাজার প্যাকেট শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে। লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির (সিপিপি) ৮ হাজার ৬০০ জন স্বেচ্ছাসেবক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট সদস্য, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও অন্তত দেড় হাজার সদস্যকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার তৎপরতায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের রেসকিউ টিম, রেসকিউ বোট, মেডিক্যাল টিম ও কমান্ডো প্রস্তুত রাখা হবে। আশা করি, সবার সহযোগিতা এই ঘূর্ণিঝড় মোকাবিলা করা সম্ভব হবে।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, ক্ষয়ক্ষতি কমাতে এবং মানুষের জানমাল রক্ষায় সাতক্ষীরায় ৮৮৭টির অধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১৬৯টি আশ্রয়কেন্দ্র ও ৭১৮ স্কুল-কলেজ বিকল্প আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে। এছাড়া, ৪১৬ মেট্রিক টন চাল, ১০ লাখ ৩৭ হাজার ৫০০ নগদ টাকা ও ৫ হাজার সিপিপি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। জানা যায়, সাতক্ষীরা জেলায় ৮৮৭টি আশ্রয়কেন্দ্রের মধ্যে আশাশুনি উপজেলায় ১৬টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প হিসেবে ৯০টি, দেবহাটা উপজেলায় ১৫টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প হিসেবে ৮৮টি, কলারোয়ায় ২টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প হিসেবে ১৫০টি, কালিগঞ্জে ১০টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প হিসেবে ৯৯টি, সাতক্ষীরা সদরে ২৫টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প হিসেবে ১৩১টি, শ্যামনগরে ৮৭টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প হিসেবে ৯৪টি এবং তালা উপজেলায় ১৪টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প হিসেবে ৯০টি স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ৪ লাখ ৪৩ হাজার ৫০০ জনের ধারণ ক্ষমতা রয়েছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পয়েন্টগুলো চিহ্নিত করে পানি উন্নয়ন বোর্ডের কাছে পর্যাপ্ত জিও বালুর বস্তা প্রস্তুতসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সকল উপজেলা নির্বাহী অফিসারদের ঝড়ের পূর্বেই মানুষকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে আনার নির্দেশ দিয়েছেন। জেলা সম্মেলন কক্ষে ও উপজেলায় প্রস্তুতি সভা করেছেন।
বরগুনা জেলা সংবাদদাতা : দুশ্চিন্তায় উপকূলীয় জেলা বরগুনার মানুষ। ইতোমধ্যেই প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তথ্য মতে, ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক সভায় বরগুনার ৬৪২টি আশ্রয়কেন্দ্র ৩টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া আশ্রয়কেন্দ্রে বরগুনার নদী ও সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের নিয়ে আসা হবে। অন্যদিকে, জেলার ৪২টি ইউনিয়নে ৪৯টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এ টিমের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করার জন্য বরগুনার সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে এবং স্ব স্ব কর্মস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। এছাড়াও বরগুনায় ৯ হাজার ৬১৫ জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছেন। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ৮ লাখ ৪০ হাজার টাকা, ২৯৪ মেট্রিক টন চাল, ২০০০ প্যাকেট শুকনা খাবার, ২০০ বান্ডিল ঢেউটিন, গৃহ নির্মাণ বাবদ ৬ লাখ টাকা প্রস্তুত রাখা হয়েছে।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : মহিপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি এবং কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম জানান, ব্যবসায়ীদের দিক নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যেই গভীর সমুদ্রে থাকা অধিকাংশ মাছ ধরা ট্রলারসমূহ মৎস্য বন্দর মহিপুর-আলীপুর শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে আশ্রয় নিয়েছে। উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি (সিপিপি) এর সহকারী পরিচালক আসাদুজ্জামান খান ইনকিলাবকে জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতোমধ্যেই মাঠ মহড়াসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভার মাধ্যমে দিক নির্দেশনা দেয়া হয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলার ১৭৭টি সাইক্লোন সেল্টার এবং মুজিব কিল্লাগুলো প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ