মোদি ম্যাজিকের ভরাডুবি
১৩ মে ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ১৪ মে ২০২৩, ১২:০০ এএম
এভাবেই ফিরে আসা যায়, কর্নাটকে প্রমাণ করল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে জয়ী হল গ্র্যান্ড ওল্ড পার্টি। শুধু জয়লাভই নয়, একক সংখ্যাগরিষ্ট দল হিসেবে উঠে এল তার। প্রথম থেকে আত্মবিশ্বাস দেখিয়েও হার স্বীকার করল বিজেপি। ভরাডুবি ঘটলো মোদি ম্যাজেকের। কর্নাটকে কংগ্রেস এগিয়ে রয়েছে ১৩৯টি আসনে। বিজেপি মাত্র ৬২ আসনে এগিয়ে রয়েছে। এইচডি কুমারস্বামীর জনতা দল (সেক্যুলার) এগিয়ে রয়েছে ২২টি আসনে। অন্যান্যরা পেয়েছে ৬টি আসন। ইতোমধ্যেই হার স্বীকার করে নিয়েছে বিজেপি। নির্বাচনী সমীক্ষায় আগে থেকেই দৌড়ে এগিয়েছিল কংগ্রেস। তবে বিজেপি মাঠে মাজিমাত করে ফেলতেও পারে বলে আশা ছিল গেরুয়া শিবিরের কর্মীদের। কিন্তু গতকাল সকালে ভোটগণনার শুরু থেকেই বোঝা যায়, খেলা ঘুরতে চলেছে। একেবারে শুরুতে কংগ্রেস এবং বিজেপি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও, মুহূর্তে বিজেপি-কে পিছনে ফেলে ঢের এগিয়ে যায়।
কর্নাটক বিধানসভার মোট আসনসংখ্যা ২২৪। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে প্রয়োজন পড়ে ১১৩টি আসনের। কংগ্রেস ইতোমধ্যে ১৩১টিতে জয়ী ও আরো ৫টিতে এগিয়ে। অর্থাৎ ম্যাজিক সংখ্যার চেয়েও এগিয়ে কংগ্রেস। এর মধ্যে কর্নাটকে প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার একাই কনকপুরে ৭০ শতাংশ ভোট নিজের ঝুলিতে পুরেছেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, কর্নাটকের এই ফলাফল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সাবধানতার মার নেই, এই নীতি নিয়েই চলছে কংগ্রেস। কারণ এর আগে ঘোড়া কেনাবেচা করে বিধায়ক ভাঙানোর খেলা দেখা গিয়েছে কর্নাটকে। তাই আপাতত বিজয়ীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। সেই মতো তামিলনাড়ু এবং বেঙ্গালুরুতে হোটেল বুকও করা হয়ে গিয়েছে বলে খবর মিলছে।
তবে বিজেপি-র তরফে হার স্বীকার করে নেওয়া হয়েছে। কংগ্রেস ১২০ আসনে এগিয়ে যেতেই বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই হার স্বীকার করে নেন। বলেন, ‘প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীদের মরিয়া চেষ্টা সত্ত্বেও লক্ষ্যে পৌঁছতে পারিনি আমরা। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হলে হারের কারণ পর্যবেক্ষণ করে দেখব আমরা। এ ফলাফল মাথা পেতে নিচ্ছি। তবে লোকসভা নির্বাচনে শক্তি বাডিয়ে ফিরে আসব’।
কর্ণাটকে হারের মুখ দেখার পর থেকে কার্যত থমথমে বিজেপি শিবির। আর এরই মধ্যে গোটা দেশ সব থেকে বেশি অপেক্ষা করছিল একজনের বার্তার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী বলেন, সেটাই শোনার অপেক্ষায় ছিল গোটা দেশ। অবশেষে কংগ্রেসের উদ্দেশে টুইট করলেন নরেন্দ্র মোদি। কর্ণাটকের এই হার যেন তিনি ও তার দল মাথা পেতে নিয়েছেন! জনগণের রায়কে যেন স্বাগত জানাল বিজেপি শিবির।
কংগ্রেসের উদ্দেশে প্রধানমন্ত্রী লিখলেন, ‘কর্ণাটক বিধানসভা নির্বাচনে এই জয়ের জন্য কংগ্রেসকে অনেক অভিনন্দন। কর্ণাটকের জনগণের আশা-আকাঙ্খা পূরণ করবে কংগ্রেস, আমার শুভকামনা রইল।’
একেবারে সৌজন্যে ভরা টুইট। তবুও যেন এই টুইটে অনেকেই অসহায় আত্মসমর্পণ দেখলেন। কংগ্রেস সমর্থকরা ইতিমধ্যে আনন্দে মেতেছেন। তাঁদের দাবি, ভবিষ্যতে গোটা দেশকে পথ দেখাবে কর্ণাটক। এখান থেকেই বিজেপি উচ্ছেদের কাজ শুরু হল।
অন্যদিকে এই জয়ের পর প্রিয়াঙ্কা গান্ধি বলেছেন, ‘কর্ণাটকের জনগণকে অনেক অভিনন্দন। আসলে জনগণ এমন রাজনীতি চায় যাতে তাঁদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান হয়। এমন রাজনীতি তারা চান যাতে আসল সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। কর্ণাটক এবং হিমাচল প্রদেশের লোকেরা প্রমাণ করেছেন, নজর ঘোরানোর রাজনীতি এদেশে আর চলবে না। সবাইকে এই জয়ের জন্য অনেক অভিনন্দন।’
মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে দুই মুখ : কংগ্রেসের তরফে ইতোমধ্যেই জয় উদযাপন শুরু হয়ে গেছে। কর্নাটকের আকাশে যেমন আবির উড়ছে, তেমনই দিল্লিতেও উৎসবে মাতোয়ারা দলের কর্মীরা। তবে কর্নাটকে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দোলাচল রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়া। সূত্র : নিউজ১৮, এবিপি, হিন্দুস্তান টাইমস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম