মেয়র পদে ৭টিসহ মনোনয়নপত্র বিক্রি ২২৯, জমা ৭৬
১৪ মে ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ১৫ মে ২০২৩, ১২:০০ এএম
আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পর্যন্ত মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮২ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৪০ জনসহ মোট ২২৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল গতকাল রোববার দুপুরে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিনের কাছে মনোনয়রপত্র জমা দিয়েছেন। অপর মেয়র পদের ৬ সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগ মনোনীত সদ্য সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু, নাগরিক সংগঠন আগুয়ান-৭১ এর মো. আব্দুল্লাহ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জাপা নেতা আবদুল গাফফার বিশ্বাস, এস এম শফিকুর রহমান ও প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম এখনো মনোনয়ন জমা দেননি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে। জমা দেয়া মনোনয়নপত্র যাচাই
বাছাই শেষে, প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বিতরণ করা হবে ২৬ মে।
অপরদিকে, ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার রাতে এসব তথ্য জানিয়েছেন কেসিসি নির্বাচনের
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।
মেয়র পদে প্রথম মনোনয়নপত্র জমা দেয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল বলেন, আমরা আশা করি নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা করবেন, নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের একটি প্রতিবাদ, এই প্রতিবাদের মাধ্যমে আমরা দেখতে চাই সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করবে বলে আমরা আশা করি। সাথে সাথে এটাও বলতে চাই যেহেতু সরকার আগামী জাতীয় নির্বাচন ব্যালটের মাধ্যমে করবে, আমরা চাই সিটি কর্পোরেশন নির্বাচনেও ব্যালট এর মাধ্যমে অনুষ্ঠিত হোক কারণ ইভিএম একটি সূক্ষ্য কারচুপি, ইভিএম এর মাধ্যমে কারচুপি হওয়ার সম্ভাবনা থাকে এবং দেশের মানুষ এর প্রতি আস্থাশীল নয়। তিনি সুন্দর ও আধুনিক নগরী গড়ে তোলার জন্য হাতপাখা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
এদিকে, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু না হলে, ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থী ও তাদের সমর্থকরা মাঠে নেমেছেন। বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। ১২ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩১টি ওয়ার্ডে ভোট গ্রহণ হবে। এবার ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের
পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট
আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর
লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি
লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন
হলুদ রঙে সেজেছে ক্ষেত
গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত
অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান
ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ
উত্তরা থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান
মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার
তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫