হাতিয়া পুলিশ ক্যাম্পে এএসপি ওসিকে অবরুদ্ধ করে বিক্ষোভ

Daily Inqilab রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা

১২ মে ২০২৩, ১০:৫৬ পিএম | আপডেট: ১৩ মে ২০২৩, ১২:০২ এএম

নিয়মিত কাজের অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টাংকি বাজার পুলিশ ফাঁড়িতে মিটিং করার সময় স্থানীয় নোয়াখালীর হাতিয়া অঞ্চলের অতিউৎসাহী জনতার হাতে ৫ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার রামগতি সার্কেল মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী ও রামগতি থানার ওসি মো. আলমগীর হোসেন।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল জেলা পুলিশ সুপারের নির্দেশে আসন্ন ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয় ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্মীপুরের পুলিশ কর্মকর্তারা বিকেলে টাংকির বাজার পুলিশ ক্যাম্পে আসেন। পরে তারা ক্যাম্পের পুলিশ সদস্যদের নিয়ে গোল ঘরে বসে কথা বলছিলেন। হঠাৎ স্থানীয় হরনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাইন উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল হোসেন সুজন ও টাংকির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন এসে পুলিশের ওই বৈঠকে বসেন। পুলিশ কর্মকর্তারা তাদের বৈঠকের কথা জানিয়ে পরে আসতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এ তিন জন। পরে মাঈন উদ্দীন মেম্বারের নেতৃত্বে স্থানীয় কয়েক হাজার লোক নিয়ে পুলিশ ক্যাম্প ঘেরাও করে পুলিশ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। এসময় তারা বিভিন্ন শ্লোগানও দেন। পরে নোয়াখালী জেলা পুলিশের একটি টিম রাত ১০টায় তাদের উদ্ধার করেন।
রামগতি থানার ওসি আলমগীর হোসেন বলেন, সন্ধ্যায় আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে টাংকির ঘাট ক্যাম্পে যাই। ক্যাম্পে আমাদের মিটিং চলাকালে স্থানীয় মেম্বাররা এলে আমরা উনাদের পরে আসতে বলি। উনারা বাইরে গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে উত্তেজিত করে পরিস্থিতি ঘোলাটে করে।
রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল আলম চৌধুরী বলেন, টাংকির বাজার ক্যাম্পের পাশে নোয়াখালী অঞ্চলে আরও একটি আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ক্যাম্প রয়েছে। আমরা ক্যাম্পের গোল ঘরে রেঞ্জ রিজার্ভ ফোর্সদের নিয়ে মিটিং করার কিছুক্ষণ পর কোনো কিছু না বলে একজন লোক বসে পড়েন। আমি ওনার পরিচয় জানতে চাইলে তিনি মাইন উদ্দিন মেম্বার বলে পরিচয় দেন। মেম্বার ও উনার সঙ্গে থাকা লোকদেরকে পরে আসার জন্য বললে তারা বিষয়টিকে ভিন্নখাতে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনকে উত্তেজিত করে লোক জড়ো করে ফেলেন। এ ঘটনাটি রামগতি ও হাতিয়ার সীমানা বিরোধের যোগসূত্র থাকতে পারে।
নেপথ্যে সীমানা বিরোধ :
লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালী হাতিয়া উপজেলার সাথে সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছে দুই যুগ ধরে। জানা যায়, স্বাধীনতা যুদ্ধের আগে-পরে রামগতির সাথে বয়ারচরসহ দক্ষিণে মেঘনানদীর ১০ কিলোমিটার জুড়ে সীমান্ত এলাকা ছিল। এ চরগুলো একাধিকবার রামগতি উপজেলার ভূমি হিসেবে গেজেট প্রকাশিত হয়। ২০০৬ সালে বয়ার চরকে নিজেদের বলে দাবি করে হাতিয়া প্রশাসন গেজেট প্রকাশ করে। ২০০৯ সালের লক্ষ্মীপুর আদালতে দেওয়ানি মামলা হয়। সে সময় আদালত নিষেধাজ্ঞা দিয়ে স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশনা।
রামগতি উপজেলার ৯ নম্বর চরগাজী ইউনিয়ন সূত্রে জানা যায়, ২০০৭ সালের ভোটার তালিকায় বয়ারচরের চরগাজী, চরলক্ষ্মী, চরদরবেশ, দক্ষিণ টুমচরসহ ছয়টি মোজার বাসিন্দারা চরগাজী ইউনিয়নের ৫, ৬ এবং ৯ নম্বর ওয়ার্ডের ভোটার হন। ২০২২ সালে নোয়াখালী হাতিয়া উপজেলার হরনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয় রামগতি ভূখ-ের চরগাজী ইউনিয়নে। সে সময় হরনী ইউনিয়ন ও চর গাজী ইউনিয়ন সীমানা নিয়ে মামলা থাকায় ভোট কেন্দ্রগুলো সরিয়ে নিতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন।
তাওহীদুল ইসলামের করা আবেদন ও চরগাজী ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতির উপজেলার চরগাজী ইউনিয়নের তিনটি মৌজা নিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে সীমানা বিরোধ রয়েছে। এনিয়ে লক্ষ্মীপুর সাব জজ আদালতে মামলা চলমান। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত বিরোধীয় এলাকায় স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।
চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন বলেন, এই জায়গা নিয়ে আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। জায়গার ওপর সব ধরনের কার্যক্রম বন্ধ করে আদালত নিষেধাজ্ঞা দেন। কিন্তু তারা নিষেধাজ্ঞা অমান্য করে হাতিয়া উপজেলার পক্ষ থেকে এই বাজারটি ইজারা দেয়। ইজারা নিয়ে আমাদের রামগতির লোকজন বের করে দিয়ে তারা তাদের নিয়ন্ত্রণে নেয়। এবং তাদের আধিপত্য বিস্তার করে রাখেন।
গত ২৪ বছরে হাতিয়া-রামগতি সীমানা জটিলতা ও বিরোধ নিয়ে অসংখ্যবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় ২০ জনের মতো প্রাণ হারান। ২০০৩ সালে তৎকালীন নৌপরিবহন মন্ত্রী আসম আবদুর রব তেগাছিয়া নামক স্থানে পুলিশ ফাঁড়ি এবং বয়ারচর টাংকি বাজার অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেন। এগুলো লক্ষ্মীপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছেন। ওই থেকে প্রাণহানি ও সংঘাত কমলেও প্রায় বিচ্ছিন্ন ঘটনা ঘটে আসছে। এখানকার জনসাধারণের মাঝে এ নিয়ে সবসময় আতঙ্ক বিরাজ করে থাকে। কোন ধরনের কারণ ছাড়া প্রায়ই হাতিয়ার কিছু অতিউৎসাহি মানুষ বয়ারচর এসে হামলার চেষ্টা করে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের মে মাসের প্রথম দিকে টাংকিবাজার মাছঘাট দখলে নেয় হাতিয়ার লোকজন। গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরের দুই পুলিশ কর্মকর্তাদের দায়িত্বপালনকালে অবরুদ্ধ করার ঘটনায় তারই যোগসূত্র বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।
জানা যায়, স্বাধীনতা পরবর্তী প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে ওই এলাকার বাসিন্দারা লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) সংসদীয় আসনে ভোটাধিকার প্রয়োগ করেন। বয়ারচরের প্রায় ১২ হাজার ভোটার রামগতির চরগাজী ইউনিয়নের। এসব এলাকার মানুষ গত পঞ্চাশ বছর ধরে বসবাস করছেন।
স্থানীয় লোকজনের ভাষ্য মতে, নোয়াখালী-লক্ষ্মীপুর উপকূলীয় মেঘনানদী ও রামগতির চরগাজীর কয়েকটি ওয়ার্ডে হাতিয়া আসনের সাবেক এমপি মো. আলীর অনুসারিরা সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি নদী ও চর সংক্রান্ত ব্যবসা বাণিজ্য দখলে রাখতে বিগত দিনে জাহাঙ্গীর, বাশার, মুন্সি, গিয়াস, নিজাম, কালাবাহিনীসহ নানান সময়ে বাহিনী তৈরি করেন। এসব বাহিনী খুন, হামলা, মামলা, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, অপহরণ, নারী নির্যাতন ও দস্যুতা চালিয়ে আসছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ

ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ

সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা

সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা

শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার

শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার

হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়

বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়

কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ

ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ

শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার

চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার

আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের

আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের

মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত

মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত

বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন

বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন

‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না

‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না

সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী

সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী

জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল

জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল

বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট

বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩

কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩

তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা

২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে