চট্টগ্রামে রিকশা চালকসহ অগ্নিদগ্ধ হয়ে ২ জনের মৃত্যু
১৪ মে ২০২৩, ১১:০৪ পিএম | আপডেট: ১৫ মে ২০২৩, ১২:০০ এএম
নগরীতে পৃথক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মহিলাসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে প্রতিদিনের রিকশা নিয়ে বের হয়েছিলেন জাহেদ আলী। হঠাৎ তার গায়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এ সময় আগুন লেগে তার শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে যায়। নগরীর অক্সিজেন মোড়ে এ ঘটনা ঘটে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাহেদ। জাহেদ আলীর বাড়ি লালমনিরহাট জেলায়। তবে পরিবার নিয়ে তিনি নগরীর কুলগাঁও বটতল এলাকায় থাকেন। তার আট মাস বয়সী একটি সন্তান রয়েছে।
এদিকে নগরীর বহদ্দারহাটে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আগুনে কয়েকটি বসতঘরের সঙ্গে পুড়ে গেছে একটি স্কুলও। পুলিশ জানিয়েছে, সিলিন্ডার থেকে সরবরাহ করা গ্যাস দিয়ে চুলা জ্বালিয়ে রান্নার সময় আগুন লাগে।
চান্দগাঁও থানার ‘এক কিলোমিটার’ এলাকায় একটি কলোনিতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। মৃত হাসিনা বেগম (৫০) নগরীর ‘এক কিলোমিটার’ এলাকার যমুনা ক্লাব সংলগ্ন নজরুল কলোনির জাকির হোসেনের স্ত্রী। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার সময় অগ্নিকা-ের খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুততার সাথে সেখানে পুলিশের টিমও মোতায়েন হয়। প্রায় তিন ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার কর্মীরা। আগুনে নজরুল কলোনির কমপক্ষে ৬০টি টিনশেড বসতঘর পুড়ে গেছে। এর সঙ্গে লাগোয়া মেরন সান স্কুল এন্ড কলেজের আসবাবপত্র পুড়ে গেছে। তবে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে ওসি জানান।
আগুন নিয়ন্ত্রণে আনার পর কলোনির একটি বাসা থেকে দগ্ধ হাসিনা বেগমকে উদ্ধার করে ফায়ার কর্মীরা। পুলিশ তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসিনা বেগমের মেয়ে মুন্নী আক্তার বলেন, সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ আগুন লাগে। তখন আমার আম্মার শরীরে আগুন ধরে যায়। আমরা দ্রুত বের হতে পারলেও আম্মা বের হতে পারেননি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম