ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
ফরিদপুর খাদ্য বিভাগে অনিয়ম-৫ জেলাবাসীর ভুয়সী প্রশংসা

ইনকিলাবে সংবাদ প্রকাশের পর খাদ্য কর্মকর্তা দুদকের হাতে গ্রেফতার

Daily Inqilab আনোয়ার জাহিদ, ফরিদপুর থেকে

১৪ মে ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ১৫ মে ২০২৩, ১২:০০ এএম

ইনকিলাবে সংবাদ প্রকাশের পর গতকাল রোববার ফরিদপুরে খাদ্য কর্মকর্তা দুদকের হাতে গ্রেফতার জেলাবাসীর ভুয়সী প্রশংসা। দীর্ঘদিন যাবৎ চলছে ফরিদপুর খাদ্য বিভাগে চরম অনিয়ম ও লুটপাট। সরকারি খাদ্যগুদাম থেকে ধান, চাল, গম ও সরকারি চালের বস্তা গোপনে কালোবাজারে বিক্রি এবং কর্মকর্তাগণ রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হতে এমন কোনো অপকর্ম নাই যে করেননি।

২০০০ সাল থেকে ওপেন চলমান দুর্নীতির ঘোড়া এসে ঠেকে পড়ে ফরিদপুর চরভদ্রাসন উপজেলা এলএসডিতে। এই এলএসডির উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন। তিনি এই এলএসডিতে যোগদান করেন গত ৯-১২-২০২০ তারিখ এবং গত ২৭-১১-২০২২ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। দায়িত্বরত অবস্থায় তিনি সরকারি খাদ্যশস্য/মালামাল-ক্ষয়ক্ষতিসহ বহু সরকারি সম্পদ গোপনে কালোবাজারে বিক্রি করে তছরুপ করেন তথা, ১৩৮ মেট্রিক টন ৫৩৮ কেজি গম, ৩৭৪ মেট্রিক টন ৩৭৪ কেজি ধান এবং ২৭ মেট্রিক টন ৮৪০ কেজি ধারণ করা যায়। এ রকম ৫০ কেজির খালি বস্তা, ১২৭৩৫ খানা ৩০ কেজির ধারণক্ষমতা খালি বস্তা, ৭৮৪১ খানাসহ উল্লেখিত মালামালের কোনো হদিস পাননি জেলা খাদ্য বিভাগ। অভিযোগ ছিল ঐ সকল মালামালের সমদুয় অর্থ কালোবাজের বিক্রি করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেন।

উল্লেখিত, এলএসডিতে অব্যাহত অনিয়ম ও সরকারি মাল কালোবাজারে বিক্রি চলছে এমন একটি অভিযোগ ইনকিলাবের কাছে আসে। সে মতে বহু তথ্য উপাও সংগ্রহপূর্বক গত ১৪ নভেম্বর ২০২২ ‘চরভদ্রাসন খাদ্যগুদাম থেকে ৩০০ টন চাল ধান উধাও’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। নড়েচড়ে বসে পুরো খাদ্য বিভাগ। ইনকিলাবের সংবাদের সত্যতা যাচাই করতে সরেজমিন নামেন ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং ডিএসবি ও এনএসআই।

সংবাদের সত্যতা পেয়ে খাদ্য বিভাগ চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে চরভদ্রাসন থানায় থানায় সরকারি খাদ্য গুদামের মালামাল আত্মাসাৎসহ নানান অনিয়ম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের হয়। থানা থেকে অভিযোগটি আদালতে আসলে আদালত জেলা দুদককে তদন্ত ভার দেন। দুদক সঠিক তথ্য করে উপরোল্লিখিত, মালামল তছরুপ ও আত্মাসাৎ এর সত্যতা পেয়ে তাকে মামলার আওতায় আনেন। সর্বশেষ গতকাল রোববার চরভদ্রাসন খাদ্য কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন (বরখাস্তকৃত) ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে থেকে দুদকের হাতে ছানোয়ার হোসেন আটক হয়।

গ্রেফতার হওয়া খাদ্য কর্মকর্তা ছানোয়ার হোসেন জেলার বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে উপ-খাদ্য পরিদর্শক (সাময়িক বরখাস্ত) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া সে ঢাকার ধামরাই উপজেলার নওগাঁও গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে বলে জানা যায়। অপরদিকে, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ছানোয়ারের সরকারি গুদাম থেকে কি পরিমাণ মালামাল রক্ষায় ক্ষমতার অপব্যবহার করেন তা নিম্নরূপ।

এই বিষয় দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই খাদ্য কর্মকর্তা সরকারি কর্মচারী হয়েও পরস্পর যোগসাজসে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জেলার চরভদ্রাসনের বিএসডাঙ্গী খাদ্য গুদাম থেকে ১২৮৯ বস্তায় ৭৩.৭৬৩ মেট্রিক টন চাল, ৬৭ বস্তায় ৩.৩৭৪ মেট্রিক টন গম, ৪০০ বস্তায় ১৯.৯৫০ মেট্রিক ধান সম্বলিত খাদ্য শস্য এবং ৮৮৪১টি খালি বস্তা (৫০ কেজির ৫০০০টি ও ৩০ কেজির ৩৮৪১টি) গত ২০২২ সালের ১০ অক্টোবর আত্মসাৎ করার অভিযোগ উঠে। পরবর্তীতে এ ঘটনায় দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে একটি মামলা দায়ের করে। যার মামলা নং: ফরিদপুরের নং-০৫, তাং-১১/০৪/২০২৩ খ্রি., দুদক, জি আর নং-০৫/২০২৩। অতঃপর সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহার নামীয় আসামি মো. ছানোয়ার হোসেনকে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় গ্রেফতার করে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।

গ্রেফতার সত্যতা নিশ্চিত করে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ওই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাইতো সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহার নামীয় আসামি মো. ছানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান দুদকের এই উপ-পরিচালক।
উল্লেখ্য, ফরিদপুর জেলা খাদ্য বিভাগের ৭ উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনিয়মের বিষয় এবং অনিয়মের তদন্ত করতে ৭ উপজেলার কোন গুদামই সীল করা হয় নাই। ইনকিলাবে ধারাবাহিক সংবাদ ছাপা হওয়ার পর নড়েচড়ে বসছেন সকল অনিয়ম করা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
মুখে মুখে শোনা যায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার সকল বিষয়ই তিনি তদন্ত করবেন। আসলে বাস্তবে কিছুই দেখা যাচ্ছে না। আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত।
৭ উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, আমরাও চাই প্রত্যেকটি গুদাম সীল করে সরকারি চলাচল সূচির আমদানি করা চাল, গুদামে রক্ষিত স্টক চাল, সরকারি বস্তা সবকিছু ঠিক আছে কিনা? কয়েকজন বলছেন ৭ উপজেলার কোনো গুদামেই কাগজ কলমের হিসাব ও বর্তমান স্টকের সাথে কেন মিল নাই। অনিয়ম করা কর্মকর্তাদের অনিয়ম হাতে নাতে ধরতে হলে ২৪ ঘণ্টার মধ্যে গুদাম সীল করে সকল এলএসডির চাবি খাদ্য নিয়ন্ত্রকের হাতে রেখে একটি একটি করে খামাল গুনে এবং খামালের বর্ডার ভেঙ্গে বোঙা মেরে দেখলেই সব প্রমাণ মিলবে। প্রত্যেক গুদামে এলসির বস্তা ভরা চালের খামাল সাজানো থাকলে বস্তার ভিতর নিম্নমানের কামড়ি ও মাজেদ চাল। ২/১ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এতটাই বেপরোয়া হয়ে উঠছেন, পারলে অন্যথায় কাগজ কলমের হাতে লেখা খাতার হিসেবে কোনো প্রমাণ মিলবে না। সবাই সবার মতো বাঁচার জন্য চেষ্টা করছেন।

আগামীকাল পড়–ন ৭ উপজেলার কোন কোন গুদামে কি পরিমাণ খামালের চাল ঘাটতি আছে। কাগজ কলমে আছি কি? ইনকিলাবের সংবাদ প্রকাশে খাদ্য কর্মকর্তা দুদকের আটকে ইনকিলাব পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের (সাবেক) ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মোকারম মিয়া বাবু, নগরকান্দা মাইটিভির সাংবাদিক মো. শফিকুল জনি, নগরকান্দার ছাত্র নেতা মো. নাসির হোসেন, বোয়ালমারীর বিএনপি নেতা মো. জাকির হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী মো. ওয়াজেদ মিয়া। (চলবে)


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গর্ভে থাকা সন্তান মারা গেলে মা-বাবা প্রতিদান প্রসঙ্গে?

গর্ভে থাকা সন্তান মারা গেলে মা-বাবা প্রতিদান প্রসঙ্গে?

হাজীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে কিশোরসহ ৪ জনের অবস্থা গুরুত্বর : আহত ৫০

হাজীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে কিশোরসহ ৪ জনের অবস্থা গুরুত্বর : আহত ৫০

উত্তরপ্রদেশে নেকড়ের পর এবার রাজস্থানে চিতাবাঘের হামলা, দুদিনে নিহত ৩

উত্তরপ্রদেশে নেকড়ের পর এবার রাজস্থানে চিতাবাঘের হামলা, দুদিনে নিহত ৩

কলকাতায় ৪১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

কলকাতায় ৪১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

দুই রাজ্যে সংঘাত, ২৪ ঘণ্টা বন্ধ থাকল পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানা

দুই রাজ্যে সংঘাত, ২৪ ঘণ্টা বন্ধ থাকল পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানা

ডায়নার সঙ্গে দুমড়ে মুচড়ে গিয়েছিল দেহ, এবার ধর্ষণে অভিযুক্ত সেই ডোডির বাবা

ডায়নার সঙ্গে দুমড়ে মুচড়ে গিয়েছিল দেহ, এবার ধর্ষণে অভিযুক্ত সেই ডোডির বাবা

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত