ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

হাতিয়া পুলিশ ক্যাম্পে এএসপি ওসিকে অবরুদ্ধ করে বিক্ষোভ

Daily Inqilab রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা

১২ মে ২০২৩, ১০:৫৬ পিএম | আপডেট: ১৩ মে ২০২৩, ১২:০২ এএম

নিয়মিত কাজের অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টাংকি বাজার পুলিশ ফাঁড়িতে মিটিং করার সময় স্থানীয় নোয়াখালীর হাতিয়া অঞ্চলের অতিউৎসাহী জনতার হাতে ৫ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার রামগতি সার্কেল মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী ও রামগতি থানার ওসি মো. আলমগীর হোসেন।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল জেলা পুলিশ সুপারের নির্দেশে আসন্ন ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয় ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্মীপুরের পুলিশ কর্মকর্তারা বিকেলে টাংকির বাজার পুলিশ ক্যাম্পে আসেন। পরে তারা ক্যাম্পের পুলিশ সদস্যদের নিয়ে গোল ঘরে বসে কথা বলছিলেন। হঠাৎ স্থানীয় হরনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাইন উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল হোসেন সুজন ও টাংকির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন এসে পুলিশের ওই বৈঠকে বসেন। পুলিশ কর্মকর্তারা তাদের বৈঠকের কথা জানিয়ে পরে আসতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এ তিন জন। পরে মাঈন উদ্দীন মেম্বারের নেতৃত্বে স্থানীয় কয়েক হাজার লোক নিয়ে পুলিশ ক্যাম্প ঘেরাও করে পুলিশ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। এসময় তারা বিভিন্ন শ্লোগানও দেন। পরে নোয়াখালী জেলা পুলিশের একটি টিম রাত ১০টায় তাদের উদ্ধার করেন।
রামগতি থানার ওসি আলমগীর হোসেন বলেন, সন্ধ্যায় আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে টাংকির ঘাট ক্যাম্পে যাই। ক্যাম্পে আমাদের মিটিং চলাকালে স্থানীয় মেম্বাররা এলে আমরা উনাদের পরে আসতে বলি। উনারা বাইরে গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে উত্তেজিত করে পরিস্থিতি ঘোলাটে করে।
রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল আলম চৌধুরী বলেন, টাংকির বাজার ক্যাম্পের পাশে নোয়াখালী অঞ্চলে আরও একটি আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ক্যাম্প রয়েছে। আমরা ক্যাম্পের গোল ঘরে রেঞ্জ রিজার্ভ ফোর্সদের নিয়ে মিটিং করার কিছুক্ষণ পর কোনো কিছু না বলে একজন লোক বসে পড়েন। আমি ওনার পরিচয় জানতে চাইলে তিনি মাইন উদ্দিন মেম্বার বলে পরিচয় দেন। মেম্বার ও উনার সঙ্গে থাকা লোকদেরকে পরে আসার জন্য বললে তারা বিষয়টিকে ভিন্নখাতে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনকে উত্তেজিত করে লোক জড়ো করে ফেলেন। এ ঘটনাটি রামগতি ও হাতিয়ার সীমানা বিরোধের যোগসূত্র থাকতে পারে।
নেপথ্যে সীমানা বিরোধ :
লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালী হাতিয়া উপজেলার সাথে সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছে দুই যুগ ধরে। জানা যায়, স্বাধীনতা যুদ্ধের আগে-পরে রামগতির সাথে বয়ারচরসহ দক্ষিণে মেঘনানদীর ১০ কিলোমিটার জুড়ে সীমান্ত এলাকা ছিল। এ চরগুলো একাধিকবার রামগতি উপজেলার ভূমি হিসেবে গেজেট প্রকাশিত হয়। ২০০৬ সালে বয়ার চরকে নিজেদের বলে দাবি করে হাতিয়া প্রশাসন গেজেট প্রকাশ করে। ২০০৯ সালের লক্ষ্মীপুর আদালতে দেওয়ানি মামলা হয়। সে সময় আদালত নিষেধাজ্ঞা দিয়ে স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশনা।
রামগতি উপজেলার ৯ নম্বর চরগাজী ইউনিয়ন সূত্রে জানা যায়, ২০০৭ সালের ভোটার তালিকায় বয়ারচরের চরগাজী, চরলক্ষ্মী, চরদরবেশ, দক্ষিণ টুমচরসহ ছয়টি মোজার বাসিন্দারা চরগাজী ইউনিয়নের ৫, ৬ এবং ৯ নম্বর ওয়ার্ডের ভোটার হন। ২০২২ সালে নোয়াখালী হাতিয়া উপজেলার হরনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয় রামগতি ভূখ-ের চরগাজী ইউনিয়নে। সে সময় হরনী ইউনিয়ন ও চর গাজী ইউনিয়ন সীমানা নিয়ে মামলা থাকায় ভোট কেন্দ্রগুলো সরিয়ে নিতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন।
তাওহীদুল ইসলামের করা আবেদন ও চরগাজী ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতির উপজেলার চরগাজী ইউনিয়নের তিনটি মৌজা নিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে সীমানা বিরোধ রয়েছে। এনিয়ে লক্ষ্মীপুর সাব জজ আদালতে মামলা চলমান। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত বিরোধীয় এলাকায় স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।
চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন বলেন, এই জায়গা নিয়ে আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। জায়গার ওপর সব ধরনের কার্যক্রম বন্ধ করে আদালত নিষেধাজ্ঞা দেন। কিন্তু তারা নিষেধাজ্ঞা অমান্য করে হাতিয়া উপজেলার পক্ষ থেকে এই বাজারটি ইজারা দেয়। ইজারা নিয়ে আমাদের রামগতির লোকজন বের করে দিয়ে তারা তাদের নিয়ন্ত্রণে নেয়। এবং তাদের আধিপত্য বিস্তার করে রাখেন।
গত ২৪ বছরে হাতিয়া-রামগতি সীমানা জটিলতা ও বিরোধ নিয়ে অসংখ্যবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় ২০ জনের মতো প্রাণ হারান। ২০০৩ সালে তৎকালীন নৌপরিবহন মন্ত্রী আসম আবদুর রব তেগাছিয়া নামক স্থানে পুলিশ ফাঁড়ি এবং বয়ারচর টাংকি বাজার অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেন। এগুলো লক্ষ্মীপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছেন। ওই থেকে প্রাণহানি ও সংঘাত কমলেও প্রায় বিচ্ছিন্ন ঘটনা ঘটে আসছে। এখানকার জনসাধারণের মাঝে এ নিয়ে সবসময় আতঙ্ক বিরাজ করে থাকে। কোন ধরনের কারণ ছাড়া প্রায়ই হাতিয়ার কিছু অতিউৎসাহি মানুষ বয়ারচর এসে হামলার চেষ্টা করে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের মে মাসের প্রথম দিকে টাংকিবাজার মাছঘাট দখলে নেয় হাতিয়ার লোকজন। গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরের দুই পুলিশ কর্মকর্তাদের দায়িত্বপালনকালে অবরুদ্ধ করার ঘটনায় তারই যোগসূত্র বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।
জানা যায়, স্বাধীনতা পরবর্তী প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে ওই এলাকার বাসিন্দারা লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) সংসদীয় আসনে ভোটাধিকার প্রয়োগ করেন। বয়ারচরের প্রায় ১২ হাজার ভোটার রামগতির চরগাজী ইউনিয়নের। এসব এলাকার মানুষ গত পঞ্চাশ বছর ধরে বসবাস করছেন।
স্থানীয় লোকজনের ভাষ্য মতে, নোয়াখালী-লক্ষ্মীপুর উপকূলীয় মেঘনানদী ও রামগতির চরগাজীর কয়েকটি ওয়ার্ডে হাতিয়া আসনের সাবেক এমপি মো. আলীর অনুসারিরা সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি নদী ও চর সংক্রান্ত ব্যবসা বাণিজ্য দখলে রাখতে বিগত দিনে জাহাঙ্গীর, বাশার, মুন্সি, গিয়াস, নিজাম, কালাবাহিনীসহ নানান সময়ে বাহিনী তৈরি করেন। এসব বাহিনী খুন, হামলা, মামলা, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, অপহরণ, নারী নির্যাতন ও দস্যুতা চালিয়ে আসছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ