ইমরান খানের দু’সপ্তাহের জামিন
১২ মে ২০২৩, ১১:১৫ পিএম | আপডেট: ১৩ মে ২০২৩, ১২:০২ এএম
ইমরান খান বিশ্ব ক্রিকেটে এক সময় খেলার মাঠে প্রতিপক্ষ দলকে কাঁপিয়েছেন। রাজনীতিতে এসে নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে দেশের প্রভাবশালী দুই রাজনৈতিক দল পাকিস্তান পিপলল পার্টি ও মুসলিম লীগের নেতাদের কাঁপুনি তুলেছিলেন। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে এবং গ্রেফতার হয়েও তিনি কাঁপিয়ে দিয়েছেন গোটা পাকিস্তান। তাঁর মুক্তির দাবিতে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসার দৃশ্য দেখে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্বীকার করে বলেছেন, ’৭১ সালে ঢাকা পতনের পর পাকিস্তানে এমন ভয়াবহ পরিস্থিতির আর সৃষ্টি হয়নি। প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিস্কার দেশটিতে ইমরান খানের রাজনৈতিক অবস্থান এখন কত উচ্চতায়।
নানা নাটকীয়তার মধ্যদিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাইকোর্ট একটি দুর্নীতির মামলায় দুই সপ্তাহের জামিন দিয়েছে। গত মঙ্গলবার ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল। একটি বিশেষ ডিভিশন বেঞ্চে ইমরান খানের জামিনের আবেদনের শুনানি শেষে আগামী সোমবার ১৫ সকাল পর্যন্ত কোনো মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। অনির্দিষ্ট মামলায়ও তাকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন আদালত। লাহোরের ৩টি মামলায় ১০ দিনের জন্য ইমরান খানের সুরক্ষামূলক জামিন মঞ্জুর করেছে ইসলামাবাদ হাইকোর্ট। সন্ত্রাসবাদের মামলায় ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের নিরাপত্তা জামিনের আবেদনের ওপর শুনানি হয়।
বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গীরীর নেতৃত্বে ২ সদস্যের বেঞ্চ এ শুনানি করেন। এ সময় ইমরান খানের আইনজীবী বলেন, আমি আদালতের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। তিনি বলেন, ৯ মে থেকে এখন পর্যন্ত নথিভুক্ত সব মামলায় সুরক্ষা প্রয়োজন, সরকারি কৌশলের অপব্যবহার করা হচ্ছে। আইনজীবী আদালতের কাছে আবেদন করেন যে, আমার মক্কেল ইমরান খান জামান পার্ক লাহোরে না পৌঁছানো পর্যন্ত তাকে গ্রেফতার করা উচিত নয়। আদালত বলেছে, আগামী সোমবার সকাল পর্যন্ত তারা আপনাকে নিরাপত্তা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি লাহোর হাইকোর্টে হাজিরা দেবেন, এ সময়ের মধ্যে কোনো অবস্থাতেই ইমরান খানকে গ্রেফতার করা উচিত নয়। আদালত ইমরান খানকে তার মামলাগুলোকে যথাসম্ভব সমর্থন করার নির্দেশ দিয়েছে এবং বলেছে যে, ইমরান খানকে সোমবার পর্যন্ত কোনো মামলায় গ্রেফতার করা উচিত নয়। আদালত বলেন, সরকার বাকা খেলায় শেখ রশিদের বিরুদ্ধে মামলা করেছে, আপনার সরকার জাভেদ লতিফসহ অন্যদের বিরুদ্ধেও মামলা করেছে।
বিবিসি উর্দু জানায়, গতকাল শুনানির ফাঁকে ইমরান খান যখন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কিছুর জন্য সরাসরি সেনাপ্রধানকে দায়ী করেন। তিনি বলেন, যা কিছু ঘটছে, তার জন্য একজনই দায়ী, তিনি হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান।
এর আগে ইমরান খানকে তার জামিনের শুনানির জন্য গতকাল কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদের হাইকোর্টে হাজির করা হয়। সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার তার গ্রেফতারকে অবৈধ ঘোষণা করেছিল। ইমরান খানের গ্রেফতারের বিরুদ্ধে পাকিস্তানের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভে এ পর্যন্ত অন্তত দশজন নিহত হয়েছে। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল গত বৃহস্পতিবার এক রায়ে ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করেন। তবে ইমরান খানকে তার নিজের নিরাপত্তার জন্য শুক্রবার জামিনের শুনানির জন্য আদালতে হাজির করার আগে পর্যন্ত পুলিশের পাহারায় রাখতে বলা হয়েছিল।
ইমরান খানকে আদালতে হাজির করা হয় কড়া নিরাপত্তায় এক বিরাট গাড়ি বহরের সঙ্গে। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে মোতায়েন রাখা হয়েছিল অনেক পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্য। কালো চশমা এবং আকাশী-নীল রঙের সালওয়ার-কামিজ পরা ইমরান খান যখন হেঁটে আদালত ভবনে ঢোকেন তার সঙ্গে ছিলেন আইনজীবীরা। তাদের ঘিরে রেখেছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় ইমরান খানের দল পাকিস্তান তাহরিকে ইনসাফ পার্টির সদস্যরা আদালত ভবনের বাইরে জড়ো হয়ে সেøাগান দেন। ইমরান খানকে তখন তার সমর্থকদের দিকে মুষ্টিবদ্ধ হাত তুলতে দেখা যায়।
গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান আগাম নির্বাচনের দাবি তুলে আন্দোলন করে যাচ্ছেন। তিনি সরকার এবং পাকিস্তানের খুবই ক্ষমতাধর সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর সমালোচনা অব্যাহত রাখেন এবং তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেন। গত বছরের নভেম্বরে একটি রাজনৈতিক সমাবেশে অংশ নেয়ার সময় ইমরান খানের প্রাণনাশের চেষ্টার সময় তার পায়ে গুলি লাগে, সেই ঘটনার জন্যও তিনি উচ্চপদস্থ সরকারি এবং সেনা কর্মকর্তাদের দায়ী করেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে। পাকিস্তানে বিরোধী রাজনীতিকদের প্রায়শই এ ধরনের মামলার মুখে পড়তে হয়। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, সেদেশে রাজনৈতিক বিরোধীদের দমনে সরকার আদালতকে ব্যবহার করে। ইমরান খানের দল পিটিআই তাদের সমর্থকদের রাস্তায় নামার ডাক দেয়ার পর ইসলামাবাদের পুলিশ জরুরি আদেশ বলে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।
ইমরান খান যখন ২০১৮ সালে ভোটে জিতে ক্ষমতায় আসেন তখন সেনাবাহিনীর সঙ্গে তার মধুর সম্পর্ক ছিল। অনেক বিশ্লেষকের ধারণা, সেনাবাহিনী সাহায্য নিয়েই তিনি সেবার বিজয়ী হন। কিন্তু চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে একটা পর্যায়ে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্কে টানাপোড়ন তৈরি হয়। গত কয়েক মাসের ঘটনায় বোঝা যায়, তাদের সম্পর্ক এখন কতটা বৈরি হয়ে উঠেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান হয়ে ওঠেন সেনাবাহিনীর সবচেয়ে কঠোর সমালোচক।
পাকিস্তানের অবনতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা সংযম প্রদর্শন এবং আইনের শাসন বজায় রাখার ওপর জোর দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, ‘এরকম পরিস্থিতিতে সংযম প্রদর্শন এবং মাথা ঠা-া রাখা দরকার। পাকিস্তানের যেসব চ্যালেঞ্জ তা মোকাবেলা এবং দেশটি কোন পথে যাবে তা একমাত্র পাকিস্তানের জনগণই নির্ধারণ করতে পারে। সেটা করতে হবে আলাপ-আলোচনার মাধ্যমে এবং আইনের শাসন বজায় রেখে’।
ছাড়া পেলেই ফের গ্রেফতারের হুমকি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর : বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারি বেআইনি ঘোষণা করে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। তারপরেই আদালতের নিন্দা করে সরব হন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইমরানের গ্রেফতারি খারিজ করা একেবারেই উচিত হয়নি সুপ্রিম কোর্টের। তবে তারা আশা করছেন, খুব তাড়াতাড়িই ইমরানের জামিন খারিজ হয়ে যাবে। তারপরেই ফের জেলে যাবেন সাবেক প্রধানমন্ত্রী। জমি দুর্নীতি মামলায় না হলেও অন্য কোনো অভিযোগের ভিত্তিতে আবারও গ্রেফতার হবেন তিনি। প্রসঙ্গত, ১২০টিরও বেশি মামলা রয়েছে ইমরান খানের বিরুদ্ধে।
এদিকে, ইমরান খানকে দুর্নীতি মামলায় গ্রেফতারের পর কারাগারে তাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। তারা বলছেন, তাহরিকে ইনসাফ (পিটিআই) প্রধানকে নির্যাতন করা হয়েছে; ইমরানের যেন হার্ট অ্যাটাক হয়, সেজন্য তার খাবারে ইনসুলিনও মেশানো হয় বলে তাদের অভিযোগ। সূত্র : বিবিসি বাংলা, জং, টাইমস নাউ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম