মার্কা না পেলেও খুলনায় মেয়র প্রার্থীরা নেমে পড়েছেন প্রচার-প্রচারণায়
১৩ মে ২০২৩, ১০:৫১ পিএম | আপডেট: ১৪ মে ২০২৩, ১২:০০ এএম
মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই শেষ না হলেও খুলনায় সম্ভাব্য মেয়র প্রার্থীরা সবাই মাঠে নেমে পড়েছেন। আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক গত ১১ মে মেয়র পদ থেকে অব্যাহতি নিয়েই বেশ জোরেসোরে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে। গত দুদিন নগরীতে একাধিক মত বিনিময় সভায় তিনি বলেছেন উন্নয়ন কাজকে এগিয়ে নিতে এবং তিলোত্তমা নগরী গড়তে আমাকে দোয়া করুন। আমি নগরীতে ১৫শ’ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। যার অধিকাংশ কাজ শেষ হয়েছে কিছু চলমান রয়েছে। আগামী ২/১ মাসের মধ্যে সকল কাজ দৃশ্যমান হবে। কাজ করতে গিয়ে কোন কোন ক্ষেত্রে অনেক প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়েছে। খুলনার উন্নয়নে কাজ করতে গিয়ে আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট নগরী গড়তে আমি নগরবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর, নগর সভাপতি ও কেসিসি মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে কোন অবস্থাতেই ভোট ডাকাতি করতে দেয়া হবে না। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে সতর্কভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানান।
তিনি আরো বলেন, সিটি করপোরেশন নির্বাচনে যদি কোন কারচুপি করা হয় তাহলে জনগণকে সাথে নিয়ে প্রয়োজনে সরকার পতনের ডাক দেয়া হবে। গতকাল শনিবার খুলনা নবপল্লী কমিউনিটি সেন্টারে তিনি মত বিনিময় করেন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী মুশফিকুর রহমান নগরবাসীর সাথে মত বিনিময়কালে বলেছেন, আমি চাই একটি গুণগত পরিবর্তন। নগর ভবন হবে জনবান্ধব। নাগরিকদের সম্মান রক্ষাই হবে আমার প্রথম অঙ্গীকার। তিনি বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের উন্নয়নের সঙ্গে খুলনার তুলনা করলে দেখতে পাই আমরা কতো পিছিয়ে আছি। এই অবস্থার অবসান ঘটাতে চাই। এই নগরীকে বাসযোগ্য পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে চাই। সে কারণে মেয়র পদে নির্বাচন করবো।
আগুয়ান-৭১ থেকে মেয়র পদে প্রার্থিতা করতে যাচ্ছেন আগুয়ান-৭১’র প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. আব্দুল্লাহ চৌধুরী। একাধিক জনসংযোগকালে তিনি বলেন, আগুয়ান-৭১ বিশ্বাস করে খুলনা সিটি করপোরেশনের মূল চালিকাশক্তি খুলনা শহরের নাগরিকগণ। সিটি করপোরেশনে জনগণের অংশীদারিত্ব নিশ্চিতকরণ, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিতকরণ ও নাগরিকদের ভোগান্তি কমিয়ে নগরীর উন্নয়ন করাই আগুয়ান-৭১’র মূল লক্ষ্য।
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু মাঠে নামলেও সেভাবে এখনো প্রচারণায় নেই তিনি। মনোনয়ন যাচাই বাছাইয়ের পর তিনি পুরোদমে মাঠে নামবেন বলে তার কয়েকজন সমর্থক জানিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী জাপা নেতা আব্দুল গফফার বিশ্বাস মাঠে নেমেছেন তাবে এখনো ব্যাপক প্রচার প্রচারণায় যাননি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম