ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
ফরিদপুর খাদ্য বিভাগে অনিয়ম-৪ টিম আসছে ফরিদপুরে

খাদ্য মন্ত্রণালয়ের অনিয়ম তদন্তে

Daily Inqilab আনোয়ার জাহিদ, ফরিদপুর থেকে

১৩ মে ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ১৪ মে ২০২৩, ১২:০০ এএম

খাদ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিবকে প্রধান করে অনিয়ম তদন্তে টিম আসছে ফরিদপুরে। নাম প্রকাশে অনিচ্ছুক এক খাদ্য কর্মকর্তার কাছ থেকে জানা গেছে। অপরদিকে, ফরিদপুরের ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের তরফ থেকে একটি তিন সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে। স্থানীয় তদন্ত কমিটি অভিযুক্ত উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বহু অনিয়মের তথ্যের ভিত্তি করে ইনকিলাবে প্রকাশিত ৩ পর্ব সংবাদ থেকেই সকল অনিয়মের বিষয় জেলা অফিস আমলে নিয়েছেন।

এই বিষয়টি ফরিদপুর খাদ্য বিভাগে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (সদর টিসিএফ) ইনকিলাবকে বলেন, ইনকিলাবে প্রকাশিত সংবাদ সঠিক আছে। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কোনো দোষ নেই। ইতোপূর্বে খাদ্য বিভাগের অনিয়মের (উপজেলা খাদ্য কর্মকর্তা) তথা ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ যে অনিয়ম করেছেন সে বিষয়, ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার কঠিন অ্যাকশনে যাবেন। ইনকিলাবের সংবাদ প্রকাশের মধ্য দিয়েই তিনি ৭ উপজেলার অনিয়ম করা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। অনিয়ম করা সকলেই চেয়ার ছেড়ে নড়ে চড়ে বসছেন। জেলাবাসী বলছেন, ডিসিফুডের অনিয়ম তদন্তে কতটুকু অ্যাকশনে যাবেন, সেটাই দেখার বিষয়।

তিনি আরো বলেন, এই স্যারের আমলেই ওএমএস এর সকল চুরি ও অনিয়ম বন্ধ হয়ে গেছে। গরীবের হক সঠিকভাবে পাচ্ছেন। ইতোপূর্বে দৈনিক ইনকিলাবে ২০২২ সালের ১৪ নভেম্বর, চরভদ্রাসন উপজেলার সরকারি এলএসডির সরকারি ধান/ চাল/ গম/ ৫০ কেজির বস্তা/ ৩০ কেজির বস্তা এবং আমদানি করা এক ট্রাক এলসির চাল চুরি করে কালো বাজারে বিক্রি করার এমন সংবাদ পরিবেশন করা হয়।
সেই সংবাদের সূত্র ধরে জেলা খাদ্য বিভাগের হযবরল অবস্থা হয়ে যায়। মাঠে নামে সরকারি গোয়েন্দা সংস্থা ডিএসবি এবং এনএসআই। তদন্ত কমিটি তারাও ইনকিলাবের সংবাদের সত্যতা পান। শেষ পর্যন্ত ইনকিলাবের সংবাদই সত্যি হলো। এরপর ইনকিলাবে সংবাদ প্রকাশের তথ্য ও সূত্র ধরে ফরিদপুরের সাবেক, জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস জানতে পারেন, চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন (উপ-খাদ্য পরিদর্শক) তিনি উপজেলার খাদ্যগুদাম থেকে ১৩৮.৫৩৮ মেট্রিক টন গম এবং ৩,৩৪৭ মেট্রিক টন ধান এবং ২৭,৮৪ মেট্রিক টন (৫০ কেজির ধারণ ক্ষমতার) ১২৭৩৫ খানা এবং ৩০ ওজনের ৭৮৪১ খানা খালি বস্তা ঘাটতি পান।

এই অপরাদে তথা সরকারি সম্পদ বিক্রি করে সকল সমুদয় অর্থ সবই তিনি আত্মসাৎ করেন। এই কারণে ইনকিলাবের সংবাদের সূত্র ধরে ওই কর্মকর্তা বরখাস্ত হন। পরে তার বিরুদ্ধে সদরপুর থানায় একটি অভিযোগ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এই অভিযোগটি এখন জেলা দুদকে দেয়া হয়েছে বলে ফরিদপুর সদর টিসিএফ মো. তারিকুজ্জামান এর সত্যতা নিশ্চিত করছেন। অভিযোগটি এখন দুদকের মামলা হিসেবে আমলযোগ্য আছে।

আর উল্লেখ্য থাকে যে, গত ১৪ নভেম্বর ২০২২ ‘চরভদ্রাসন খাদ্যগুদাম থেকে ৩০০ টন চাল, ধান উধাও ‘উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পলাতক’। ইনকিলাবের এই সংবাদের সূত্র ধরে চরভদ্রাসন হাজীগঞ্জের মিলার তথা রিম্মি রাইস মিলের মালিকের আরো দুটি মিল, মেসার্স বদর উদ্দীন রাইস মিল এবং ইউসুফ রাইসলসহ তিনটি মিলের বিরুদ্ধে সরকারের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানা গেছে। অনিয়মও অন্যায়ের ব্যবস্থা নেওয়ার প্রশংসা করছেন উপজেলাবাসী। পাশাপাশি ফরিদপুরবাসী খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদার, মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন এবং আঞ্চলিক খাদ্য কর্মকর্তার সদয় দৃষ্টি আকর্ষণ করছেন।

জেলাবাসী দাবি জানিয়েছেন, সরকারি এলসির চাল কালোবাজারে বিক্রি, গুদামের খামাল ভেঙ্গে একটু মানসম্মত চাল আলাদা করে বেশি মুনাফায় বিক্রি, ওই খামালে চারপাশে ভাল চালের বর্ডার দিয়ে নিম্নমানের এবং কম দামে কিনে বস্তা ভরে পূর্বের জায়গায় খামালজাত করার অভিযোগ বিস্তর। সংশ্লিষ্ট উপজেলার ভারপ্রাপ্ত খাদ্যকর্তাগণ যে সকল লেবার দিয়ে চুরি এবং চাল বিক্রি করছেন এবং খারাপ চাল মিশ্রন করেছেন তাদের পারিশ্রমিক দেননি এমন বহু গুদাম লেবার গণমাধ্যমের কাছে মুখ খুলছেন। লেবারও চান সরকারি মাল চুরি ও আত্মাসাৎ প্রবণতা ফিরে আসুক।

গত ৯-১০-১১ মে তারিখে খাদ্য বিভাগের অনিয়ম নিয়ে ধারাবাহিক তিন পর্ব সংবাদ পরিবেশন করে। চরভদ্রাসন উপজেলার জনৈক মিলার এবং মিল মালিকের তিনটি মিলের চলমান কার্যক্রম অসন্তোষ জনক হওয়া জেলা পক্ষ ঐ মালিকের নিম্মে উল্লেখিত তিনটি মিল কালো তালিকাভুক্ত করেন বলে সদর টিসিএফ ইনকিলাবকে নিশ্চিত করছেন।

খাদ্যগুদামের একটি বিশ্বস্ত সূত্র ইনকিলাবকে জানান, গোপালগঞ্জ এবং ফরিদপুরের সকল অনিয়মের তদন্তে খাদ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব অথবা একজন উপসচিব মহোদয়ের সমন্বয়ে খুব শিগগিরই একটি তদন্ত কমিটি ফরিদপুরে আসবেন। জেলাবাসীর দাবি জেলা থেকে সকল অনিয়ম দূর করতে ঢাকা আরসি ফুড জি এম ফারুক হোসেন পাটোয়ারির সদয় দৃষ্টি আকর্ষণ করছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে দুই সপ্তাহে নিহত ৫৩

মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে দুই সপ্তাহে নিহত ৫৩

বিদ্যুৎ সাত-আট ঘণ্টা পর্যন্ত গ্রামে থাকে না

বিদ্যুৎ সাত-আট ঘণ্টা পর্যন্ত গ্রামে থাকে না

দুর্গাপূজায় ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

দুর্গাপূজায় ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

জাকিরের পর ফিরলেন সাদমানও

জাকিরের পর ফিরলেন সাদমানও

খুবিতে ক্যাম্পাস টু ক্যারিয়ার শীর্ষক সেমিনার

খুবিতে ক্যাম্পাস টু ক্যারিয়ার শীর্ষক সেমিনার

জাতিসংঘে যাওয়ার আগে হুঙ্কার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

জাতিসংঘে যাওয়ার আগে হুঙ্কার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ফ্যাসিবাদের দোসররা এখনো বিচারবিভাগের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন: অ্যাটর্নি জেনারেল

ফ্যাসিবাদের দোসররা এখনো বিচারবিভাগের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন: অ্যাটর্নি জেনারেল

গার্মেন্টস ও অন্যান্য শিল্প থেকে ভারতীয়দের অপসারণের দাবি গণঅধিকার পরিষদের

গার্মেন্টস ও অন্যান্য শিল্প থেকে ভারতীয়দের অপসারণের দাবি গণঅধিকার পরিষদের

পঞ্চগড়ে তীব্র তাপদাহে হাঁসফাঁস বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে তীব্র তাপদাহে হাঁসফাঁস বিপর্যস্ত জনজীবন

দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে তালতলীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে তালতলীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আমরা ১৫ বছর কথা বলতে পারিনি   - মুশফিকুর রহমান

আমরা ১৫ বছর কথা বলতে পারিনি - মুশফিকুর রহমান

ফিরলেন জাকির, এসেই শান্তর ছক্কা

ফিরলেন জাকির, এসেই শান্তর ছক্কা

মাগুরায় গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ

মাগুরায় গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ

কেপিএম আবাসিক থেকে অজগর উদ্ধার কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

কেপিএম আবাসিক থেকে অজগর উদ্ধার কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

চার্টার্ড নয়, বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা

চার্টার্ড নয়, বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা

শাল্লায় কালনী নদীতে যুবক নিখোঁজ

শাল্লায় কালনী নদীতে যুবক নিখোঁজ

ভিসি নিয়োগের দাবিতে ইবিতে মহাসড়ক অবরোধ

ভিসি নিয়োগের দাবিতে ইবিতে মহাসড়ক অবরোধ

রেকর্ড রান তাড়ায় বাংলাদেশের আত্মবিশ্বাসী শুরু

রেকর্ড রান তাড়ায় বাংলাদেশের আত্মবিশ্বাসী শুরু

সালথায় সেতুর রেলিং-পাটাতন ভেঙে বেহাল দশা : জীবনের ঝুঁকি নিয়ে চলছে ১০ গ্রামের মানুষ

সালথায় সেতুর রেলিং-পাটাতন ভেঙে বেহাল দশা : জীবনের ঝুঁকি নিয়ে চলছে ১০ গ্রামের মানুষ

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা, ঢাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা, ঢাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার